Realme GT 7 ! ২০২৫ সালের সেরা গেমিং ফোন লঞ্চ হতে চলেছে তাড়াতাড়ি দেখে নিন এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ।

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
Realme GT 7

Realme GT 7 গেমিং প্রিয়সি বন্ধুদের জন্য সবথেকে খুশির খবর নিয়ে চলে এসেছি । 2025 সালের সেরা সেরা গেমিং ফোন এর সমন্ধে জানতে চলেছে তোমরা । এই প্রতিবেদনে যাদের গেম খেলার সময় ফোন হ্যাং করে আটকে আটকে যায় তাই গেম খেলার মজা পাওয়া যায় না। আর কোন চিন্তা নেই বন্ধুরা Realme লঞ্চ করতে চলেছে, আজ পর্যন্ত Realme সেরা ফোন Realme GT 7 ।

চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখিনি আমরা এই ফোনের সম্বন্ধে , সমস্ত স্পেসিফিকেশন , ফোনের ক্যামেরা , ব্যাটারি , প্রসেসর চিপসেট ইত্যাদি ।

Realme GT 7 ! এর Body

Realme GT 7 এর বডি টা দেখলে মনে হবে পুরোপুরি স্টিলের তৈরি কিন্তু একচুয়ালি এটি পলিকার্বনেট। realme GT 7 এই ফোনটির ডিজাইন সমন্ধে যদি বলি সিম্পল ডিজাইন কিন্তু এলিগেন্ট। এটি Industry-first Ice Sense design । হাতে নিলে খুব ভালো লাগবে। হাতের মধ্যে ধরে রাখলে অবশ্যই মনে হবে খুব প্রিমিয়াম একটি ফোনকে আপনি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ফোনটির পেছনে পুরো অংশটা Armor Shell Glass দিয়ে তৈরি। আর এই ফোনটির যে ব্যাক প্যানেল টা আপনি দেখছেন সেটা কোন নরমাল ব্যাকপ্যানেল নয়। এর মধ্যে Graphene ইউজ করা হয়েছে। আর এটা ইন্ডাস্ট্রিতে প্রথমবার কোন স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে। নরমাল ফোনগুলিতে যে মেটেরিয়ালের ইউজ করা হয় তার থেকে ২৪ গুন বেশি thermal control করতে পারে। দুটি কালারের উপর আপনার এই ফোনটি পেতে পারেন প্রথমটা Ice Sense Blue । দ্বিতীয় টা Ice Sense Black ।

Display :

ডিসপ্লেটির পুরো ডেফিনেশন নিচে লিস্ট করে দিচ্ছি ভালোভাবে দেখে নিন ।

  • 6.78 inches (17.22 cm); LTPO AMOLED
  • 1264×2780 px (FHD+)
  • 120 Hz Refresh Rate
  • Bezel-less with punch-hole display
  • Gorilla Glass Protection

Performance :

যেহেতু গেমিং ফোন হতে চলেছে সেহেতু পারফরম্যান্স নিয়ে কোন প্রশ্নই ওঠে না। তাড়াতাড়ি দেখে নিন এই ফোনটির পারফর্মেন্সে জন্য কি কি ফিচারস দিয়েছে কোম্পানি !

Realme GT 7
Realme GT 7
  • MediaTek Dimensity 9400e
  • Octa core (3.4 GHz, Single Core + 2.85 GHz, Tri core + 2 GHz, Quad core)
  • 8 GB / 16 GB / 12 GB RAM

Rear Camera

ফোনটিতে গেম খেলার জন্য যেমন স্পেশাল ফিচার্স দেওয়া হয়েছে তেমনি ছবি তোলার জন্য Rear Camera ও বেস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে। তাড়াতাড়ি দেখে নাও রেয়ার ক্যামেরাতে কি কি ফিচারস দেওয়া হয়েছে ।

Realme GT 7
Realme GT 7
  • Triple Camera Setup
  • 8 MP Ultra-Wide Angle Camera
  • 50 MP Wide Angle Primary Camera
  • 50 MP Telephoto (upto 2x Optical Zoom) Camera
  • 8k @30fps Video Recording
  • LED Flash

Front Camera

যেমন ছবি তোলার জন্য Rear Camera বেস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে তেমন সেলফি তোলার জন্য Front Camera ও বেস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি দেখে নাও। ফ্রন্ট ক্যামেরা তে কি কি ফিচারস দেওয়া হয়েছে ।

  • 32 MP Wide Angle Lens
  • 4k @60 fps Video Recording

Battery

এই ফোনটিকে অবশ্যই গেম খেলার জন্য তৈরি করা হয়েছে তাই এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অবাক করে দেওয়ার মতোই দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি দেখে নাও। ব্যাটারিতে কি কি ফিচারস দিয়েছে ।

Realme GT 7
Realme GT 7
  • 120W Ultra Charging; USB Type-C port
  • 7000 mAh

বন্ধুরা আমার দেওয়া এই ইনফরমেশন যদি তোমাদের কোন কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে হেল্প করার জন্য এই পেজের যেকোনো একটা এডে ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো।

Read more – 287 টি শূন্যপদে HDFC ব্যাঙ্কে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাস হলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন

Buy Now – ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন ।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment