Mobile Sim Card: আর সিম কার্ড পাবেন না আঙ্গুলের ছাপ ছাড়া। ঘটলো বিরাট পরিবর্তন সিম কার্ডের

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Mobile Sim Card: আর সিম কার্ড পাবেন না আঙ্গুলের ছাপ ছাড়া। ঘটলো বিরাট পরিবর্তন সিম কার্ডের

Mobile Sim Card: আপনি যদি এখন নতুন কোন সিম কার্ড তোলার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের আমাদের এই প্রতিবেদনটা অবশ্যই আপনার জন্যই বানানো। কেননা সম্প্রতি সরকার দেশের প্রতিটা টেলিকম সংস্থার সিমকার্ডের উপর নতুন কিছু বেশ কড়া নিয়ম ধার্য করে দিয়েছে। যেমন ধরুন এখন আর আঙ্গুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক ছাড়া কোনো ভাবেই সিম কার্ড তোলা আর পসিবল হয়ে উঠবে না।

কেননা এর আগে আঙ্গুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক ছাড়াই সিম কার্ড পাওয়া যাওয়ার ফলে, প্রচুর পরিমাণে সাইবার অপরাধ তথা জালিয়াতি হচ্ছে অনলাইনের মাধ্যমে। মূলত এই সমস্ত সমস্যাগুলি কিছুটা হলেও কমানোর উদ্দেশ্যে দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ দিয়েছে। আধার কার্ডের আগে অবশ্য আপনারা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি দিয়েও সিম কার্ড পেয়েছেন বহু ক্ষেত্রে। এবার থেকে আর সেটা হচ্ছে না, আঙুলের চা বর্ষার বায়োমেট্রিক ছাড়া আর কোনো ভাবে সিম কার্ড পাবেন না আপনি।

কেন এমন নিয়ম জারি করল সরকার ?

বর্তমানে দেখা যাচ্ছে ভুয়ো ডকুমেন্টস ব্যবহার করে সিম কার্ড কিনে, এই সিম কার্ডের মাধ্যমে প্রচুর পরিমাণে সাইবার অপরাধ করা করছে কিছু দুষ্টু প্রতারকেরা। এমনকি দেখ কখনো কখনো দেখা গেছে কোনো কোনো ডিভাইসে দশটা বারোটা অব্দি সিম সক্রিয় রয়েছে বিভিন্ন সময়ে, যার মাধ্যমে প্রতারণা চলছিল এতদিন। নইলে তো তার জন্যই সরকারের এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

Read More: এবার রেলের নতুন নিয়মে বন্দে ভারতে চেপে যেতে পারবেন ত্রিপুরা

কি কি পরিবর্তন আসতে চলেছে নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে ?

সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত টেলিকম সেবক তাবলী কে নিজেদের সিম কার্ড বিক্রি করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম ধার্য করে দিয়েছে। সেগুলি হল –

  • নতুনভাবে সিম কার্ড তুলতে হলে গ্রাহকদের ছবি তুলতে হবে মোট 10টি অ্যাঙ্গেল থেকে।
  • প্রত্যেকটি নতুন সিম কার্ডের জন্য বায়োমেট্রিক ডেটা অবশ্যই প্রয়োজন।
  • একজন ব্যক্তির নামে যতগুলি সিম কার্ড নিবন্ধিত থাকবে, সেগুলি প্রত্যেকটি ট্র্যাক করা সম্ভব হবে।
  • একটা ডিভাইসে যদি একাধিক সিমকার্ড সক্রিয় থেকে থাকে, সেগুলিকে সরকারের দ্বারা ট্র্যাক করা হবে, যাতে কোনো সাইবার অপরাধ না ঘটে থাকে সেই ডিভাইসের মাধ্যমে।
  • মূলত এবার থেকে AI প্রযুক্তির মাধ্যমে ভুয়া সিম কার্ড ব্যবহারকারীদের থেকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কি কি সুবিধা রয়েছে এই নতুন নিয়মে ?

নতুন নিয়ম জারি করার ফলে একদিকে যেমন জনগণের অসুবিধা হয়েছে, ঠিক তেমনি অন্যদিকে বেশ কিছু সুবিধা হয়েছে এর ফলে । সেগুলি হল –

  • আর এবার থেকে ভুয়ো ডকুমেন্টস দিয়ে সিম কার্ড নেওয়া সম্ভব হবে না।
  • সাইবার অপরাধ বেশ অনেকটাই কমে যাবে এবার থেকে।
  • অনলাইন জালিয়াতের প্রতিরোধ করাও সম্ভব হবে এর ফলে।
  • সারাদিন চলে সিম কার্ড বিতরণী প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে।
  • একজন ব্যক্তির নামে যতগুলি সক্রিয় সিমকার্ড রয়েছে, প্রত্যেকটিকে ট্র্যাক করা সম্ভব হবে যার ফলে প্রতারণা বেস অনেকটাই কমবে।

এই নিয়ম ভাঙ্গলে কি কি ব্যবস্থা নেওয়া হবে ?

সরকারি ধার্য করে দেওয়া এই নতুন নিয়ম যদি কোনো সিম বিক্রেতা ভেঙ্গে ফেলে অর্থাৎ বায়োমেট্রিক ডেটা ভেরিফাই না করেই সিম কার্ড তাকে দিয়ে দেয়, তাহলে তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি মোটা অংকের জরিমানা ও জেলের ভাত তো রয়েছেই।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment