Swasthya Sathi Card Bad News: কমে গেল স্বাস্থ্য সাথী কার্ডের ভাতার পরিমাণ। সংকটে পড়ল রাজ্যবাসীরা

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Swasthya Sathi Card Bad News: কমে গেল স্বাস্থ্য সাথী কার্ডের ভাতার পরিমাণ। সংকটে পড়ল রাজ্যবাসীরা

Swasthya Sathi Card Bad News: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত জনদরদী প্রকল্প বর্তমানে রয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং কাজের একটি প্রকল্প হল “স্বাস্থ্য সাথী প্রকল্প”। যার মাধ্যমে বহু মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নানারকম ট্রিটমেন্ট করাতে পারেন।

কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে রোগীদের পরিবহনের ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে নিয়েছে। কি কারণে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ? কত টাকা কমিয়ে দেওয়া হয়েছে পরিবহন ভাতার রাজ্যবাসীদের স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে ? এই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি সরকারের ? সেই সমস্ত কিছু আলোচনা করব আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদের সচেতন করার উদ্দেশ্যে।

সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন, না হলে হয়তো কোনদিন আপনিও স্বাস্থ্য সাথী কার্ডের অধীনে চিকিৎসা করাতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হতে পারেন।

ঠিক কী কারণে কমানো হল পরিবহন ভাতা স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে ?

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন বর্তমানে 400 টাকার মধ্যে 200 টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নেওয়া হচ্ছে। যার ফলে রোগীদের হাতে পৌঁছাচ্ছে শুধুমাত্র 200 টাকা। আর এই এত কম পরিমাণ পরিবহন খরচ পাওয়ার জন্য এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রোগীদের মধ্যে।

বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত যে সমস্ত রোগীরা রয়েছেন, তার পরিবারের লোকজন দাবি তুলেছে যে, চিকিৎসার পর রোগীদেরকে বাড়ি ফেরার যে খরচ বহন করতে হয়, এটা বহন করতে গিয়ে বিভিন্ন রকম ভাবে আর্থিক চাপের মুখোমুখি হচ্ছে রোগীরা।

এই নিয়ে রাজ্য সরকার জানিয়েছে যে স্বাস্থ্য সাথী প্রকল্পে আর্থিক সাশ্রয় করার জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে। তবে এ কথা অমান্য করা যাবে না যে এই পরিবহন ভাতা কমানোর ফলে সাধারণ মানুষের মধ্যে বেশ একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে।

Read More: বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মীদের পেনশন

পরিবহন ভাতা কমিয়ে নেওয়া হল 600 টাকা থেকে 200 টাকায় :

স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে এতদিন সমস্ত রোগীদের বাড়ি ফেরার জন্য 600 টাকা করে ভাতা প্রদান করা হতো। কিন্তু গত বছরে এই প্রকল্পের দায়িত্বভার সরাসরি রাজ্য সরকারের হাতে চলে যাওয়ায় সেই ভাতার পরিমাণ কমিয়ে 400 টাকা করা হয়। এখন দেখা যাচ্ছে সেই পরিবহন ভাতার পরিমাণ আরো কমিয়ে দিয়ে করা হয়েছে 200 টাকা।

সরকারের কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই নিয়ে ?

এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকার ভবিষ্যতে নতুন কোনো উদ্যোগ বেছে নেবে কিনা, সেটা নিয়ে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। এই নিয়ে অবশ্য ইতিমধ্যেই নানা রকম আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞ মহলে। রোগীরা দাবি করেছে যে, স্বাস্থ্য সাথী কার্ড এর অধীনে পরিবহন ভাতা আগের মতই 600 করা হোক। তবেই সমস্ত মধ্যবিত্ত ও গরিব পরিবারের মানুষেরা এই কার্ডের অধীনে উপকৃত হবেন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment