Banking Job in Kharagpur 12th Pass in West Bengal – বন্ধুরা যারা যারা আপনারা পূর্ব মেদিনীপুরে কাজ খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ! কারণ আজকে এমন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটি আপনার জন্য স্থায়ী বা সম্মানজনক একটি চাকরি হতে পারে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা গ্রাজুয়েট করে থাকেন এবং আপনার বয়স যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই ব্যাংকিং চাকরিটি করতে পারেন অর্থাৎ এই প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া চলছে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন।
চলুন তাড়াতাড়ি দেখে নিই জব লোকেশন অর্থাৎ কোথায় আপনাকে কাজ করতে হবে ? কত টাকা বেতন দেওয়া হবে ? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে ? ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।
✅ প্রয়োজনীয় দক্ষতা:
এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনাকে ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্ট এ কাজ করতে হবে ,আপনার বিশেষ কিছু দক্ষতার বা বিশেষ কিছু কোয়ালিটির প্রয়োজন আছে । যেমন – আপনার যে কোন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরীর ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে গড়ে তুলতে হবে। ভালো কমিউনিকেশন অর্থাৎ আপনাকে পরিষ্কার ও আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে হবে। কম্পিউটার জ্ঞান অর্থাৎ আপনাকে বেসিক কম্পিউটার চালানো জানতে হবে। সবশেষে আপনাকে যে কোন ক্লায়েন্ট এর সঙ্গে কথা বলে ক্লাইন্টকে সঠিক ইনফরমেশন দিয়ে ক্লাইন্টকে সন্তুষ্ট করতে হবে।
💰 বেতন ও সুবিধা:
বিবরণ | পরিমাণ / সুবিধা |
বেতন | ₹14,259.85 – ₹20,584.40 প্রতি মাসে |
বোনাস | পারফরম্যান্স ও কোয়ার্টারলি বোনাস |
অতিরিক্ত সুবিধা | স্বাস্থ্য বিমা, জীবন বিমা, পিএফ সুবিধা |
📚 শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অথবা গ্রাজুয়েশন করে থাকেন এবং আপনার বয়স যদি ১৮ বছরের থেকে বেশি হয় ও ৩২ বছর বয়সের থেকে কম হয় তাহলে আপনি এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন । আপনি যদি এই প্রথমবার কোন কাজের জন্য আবেদন করে থাকেন অর্থাৎ আপনার কোন এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন।
📍 Work Location for Banking Job in Kharagpur 12th Pass in West Bengal:
ওয়ার্ক লোকেশন মানে অনেক চাকরি হয়ে থাকে হোম জব বা বাড়িতে থেকে চাকরি কিন্তু এই কাজটি আপনাকে অফিসে গিয়েই করতে হবে।
🏢 নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ সংক্রান্ত তথ্য:
এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে কোন রকম কোন পরীক্ষা বা কোন রকম মেরিট লিস্টের দ্বারা নিয়োগ প্রক্রিয়া করা হবে না । সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিযুক্ত করা হবে।
- ইন্টারভিউ পদ্ধতি: সরাসরি (Walk-in Interview)
- অবস্থান: অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে
- চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী
- পদের ধরন: ফ্রেশারদের জন্য উন্মুক্ত
Company Name :- Smith.Co.India Pvt Ltd Jobs and Careers
Company Location :- Kharagpur, West Bengal
How To Apply for Banking Job in Kharagpur 12th Pass in West Bengal
নিচে দেওয়া এপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে একটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আপনাকে আপনার সিভি জমা করতে হবে এবং দুটো থেকে তিনটে ডেট মেনশন করতে হবে। যেই রেটগুলি আপনি ফ্রি থাকবেন এবং ইন্টারভিউ দিতে যেতে পারবেন ইন্টারভিউ প্রসেসিং হওয়ার পরেই আপনার নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
Important Notice :-বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া ইউটিউব ভিডিওর লিংকে দেওয়া থাকলো চাইলে youtube ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারেন
Apply Now :- Click Here
You Tube Video :- Click Here
Read More :- খরগোপুরে কোন এক্সপেরিয়েন্স ছাড়াই 15 হাজার টাকার বেতনের চাকরির সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন।
Read More :- আজই আবেদন করুন! অ্যাপোলো ফার্মেসিতে ৬ মাসের ট্রেনিং শেষে চাকরি, মাধ্যমিক পাশেই চলবে !
Read More :- বাড়িতে থেকে জিও কোম্পানিতে প্রায় 15 – 20 হাজার টাকা বেতনে চাকরি করার সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন।
Read More :- আপনার নিজের এলাকাতেই 15000 টাকা বেতনে এসবিআই ব্যাংকে চাকরির সুযোগ মিস করবেন না কেউ ।