একধাক্কায় রাজ্যে 7% ডিএ বাড়ল সরকারি কর্মীদের

By Sudipta Dalapati

Published On:

Follow Us
একধাক্কায় রাজ্যে 7% ডিএ বাড়ল সরকারি কর্মীদের

রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য হোলির এই মৌসুমে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দারুন সুখবর। কেননা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় প্রায় 7% বাড়ানো হয়েছে।

এর পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, 8 মাসের বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতাও নগদে দিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীরা 239% হারে মহার্ঘ ভাতা পান। বর্তমানে বাড়িয়ে দিয়ে করে দেওয়া হয়েছে 246%। নতুন এই হার 2025 সালের জুলাই মাসে কার্যকর করা হবে এবং মার্চ মাসের বেতনের সঙ্গে বকেয়া অর্থ দিয়ে হবে। এই ঘোষণা এই সরকারি কর্মীদের মধ্যে এখন খুশির আবহাওয়া এনে দিয়েছে।

অপেক্ষায় রয়েছে কেন্দ্রের সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা :

উল্লেখযোগ্যভাবে এই ঘোষণা এসেছে জম্মু ও কাশ্মীর রাজ্যের তরফ থেকে। সাধারণত কেন্দ্রীয় সরকার হোলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে থাকে, তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশাকে আরও বেশি ত্বরান্বিত করবে।

Read More : সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা লেনদেন করলে নোটিশ আসতে পারে আইকর বিভাগের তরফ থেকে

এদিকে আবার আমাদের এই রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যেটা অন্যান্য রাজ্যের তুলনায় বেশ অনেকটাই কম। তবে সম্প্রতি 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে, যেটা এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে। তবে অন্যান্য রাজি তুলনায় পশ্চিমবঙ্গের মহার্ঘভাতে অনেকটাই কম যেটা সরকারি কর্মচারীদের মধ্যে আরও বেশি অসন্তোষ সৃষ্টি করছে বর্তমানে।

কি প্রভাব পরবে মহার্ঘ ভাতা বৃদ্ধির ?

বর্তমান সময়ের মূল্য স্থিতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হওয়ার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহার্ঘ ভাতা বৃদ্ধি। যেটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মানকেও বেঁচে অনেকটা উন্নত করে তোলে। এই বর্তমানে দোলের মরশুমে জম্মু ও কাশ্মীরের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য এক চরম স্বস্তি এনে দিয়েছে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment