Purba Medinipur Job Vacancy 2025 || খরগোপুরে কোন এক্সপেরিয়েন্স ছাড়াই 15 হাজার টাকার বেতনের চাকরির সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন।

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
Purba Medinipur Job Vacancy 2025

Introduction

Purba Medinipur Job Vacancy 2025 বন্ধুরা আপনারা যারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেই কোন চাকরি খোঁজার চেষ্টা করছেন । কিন্তু আপনি সঠিক বিজ্ঞপ্তি খুজে পাচ্ছেন না । তার জন্য আমি আজকে আমাদের পূর্ব মেদনীপুর জেলার এক অংশ খরগোপুর ওখানে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকের আলোচনা করব।

চলুন তাড়াতাড়ি দেখে নিই কি চাকরি ? খরগোপুর এ্যাকচুয়ালি কোথায় এই কোম্পানিটি আছে ?এই চাকরির জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ? সবশেষে আপনার বেতন কত দেওয়া হবে ? সবকিছুই জানবো এই প্রতিবেদনের মাধ্যমে , তো শেষ পর্যন্ত ভালো করে পড়বেন , সবার শেষে আমি কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস লেখা আছে তো সেটা মিস করবেন না ।

Purba Medinipur Job Vacancy 2025
Purba Medinipur Job Vacancy 2025

Full Job Description for Purba Medinipur Job Vacancy 2025 :-

এই কোম্পানি এই মুহূর্তে দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের জন্য আর একটি হচ্ছে পুনে বা মহারাষ্ট্র এই জায়গার ওনাদের আরেকটি কোম্পানি আছে সেই কোম্পানির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো আমাদের পূর্ব মেদিনীপুরে খরগোপুর এ যে কোম্পানিটি আছে সেই কোম্পানিতে আপনাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে হবে

Selection Type

যেহেতু এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি , তো এখানে চাকরির জন্য আপনাকে কোন রকম কোন পরীক্ষা বা মেরিট লিস্টের দ্বারা নিয়োগ করা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর একটা কথা মনে রাখবেন । যে কোন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় । খুব কম কোম্পানি থাকে যারা পরীক্ষা নেয় বা মেরিড লিস্ট প্রকাশিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ।

Purba Medinipur Job Vacancy 2025
Purba Medinipur Job Vacancy 2025

Age Limit

যেহেতু এই কোম্পানি একজন ফেশারস ক্যান্ডিডেট কে নিয়োগ করতে চাইছেন , সেহেতু এনাদের এজ লিমিট এর এক্সপেক্টেশন কিছু নেই । এই কোম্পানির অর্থাৎ আপনি পড়াশোনা কমপ্লিট করে এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। এনারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাই এই কোম্পানিতে আবেদন করতে পারবেন ।

Read More :- 15000 টাকা বেতনে এসবিআই ব্যাংকে চাকরির সুযোগ মিস করবেন না কেউ ।

Purba Medinipur Job Vacancy 2025
Purba Medinipur Job Vacancy 2025

Expected Salary

যেহেতু এই কোম্পানি দুটি জায়গায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে , সেহেতু বেতনও দুরকমই দেওয়া হবে অর্থাৎ পূর্ব মেদিনীপুর খড়্গপুরের যে কোম্পানিটির রয়েছে সেখানে প্রত্যেক মাসে আপনাকে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে তার সঙ্গে pf+esic শুরু করে দেওয়া হবে। আর পুনে বা মহারাষ্ট্র তে যে কোম্পানিটি আছে সেখানে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার শুরুতেই বেতন হবে ৩৩ হাজার টাকা প্রত্যেক মাসে, সঙ্গে pf+esic শুরু করে দেওয়া হবে । এছাড়াও মাসে আপনাকে ২৬ দিন ডিউটি করতে হবে।

Education Qualification

এই কম্পানি তে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে Mechanical / Electrical এর ওপরে Diploma থাকা জরুরী । আপনি যদি সদ্দ সদ্দ Mechanical / Electrical Diploma পাস করে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন । কম্পানি থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই চাকরিটি করার জন্য আপনার কোন অভিজ্ঞতার প্রয়জন নেই ।

Purba Medinipur Job Vacancy 2025
Purba Medinipur Job Vacancy 2025

Job Location :- Kharagpur, West Bengal

Company Name :- Salvo Industries PVT.LTD

How to Apply

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন ।

Important Number :- 9735207667

!! বিশেষ দ্রষ্টব্য :- আপনি যত তাড়াতাড়ি এই কোম্পানিতে আবেদন করবেন আপনার সুযোগ বেড়ে যাবে এই চাকরিটি পাওয়ার । কারণ কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে এই চাকরির জন্য যোগ্য কোনো ক্যান্ডিডেট পেয়ে গেলে এই বিজ্ঞপ্তি উঠিয়ে নেওয়া হবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে । তাই তাড়াতাড়ি আবেদন করুন

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment