প্রচুর প্রকল্প বাতিল করে দিচ্ছে সরকার। ফলে সরকারি কর্মীদের মাথায় বাজ

By Sudipta Dalapati

Published On:

Follow Us
প্রচুর প্রকল্প বাতিল করে দিচ্ছে সরকার। ফলে সরকারি কর্মীদের মাথায় বাজ

সম্প্রতি দেশের সরকারি কর্মীদের জন্য নতুন একটি খারাপ খবর সামনে এসেছে। চলতি মার্চ মাসে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন প্রচুর পরিমাণে হ্রাস পেতে পারে বলে জানা গিয়েছে গোপন সূত্র মারফত খবরে। সরকার বেশ কয়েকটি ভাতা বাতিল করার কথাও বিবেচনা করেছে, যার ফলে অনেক কর্মচারীর বেতন কমে যেতে পারে। যেটা মূলত সমস্ত সরকারি কর্মীদের উদ্বেগের এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা এটি সমস্ত সরকারি কর্মচারীদের সরাসরি আয়ের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু কেন এমন ঘটল ? সেই সমন্বিত তথ্যটাই এবার একটু বিস্তারিত করে জেনে নিন আপনারা।

চলতি অর্থবর্ষের শুরুতেই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়ে দিয়েছে, যার ফলে সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রের সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও পেনশন বৃদ্ধির বিষয়ে কমিটির সিদ্ধান্তের জন্য সমস্ত সরকারি কর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কমিটি গঠন করা হয়নি, তবে এটা আশা করা যাচ্ছে যে এটি ভাতা বাতিল বা চালু করা সহ অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করতে চলেছে ভবিষ্যতে কিন্তু হঠাৎ এমন সময় আবার ভাতা বাতিলের খবরটা কেন উঠে এসেছে ? সেটাই এখন ভাববার বিষয়।

সপ্তম বেতন কমিশনের অধীনে, কেন্দ্রীয় সরকার মোট 196টি ভাতা পর্যালোচনা করেছে, যার মধ্যে মোট 101টি ভাতা বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও 95টি ভাতা অনুমোদন। এদিকে আবার অষ্টম মেথন কমিশন নিয়ে আলোচনা চলছে বলেই কিছু ভাতা বন্ধ করা সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক বজায় রাখার জন্য তাই কমিটি পুরনো, অপ্রয়োজনীয় এবং অব্যবহারযোগ্য সমস্ত ভাতা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে অথবা নতুন ভাতা চালু করারও সিদ্ধান্ত নিতে পারে।

Read More: স্নাতক পাশে Assistant Teacher নিয়োগ

এক কথায় যদি অষ্টম বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের মত একই পথ অনুসরণ করে, তাহলে প্রচুর ভাতার হাঁস বা বাদ দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি দেখে এটাই বোঝা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন নতুন নিয়মবার সুযোগ সুবিধা চালু করতে পারে ঠিকই, তবে তার মধ্যে এটি কেন্দ্রীয় সমস্ত সরকারি কর্মীদের বেতনের ওপর ও কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা এখন নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতি সম্পর্কে যে কোন সরকারি আপডেটের জন্য সরকারি কর্মচারীদের এখন সব সময় সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি। এই নিয়ে ভবিষ্যতে যে কোনো রকম আপডেট হলে আমরা সবার আগে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment