Hiring Now: Site Supervisor Interior Design Job Kolkata – Full-Time | Apply Today! আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন একটু আধটু জানেন তাহলে কলকাতাতে কুড়ি হাজার টাকা বেতনে সাইট সুপারভাইজার এর চাকরি করুন।

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
Site Supervisor Interior Design Job Kolkata

Site Supervisor Interior Design Job Kolkata – বন্ধুরা আপনাদের মধ্যে কারোর ইন্টিরিয়র ডিজাইন সম্পর্কে কোনো রকম কোনো অভিজ্ঞতা বা জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা কলকাতাতে মোটা অংকের বেতনে ভালো মানের সম্মানজনক এই চাকরিটি করতে পারেন।

বন্ধুরা আমরা জেনে নেব কি কাজ ? কত টাকা বেতন দেবে ? কোন প্রাইভেট লিমিটেড কোম্পানি এই চাকরির জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করেছে । এছাড়া অন্যান্য তথ্য ইত্যাদি সবকিছু জানতে পারবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।

Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

চাকরির সুযোগ: ( Site Supervisor Interior Design Job Kolkata )

বন্ধুরা আমরা এই পয়েন্ট টাকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করব যেমন –

১। প্রতিষ্ঠান: Pranati Interior Pvt. Ltd. এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এই চাকরিটির জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করেছে । তো যারা যারা এই চাকরিটি করার জন্য ইন্টারেস্টেড আছো তারা এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো । নিচে Apply Now তে লিংক দেওয়া থাকবে।

২। অবস্থান: অবস্থান অর্থাৎ কোম্পানিটি কোথায় অবস্থিত ? কোম্পানিটি বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ এ অবস্থিত । আপনারা চাইলে সরাসরি কোম্পানিতে গিয়ে কথা বলতে পারেন।

৩। বেতন: আমি তো শুরুতেই বলেছি এই কোম্পানির মোটা অংকের বেতন দিচ্ছে আপনাকে ১৫ থেকে ২০ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাকে বেতন দেওয়া হবে।

৪। চাকরির ধরণ: ফুলটাইম, স্থায়ী

৫। ডিউটি টাইম: দিনে কাজ | ভ্রমণের ইচ্ছা থাকতে হবে (৭৫%)

Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

কাজের দায়িত্বসমূহ (Job Responsibilities):

যেহেতু আপনি সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন সেহেতু আপনার ওপরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থাকবে। যেমন –

১। অন-সাইট সমন্বয়:

  • প্রতিদিন সাইটে কাজের পরিবীক্ষণ ও তদারকি।
  • ডিজাইন অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখা।
  • সমস্যার সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া।

২। CAD এবং 3D Max ডিজাইন:

  • প্রকল্প অনুযায়ী ২D এবং ৩D অটোCAD ও 3D Max-এ ডিজাইন তৈরি।
  • মাপের যথার্থতা নিশ্চিত করা (মিমি, সেমি, মিটার, ইঞ্চি)।
Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

৩। BOQ (Bill Of Quantity):

  • প্রকল্প টিমের সঙ্গে মিলে BOQ বাস্তবায়ন করা।
  • উপকরণ, মূল্য এবং পরিমানের যথার্থ হিসাব রাখা।

৪। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ:

  • আপনি যেহেতু সুপারভাইজার তো আপনি যখন সাইট ভিজিট করছেন তখন ক্লায়েন্ট এর সমস্ত রকম প্রশ্নের উত্তর ও প্রজেক্ট সম্পর্কে আপডেট দেওয়া।
  • ক্লাইন্ট যদি আপনাকে CAD ডিজাইন সম্পর্কে কোন প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে।

৫। ডকুমেন্টেশন ও রিপোর্ট:

এই চাকরি করার জন্য আপনাকে MS Excel/Google Sheets, Word ও PPT এগুলো জানতে হবে কারণ – এগুলোর মাধ্যমে আপনি আপনার কাজের সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন ।আর এগুলো সংরক্ষণ করে রাখাটা আপনার এক বিশেষ দায়িত্ব হবে।

Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

৬। পণ্য ও প্রযুক্তিগত জ্ঞান:

  • ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত পণ্য, অটোমেশন ও অ্যাক্সেসরিজ সম্পর্কে ভালো ধারণা।
  • অপচয় এড়াতে সাইটে প্রয়োজনীয় উপকরণের উপস্থিতি নিশ্চিত করা।

যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা: for (Site Supervisor Interior Design Job Kolkata )

এই কোম্পানিতে চাকরি করার জন্য আপনার যে যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা লাগবে সেগুলোকে আমি একটি টেবিলের আকারে দেখালাম তো ভালো করে বুঝে নিন দেখে নিন।

প্রয়োজনীয়তাবিবরণ
সফটওয়্যার দক্ষতাAutoCAD, 3D Max এই সফটওয়্যারগুলি আপনি যেন ভালোভাবে চালাতে পারেন কারণ এই চাকরি টি করার জন্য এই সফটওয়্যার চালানো অত্যন্ত প্রয়োজন।
অভিজ্ঞতাসাইট সুপারভিশন বা কো-অর্ডিনেশনে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন
ভাষাজ্ঞানআপনাকে তিনটি ভাষায় একদম সাবলীল হতে হবে বাংলা হিন্দি এবং ইংরেজিতে।
পণ্যের জ্ঞানইন্টেরিয়র ডিজাইন, রিয়েল এস্টেট পণ্য সম্পর্কে সচেতনতা
ডকুমেন্টেশন স্কিলMS Excel/Google Sheets ব্যবহার করে কাজ করতে পারা
ভ্রমণের ইচ্ছাপূর্ব ভারতের বিভিন্ন সাইটে প্রজেক্ট হ্যান্ডেল করতে প্রস্তুত থাকতে হবে
Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

ওপরে দেওয়া টেবিলে এই চাকরি রিলেটেড বা এই কাজটি করার জন্য আপনার প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা গুলি থাকাটা অত্যন্ত আবশ্যক

📞 আবেদন করার জন্য:

👉 আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্টে বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে চান এবং আপনার মাপ ও ডিজাইনে নিখুঁত দক্ষতা থাকে, তাহলে এই সুযোগ একদম আপনার জন্য।

👉 Apply Now :- Click Here

Join Telgram :- Click Here

Join What’s group :- Click Here

Watch YouTube Vido :- Click Here

যোগাযোগ করুন বা আবেদন করুন আজই Pranati Interior Pvt. Ltd.-এ!

Site Supervisor Interior Design Job Kolkata
Site Supervisor Interior Design Job Kolkata

Read More :- Drive & Earn ₹30,000/Month in Kolkata – No Experience? No Problem! 🌟 ক্যাব ড্রাইভার নিয়োগ চলছে – কলকাতায় কাজের সুবর্ণ সুযোগ! 🌟

Read More :- আজই আবেদন করুন! অ্যাপোলো ফার্মেসিতে ৬ মাসের ট্রেনিং শেষে চাকরি, মাধ্যমিক পাশেই চলবে !

Read More :- খরগোপুরে কোন এক্সপেরিয়েন্স ছাড়াই 15 হাজার টাকার বেতনের চাকরির সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন।

Read More :-বাড়িতে থেকে জিও কোম্পানিতে প্রায় 15 – 20 হাজার টাকা বেতনে চাকরি করার সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন।

Read More :- আপনার নিজের এলাকাতেই 15000 টাকা বেতনে এসবিআই ব্যাংকে চাকরির সুযোগ মিস করবেন না কেউ ।

Read More :- শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের ওপরে হাওড়াতে মোটা বেতনে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের সুযোগ আবেদণ না করলে মিশ। 

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Hiring Now: Site Supervisor Interior Design Job Kolkata – Full-Time | Apply Today! আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন একটু আধটু জানেন তাহলে কলকাতাতে কুড়ি হাজার টাকা বেতনে সাইট সুপারভাইজার এর চাকরি করুন।”

Leave a Comment