পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক AXIS ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৫, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

By Sudipta Dalapati

Published On:

Follow Us
পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক AXIS ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৫, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থী ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। উচ্চমাধ্যমিক পাশে AXIS ব্যাংকের চাকরি মিলবে । তাহলে যে সকল প্রার্থী AXIS ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন তারা দেরি না করে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা :-

যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবে সমস্ত পদের জন্য।

বয়স :-

যে সকল প্রার্থী AXIS ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।

চাকরি বৃত্তান্ত : –

AXIS ব্যাংক এ “Back Office Executive & Customer Service Officer” পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশী কিছু করতে হবে না। শুধুমাত্র নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি AXIS ব্যাংক এর Hiring Recruiter (HR) এর কাছে নিম্নলিখিত ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে – হোয়াটসঅ্যাপ নম্বর টি হল-

হোয়াটসঅ্যাপ / কল –

বেতন :-

যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের প্রতি মাসে ১৪,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। যত উচ্চ পদ হবে তার বেতনও বেশি হবে।

পদ গুলি হল :-

Back Office Executive & Customer Service Officer.

নিয়োগী স্থান:

নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই নিয়োগ হচ্ছে এবং সকলেই এখানে আবেদন জানাতে পারবেন ।

নির্বাচন পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের একটি নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং যারা যারা ইন্টারভিউ এর পাশ করবেন তাদের সরাসরি ট্রেনিং করিয়ে চাকরি দেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো। (বিগত তিন মাসের মধ্যে তোলা)

ইন্টারভিউয়ের সময়:-

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment