Apaar Id Card: দেশের সমস্ত কূল ও কলেজ লেভেল এর শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচয় পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সমস্থ রকম তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে রাখার জন্য ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় তরফ থেকে সম্প্রতি নতুন একটি ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে APAAR I’D কার্ড।
এই নতুন পরিষেবাটি One Nation One Student I’D ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যেটা শিক্ষার্থীদের সমস্ত রকম ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য কে ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত করে রাখবে একত্রে। যার ফলে আর শিক্ষার্থীদের একাধিক আইডি কার্ডের প্রয়োজন পরবে না নিজেদের শিক্ষা জীবনে। শিক্ষার্থীদের সমস্ত রকম সার্টিফিকেট, মার্কশিট, কলারশিপ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
এখন প্রশ্ন হচ্ছে কি এই APAAR I’D কার্ড ? কিভাবে এটি কাজ করে ? কি কি সুবিধা রয়েছে এই কার্ডের ? কিভাবে আবেদন করতে হবে এখানে ? ইত্যাদি। আপনাদের প্রশ্নের সমাধান করার জন্যই আমরা এই প্রতিবেদনে সমস্ত রকম তথ্য বিস্তারিত করে আলোচনা করেছি আমরা এই আপার আইডি কার্ড সম্বন্ধে। সুতরাং আপনি যদি একজন শিক্ষার্থী কিংবা শিক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেনই পড়বেন।
Read More: বন্ধ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট
কী এই APAAR I’D কার্ড ?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত এই APAAR I’D কার্ড হল একটি স্থায়ী ও অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি কার্ড, যার মধ্যে একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত রকম তথ্য ডিজিটালই কেন্দ্রীভূত করা থাকবে। এই আইডি কার্ডটি পাওয়ার পর একজন শিক্ষার্থীর ব্যক্তিগত পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, স্কলার্শিপ ও অন্যান্য চমৎকার অ্যাকাডেমীক তথ্য কেন্দ্রীভূত থাকে।
কিভাবে আবেদন করতে হবে এই আইডি কার্ডের জন্য ?
শিক্ষার্থীদের এই আপার আইডি কার্ডে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য তাদেরকে সরাসরি চলে যেতে হবে Academic Bank of Credit (ABC) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে My Account বিকল্পটি বেছে নিতে হবে। তারপর সেখানে Student বিকল্পটি নির্বাচন করতে হবে।
তারপর আপনাকে Digilocker এর মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনার আধারের E-KYC ভেরিফিকেশন সম্পূর্ণ হলে, নিজের 12 সংখ্যার APAAR I’D নাম্বারটি দেখতে পাবেন এবং সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন কার্ড হিসেবে।
কি কি সুবিধা রয়েছে এই APAAR I’D কার্ডের ?
কেন্দ্রীয় সরকারের এই নতুন আপার আইডি কার্ডের সুবিধা রয়েছে একাধিক। সেগুলি হল – শিক্ষার্থীদের আর বিভিন্ন ধরনের আইডি কার্ড ব্যবহার করতে হবে না, একটি কার্ড এর মধ্যে প্রতিটা শিক্ষার্থীর ব্যক্তিগত থেকে শিক্ষাগত যোগ্যতার চামুক্ত রকম তথ্য একত্রিত থাকবে।
আধার কার্ডের মাধ্যমে তথ্য ও সংযুক্ত থাকায় পরিচয় যাচাই করার সহজ হবে এবং শিক্ষাগত তথ্য নিরাপদ থাকবে আরো বেশি বেশি করে। যারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পায় তাদেরই তথ্য স্বয়ংক্রিয়ভাবেই সংরক্ষণ করা হয়ে থাকবে এই কার্ডের মাধ্যমে।
অতএব বলতে গেলে কেন্দ্রীয় সরকারের এই APAAR I’D কার্ডটি হলো শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। যার মধ্যে তাদের শিক্ষাগত তথ্য থেকে ব্যক্তিগত তথ্যসমস্ত কিছু একটি জায়গাতে একত্রিত থাকে। যার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষাগত সুযোগ বৃদ্ধি পাওয়াকে আরো সহজ করে তুলবে এই নতুন কার্ড টি। তাই দ্রুত এই কার্ডটি বানিয়ে নেওয়াই সবথেকে বুদ্ধিমানী কাজ হবে বলে আমরা মনে করছি প্রতিটা শিক্ষার্থীর ক্ষেত্রে।