287 টি শূন্যপদে HDFC ব্যাঙ্কে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাস হলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
287 টি শূন্যপদে HDFC ব্যাঙ্কে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি

HDFC BANK এ চলছে চাকরির সুবর্ণ সুযোগ | এছাড়াও আরও কিছু শূন্য পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে HDFC BANK এর তরফ থেকে। WB HDFC Bank Recruitment Notice 2025

যোগাযোগ করুন এই নাম্বারে9038525386 অথবা মেইল করুন Email ID – hrcorporate887@gmail.com .

WB HDFC Bank Recruitment Notice 2025

WB HDFC Bank Recruitment Notice FOR BRE (Branch Relationship Executive) 2025: সকল প্রার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য রয়েছে বিরাট সুযোগ, রাজ্যের জেলায় জেলায় এবার HDFC ব্যাংকে নতুন ভাবে কর্মী নিয়োগ করা হবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে চাকরি প্রার্থীরা নিজেদের জেলা অনুযায়ী পোস্টিং পাবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে নিন। জেনে নিন কিভাবে আবেদন করবেন।

পদের নাম:-

এখানে যে সব পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে –
BRE (Branch Relationship Executive)
Back Office Executive
Data Entry Operator
Banking Officer
Executive Officer
KYC verification
Relationship manager

মোট শূন্যপদ:-

জেলার নাম মোট শূন্যপদ
বাঁকুড়া
বীরভূম১২
কোচবিহার
দক্ষিণ দিনাজপুর
হুগলি
হাওড়া১২
জলপাইগুড়ি
ঝাড়গ্রাম
কলকাতা১১
মালদা১২
মুর্শিদাবাদ১০
নদীয়া
উত্তর 24 পরগনা
পশ্চিম বর্ধমান১১
পশ্চিম মেদিনীপুর১৫
পূর্ব বর্ধমান
পুরুলিয়া
দক্ষিণ ২৪ পরগনা১২
উত্তর দিনাজপুর

সব মিলিয়ে মোট ২৮৭ টি শূন্যপদে HDFC ব্যাংকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক (12th) পাস হলেই আবেদন করতে পারবেন, তার সঙ্গে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আরো বেশি থাকে যেমন গেজ্যুশন পাস এমএ পাস তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর পদের জন্য উচ্চশিক্ষিত কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা:-

এখানে সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন:-

HDFC ব্যাংকে এই পথ গুলোর জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে ১৪,৮০০ টাকা থেকে ২১,৫০০ টাকা পর্যন্ত।

যে সকল প্রার্থী অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ফোন নম্বর ও ইমেইল এড্রেস এর মাধ্যমে যোগাযোগ করতে হবে।

মোবাইল নম্বর – 9038525386

Email id- hrcorporate887@gmail.com

বি: দ্র:
এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment