Residential Indian Cook Job in Kolkata for Freshers || কলকাতায় হোটেলে রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক নিয়োগ – আবেদন করুন এখনই! 

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
Residential Indian Cook Job in Kolkata for Freshers

Residential Indian Cook Job in Kolkata for Freshers – আপনি যদি একজন অভিজ্ঞ, পরিশ্রমী কুক হন তাহলে আপনার জন্য কলকাতার এক সুনাম ধন্য হোটেলে রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক পদে নিয়োগ হওয়ার সুযোগ রয়েছে। যেই হোটেলটি কলকাতার প্রধান লোকেশন চিত্তরঞ্জন অ্যাভিনিউ-তে অবস্থিত। আপনি যদি ওখানে অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে কাজ করেন পরবর্তীকালে আপনি প্রধান কুক ও হতে পারবেন। আপনারা সবাই জানেন যে প্রধান কুক এর বেতন কত হতে পারে।

Full Job Description for Residential Indian Cook Job in Kolkata for Freshers 

দেখুন এখানে আপনাকে এসিস্ট্যান্ট কুক হিসেবে নেওয়া হবে তবুও কিছু ক্রাইটেরিয়া এনারা বেধে দিয়েছেন যেমন – আপনাকে বিভিন্ন রাজ্যের রান্নায় পারদর্শী হতে হবে। যেমন বিশেষ করে বাঙালি, পাঞ্জাবি ও দক্ষিণ ভারতীয় খাবার প্রস্তুত করতে পারবেন। এরকম কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার মধ্যে শুধুমাত্র ভালো রান্না জানলেই হবে না আপনাকে দায়িত্ববোধ ও পরিশ্রম করার মনোভাব এই সকল গুনাগুন আপনার মধ্যে থাকতে হবে এছাড়াও হোটেলের বাইরে ভেতরে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এই চাকরিটির ব্যাপারে যেমন – আপনার কত টাকা বেতন হতে পারে ? এছাড়া আপনাকে অন্যান্য কি সুযোগ-সুবিধা দেওয়া হবে ? আপনার কি যোগ্যতা লাগবে এবং আপনি কিভাবে আবেদন করবেন ? সবকিছুই আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবো

🏨 হোটেল সম্পর্কিত বিস্তারিত

এই হোটেলটি কলকাতার প্রধান লোকেশান চিত্তরঞ্জন এভিনিউ অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রতিদিন শত শত দেশি ও বিদেশী মানুষের আনাগোনা রয়েছে । এই হোটেলে প্রত্যেকদিন বহু মানুষকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় । ইতিমধ্যেই এই হোটেলের কিচেন ইউনিটে ভারতীয় খাবারের জন্য একজন সহকারী কুক এর প্রয়োজনীয়তা রয়েছে যিনি প্রধান ককের সহযোগিতায় রান্নার কাজ পরিচালনা করবেন । আপনাকে এই হোটেলে প্রধান কুক এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় খাবার তৈরি করতে হবে।

Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

✅ চাকরির মূল তথ্য

বিষয়বিবরণ
পদরেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক
অবস্থানচিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা, পশ্চিমবঙ্গ
বেতন₹১৫,০০০ – ₹১৮,০০০ প্রতি মাসে
চাকরির ধরণফুল-টাইম
সময়সূচিডে শিফট (সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত)
সুবিধাকর্মীকে ফ্রি খাবারের ব্যবস্থা প্রদান করা হবে
আবাসনের ব্যবস্থাকর্মীকে হোটেলের ভিতরেই থাকতে হবে
কাজের ধরনহোটেলের ভিতরে ও বাহিরে কাজ (On the road)
Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

🎯 যোগ্যতা ও অভিজ্ঞতা

  • চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় রান্নায় বিশেষ দক্ষতা থাকতে হবে – কারণ আপনাকে ভারতীয় রান্নার মেন কুকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে।
  • আপনি যদি আগে কোন হোটেল বা রেস্তোরাঁয় কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এই চাকরিটি পেতে কোনরকম কোন অসুবিধা হবে না।
  • রান্নার কাজটা যেমন আপনাকে ভালোভাবে জানতে হবে ঠিক তেমনভাবে আপনার কাজ করা জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার হবে।
  • রান্নার উপকরণ সমস্ত কিছু আপনাকে প্রস্তুত করতে হবে এছাড়া কাটাকুটি, পরিবেশন সবদিক থেকেই আপনাকে সাহায্য করতে হবে।
  • এর আগে আপনি কখনো কোন টিমের মধ্যে কাজ করেছেন কিনা জানিনা কিন্তু এখানে আপনাকে একটা টিম হয়ে কাজ করতে হবে এবং ভদ্র ও নম্র আচরণ আপনার মধ্যে থাকতে হবে।
Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

🔧 দায়িত্ব ও কর্তব্য

১। হোটেলের মধ্যে প্রতিদিন যে যে মেনু গুলি ঠিক করা হবে সেই মেনু অনুযায়ী প্রধান কুক কে সহায়তা করতে হবে।

২। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে।

৩। রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে।

৪। যেসব কাস্টমার হোটেলের মধ্যে খাওয়ার জন্য আসবে সেই সমস্ত কাস্টমারদের মান সম্মান ও খাবার উভয়ে সমানভাবে পরিবেশন করতে হবে।

৫। রান্না-বান্না শেষ হয়ে গেলে রান্নার কাজে লাগানো সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে হবে ও রান্নাঘর গুছিয়ে রাখতে হবে।

Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

📞 আবেদন পদ্ধতি

নিচে দেওয়া এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে আপনি সরাসরি আবেদন করতে পারেন বা অফিস টাইমে সরাসরি হোটেলের মধ্যে গিয়ে আপনি আপনার কাজ নির্ধারণ করতে পারেন

যদি আবেদন পদ্ধতিতে কোনরকম কোন সমস্যা হয় তাহলে নিচে দেওয়া ইউটিউব ভিডিও দেখে আপনি আবেদন করতে পারেন

Important Link for Residential Indian Cook Job in Kolkata for Freshers 

Apply Now :- Click Here

Apply Now :- Click Here

YouTube Video :- Click Here

Residential Indian Cook Job in Kolkata for Freshers
Residential Indian Cook Job in Kolkata for Freshers

📝 উপসংহার

বর্তমান পরিস্থিতিতে একটি ভালো স্থায়ী চাকরি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি রান্নায় দক্ষ হন এবং হোটেলে রেসিডেন্সিয়াল কাজ করতে রাজি থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি উপযুক্ত সুযোগ। হোটেলের নির্ভরযোগ্য পরিবেশে কাজ করার পাশাপাশি আপনি খাবারের সুবিধাও পাবেন, যা অতিরিক্ত খরচ বাঁচাতে সাহায্য করবে।

তাই আর দেরি না করে, দ্রুত আবেদন করুন এবং একটি স্থায়ী কাজের সুযোগ নিশ্চিত করুন।

Read More :- কম্পিউটার শিক্ষক নিয়োগ – হাবড়া (ICSE স্কুল)

Read More :- আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন একটু আধটু জানেন তাহলে কলকাতাতে কুড়ি হাজার টাকা বেতনে সাইট সুপারভাইজার এর চাকরি করুন।

Read More :- Drive & Earn ₹30,000/Month in Kolkata – No Experience? No Problem! 🌟 ক্যাব ড্রাইভার নিয়োগ চলছে – কলকাতায় কাজের সুবর্ণ সুযোগ! 🌟

Read More :- আজই আবেদন করুন! অ্যাপোলো ফার্মেসিতে ৬ মাসের ট্রেনিং শেষে চাকরি, মাধ্যমিক পাশেই চলবে !

Read More :- বাড়িতে থেকে জিও কোম্পানিতে প্রায় 15 – 20 হাজার টাকা বেতনে চাকরি করার সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment