রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিক উন্মোচন করে তৈরি হচ্ছে 4টি নতুন ESI হাসপাতাল

By Sudipta Dalapati

Published On:

Follow Us
রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিক উন্মোচন করে তৈরি হচ্ছে 4টি নতুন ESI হাসপাতাল

ESI হাসপাতাল: রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে অনুদান সংক্রান্ত টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলে আসছিল। একাধিক সরকারি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব চলছিল। কিন্তু এবার বড়সড়ো পরিবর্তন দেখা গেলো। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের প্রস্তাবে রাজি ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

আর তার ফলস্বরূপ বাংলায় তৈরি হতে চলেছে আবার নতুন 4টি ESI হাসপাতাল (ESI Hospital) । এই সিদ্ধান্তের উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং এর মত জেলাগুলিতে মানুষ প্রত্যক্ষ ভাবে উপকৃত হবে বলে আন্দাজ করা হচ্ছে। যার ফলে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং খুব তাড়াতাড়ি এই প্রকল্পের কাজও হবে।

দ্রুত বাস্তবায়নের চেষ্টা রাজ্যের সম্মতি কে :

বেশ কিছু দিন আগে থেকেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে রাজ্য কে বাস্তবায়ন করার প্রস্তাব পাঠানো হয় তখন। কিন্তু সেই বিষয়টি এতদিন পর্যন্ত ঝুলে পড়ে রয়েছিল। কিন্তু এবার রাজ্য সরকারের সম্মতিতে এবং স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু করা হয়েছে। এই নতুন হাসপাতালগুলির মাধ্যমে রাজ্যের প্রচুর মানুষ জন্য তোমাদের চিকিৎসার ছবিটা পাবেন ও শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা ও উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে। এই নতুন হাসপাতাল গুলির মাধ্যমে রাজ্যের বহু মানুষের অন্যতম চিকিৎসা ছবিটা পাবেন এবং শ্রমিকদের প্রাপ্ত পরিষেবা ও উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে।

Read More: রেশন ব্যবস্থা নিয়ে সরকারের নতুন আপডেট, দেখুন কি সেই আপডেট

রাজ্যের এই গুরুত্বপূর্ণ স্থানে তৈরি হবে নতুন ESI হাসপাতাল :

সূত্র মারফত যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে জানা গিয়েছে যে, চারটি অত্যাধুনিক ESI হাসপাতাল তৈরি হবে উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং দার্জিলিং জেলায়। এই হাসপাতাল গুলিকে অত্যাধুনিক পরীক্ষাটমো এবং অন্যতম চিকিৎসা ছবি দাও পাওয়া যাবে সরকারের তরফ থেকে বলে এটাও জানানো হয়েছে।

দার্জিলিং ও হলদিয়ায় থাকছে 100টি সিটের হাসপাতাল :

রাজ্যের বেশ কিছু বিশেষজ্ঞদের মধ্যে, পাহাড়ি এলাকায় চিকিৎসার পরিকাঠামো সব সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং ভবিষ্যতেও দাঁড়াবে। মূলত তার জন্য দার্জিলিংয়ে একটি 100টি সিটের হাসপাতাল চালু হলে প্রচুর মানুষ সেখান থেকে উপকৃত হবে। ঠিক সেইভাবে 100টি সিটের হাসপাতাল হাসপাতাল থাকছে হলদিয়াতেও ।

শিল্পাঞ্চল হওয়ায় অনেক অনেক শ্রমিক কাজ করেন এবং যার ফলে হাসপাতালে তাদের উন্নত চিকিৎসা পাওয়া যাবে। এছাড়া ওর সামনে কোন খড়্গপুরের হাসপাতালগুলোতে রয়েছে সাধারণ মানুষের জন্য উন্নত পরিকাঠামো ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা। সারা ভারতবর্ষে যদি এতদিন পর্যন্ত মোট 160টি ESI হাসপাতাল ছিল। যার মধ্যে আটটি সাধারণ হাসপাতাল এবং দুটি দন্ত চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল।

এবার এই নতুন হাসপাতাল গুলি বাংলায় চালু হলে আমাদের এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেশ আরো উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ পাহাড়ি এলাকায় রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত হবে। এছাড়াও যে সমস্ত হাসপাতাল গুলি চালু হচ্ছে যেখানে প্যারামেডিকেল কোর্স চালু হওয়ারও পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে।

যার ফলে একদিকে যেমন চিকিৎসা সংক্রান্ত পরিষেবার সমাধান হবে এবং অন্যদিকে কর্মসংস্থানেও এক নতুন দিক খুলে যাবে সারা রাজ্য জুড়ে। রাজ্য সরকারের বিরাট সাফল্যের সবাই অত্যন্ত আনন্দিত হয়েছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই ভালো কাজ আশা করছে সাধারণ মানুষ।

রোগীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবে এই হাসপাতাল থেকে :

এই সমস্ত নতুন ইএসআই হাসপাতাল গুলিতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা, সেগুলি হল – সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ, অত্যাধুনিক ডায়গনস্তিক সুবিধা, অপ্রেশন থিয়েটার ও ইমারজেন্সি পরিষেবা, বিশেষ চিকিৎসকের পরামর্শ এবং শ্রমিক ও তাদের পরিবারের জন্য বিশেষ সুবিধা। এই নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক বিতর্ক থাকলেও এই হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তেও বাংলা মানুষের জন্য খুবই উপকৃত হতে চলেছে ভবিষ্যতে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment