Jio Customer Care Jobs Work from Home বন্ধুরা আপনারা যারা আপনার অবসর টাইমটা কে নষ্ট না করে কাজে লাগিয়ে বাড়িতে থেকে যদি কোন প্রফেশনাল কাজ পেতেন তাহলে তো সবার খুব ভালোই হতো, তাই না তো আজকে আমরা সেই রকমই একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। যেটি আপনি বাড়িতে থেকেও করতে পারবেন আপনার পছন্দমত টাইমে ।
আজকের এই প্রতিবেদনে আপনার জানতে পারবেন যে জিও কোম্পানিতে বাড়িতে থেকে কিভাবে অবসর টাইমটাকে কাজে লাগিয়ে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে ইনকাম করা যায় । চলুন তাড়াতাড়ি দেখে নেই কিভাবে আবেদন করবেন আপনারা ? কত টাকা বেতন দেওয়া হবে ? এই কাজটি করতে হলে আপনাকে কি কি দায়িত্ব নিতে হবে ? সম্পূর্ণ বিস্তারিত জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ।
🔹 ভূমিকা Jio Customer Care Jobs Work from Home:
আপনি যদি একটি স্থায়ী ও উন্নতিশীল ক্যারিয়ার চান , এবং আপনি যদি গ্রাহক পরিষেবা দিতে আগ্রহী বা পরিষেবা দিতে পারবেন এটুকু বিশ্বাস আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই চাকরিটি করতে পারেন বা আপনি উপযুক্ত । কারণ ভারতের সবথেকে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio এখন Customer Service Associate পদে নিয়োগ করতেছে আপনি যদি আবেদন করতে চান সম্পূর্ণ প্রতিবেদন ভালো করে পড়ুন ।
💼 চাকরির ভূমিকা:
আপনি যদি এই চাকরি করেন তাহলে আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে – উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনাকে জিও কাস্টমারদেরকে ফোন, চ্যাট বা ইমেইলের মাধ্যমে সাপোর্ট দিতে হবে। এছাড়াও গ্রাহকদের সমস্যার সমাধানও আপনাকে করতে হবে। এবং গ্রাহকদের চাহিদা মত সঠিক তথ্য ও প্রদান করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা গ্রাহকদের সন্তুষ্টি প্রদান করতে হবে । এটাই হবে আপনার মূল কাজ ।
🛠️ Jio Customer Care Jobs Work from Home এর প্রধান দায়িত্ব:
বন্ধুরা আপনারা যদি ইন্টারভিউ পাস করে জিও কোম্পানিতে কাস্টমার সার্ভিস এসোসিয়েট এই পদে নিযুক্ত হন তাহলে আপনাকে কিছু বিশেষ দায়িত্ব নিতে হবে যেমন –
১। গ্রাহকদের মেসেজ বা ফোন কলের মাধ্যমে সহায়তা প্রদান করতে হবে।
২। জিও কোম্পানির সমস্ত সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে।
৩। গ্রাহকদের কাছ থেকে পাওয়া সমস্যাগুলিকে মেন ব্রাঞ্চে আপনাকে পাঠাতে হবে।
৪। গ্রাহকদের কাছ থেকে পাওয়া রিপোর্ট থেকেই আপনাকে আপনার অভিজ্ঞতা তৈরি করতে হবে।
৫। গ্রাহকদের সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন আপনাকে আপনার ধৈর্য ও সৎ ভাবনা বজায় রেখে সমস্যার সমাধান করতে হবে।
Read More :- আপনার নিজের এলাকাতেই 15000 টাকা বেতনে এসবিআই ব্যাংকে চাকরির সুযোগ মিস করবেন না কেউ ।
Read More :- হাওড়াতে মোটা বেতনে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের সুযোগ আবেদণ না করলে মিশ।
Read More :- কোন এক্সপেরিয়েন্স ছাড়াই 15 হাজার টাকার বেতনের চাকরির সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন।
💰 বেতন ও সুবিধা:
বেতন হিসাবে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে এছাড়াও বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে আপনার বেতন একটু কম বা বেশি হতেই পারে । এছাড়া কোম্পানি থেকে প্রমোশনের সুযোগও থাকবে ও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংও থাকবে।
🚀 ক্যারিয়ার গ্রোথ:
এই পদে থেকে আপনি যদি আপনার পারফরমেন্স কে একদম টপ লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে আপনার যে যে সুবিধা গুলি হবে প্রথম আপনি টিম লিডার হতে পারবেন । দ্বিতীয়তঃ আপনি ট্রেনার বা ম্যানেজার হতে পারবেন । আরও বিভিন্ন ভাবে এই ডিপার্টমেন্ট থেকে এগিয়ে যাওয়ার । তবে এখন আপনাকে আপনার টপ লেভেলের পারফরম্যান্স দিতে হবে জিও কোম্পানিকে। তাহলেই আপনি আপনার স্বপ্নের জায়গাটিকে হাসিল করতে পারবেন ।
🧾 আবেদন করার পদ্ধতি:
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়াটি আপনাকে একটি অ্যাপসের মাধ্যমে করতে হবে জিও কোম্পানির অফিসিয়াল অ্যাপ Jio Career App এই অ্যাপের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । এই প্রতিবেদনে নিচে একটি ইউটিউব ভিডিও মেনশন করে দেওয়া আছে । যেখানে সম্পূর্ণ আবেদন পদ্ধতি ডিটেলসে বলা আছে, তো পুরো প্রতিবেদন ভালো করে পড়ার পরে আপনি ওই youtube ভিডিওটি দেখতে পারেন ও আবেদন করতে পারেন।
📌 উপসংহার:
তাছাড়াও আপনি এই চাকরিটি ফুলটাইম হিসাবেও করতে পারেন । কারণ ফুল টাইম হিসাবে করলে আপনার পারফরম্যান্স আরো বেটার হবে । তো তরুণ প্রজন্মের জন্য এটি একটি দারুন সুযোগ আপনি যদি সম্মানজনক ও নির্ভরশীল একটি চাকরি খুঁজছেন তাহলে আপনি এই পদ টির জন্য অবশ্যই আবেদন করুন ।
YouTube Video :- https://www.youtube.com/watch?v=xTVOaw05tVQ
Apply Now :- Click Here