Post Office New Scheme: পোস্ট অফিস দিচ্ছে দুর্দান্ত স্কিম, 5000 টাকা বিনিয়োগ করলে পাবেন 08 লক্ষ টাকার সুবিধা

By Akash Mondal

Published On:

Follow Us
Post Office New Scheme: পোস্ট অফিস দিচ্ছে দুর্দান্ত স্কিম, 5000 টাকা বিনিয়োগ করলে পাবেন 08 লক্ষ টাকার সুবিধা

Post Office New Scheme : সাম্প্রতি ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নতুন একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে দেশের জনগণের জন্য। যেই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র 5000 টাকা বিনিয়োগ করে পাওয়া যেতে পারে 8 লক্ষ টাকার সুবিধা। যেহেতু এটি ভারত সরকারের নিজস্ব একটি বিনিয়োগ প্রকল্প, সুতরাং কোনো রকম জালিয়াতের সম্ভাবনা এখানে নেই বললেই চলে। মূলত তার জন্যই আমরা এই প্রতিবেদনে ভারতীয় ডাক বিভাগের এই নতুন স্কিমটি সম্বন্ধে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।

ডাক বিভাগের এই প্রকল্পটি আসলে কি ?

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যে নতুন প্রকল্পটির সূচনা করা হয়েছে এ সম্প্রতি – তার নাম হলো “পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম” । যার মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের অর্থের ওপরে 6.7% পর্যন্ত সুদ পাবেন। মূলত তার জন্য এই প্রকল্পটি অত্যন্ত কম সময়ের মধ্যে দেশের সাধারণ জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।

পোস্ট অফিসের এই নতুন স্কিমটির মেয়াদ থাকবে 5 বছর। তবে অবশ্য 3 বছর পরে বিনিয়োগকারীরা নিজেদের জমানো টাকা ইচ্ছে করলে তুলে নিতে পারবে। যে সমস্ত বিনিয়োগকারী প্রকল্প রয়েছে দেশে তার মধ্যে এটি হলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটি বিনিয়োগকারী প্রকল্প। কেননা এই বিনিয়োগ প্রকল্পটি আনা হয়েছে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পে 12 কিস্তি টাকা জমা দেবে নিজেদের অ্যাকাউন্টে, তারা মোট অর্থের ওপরে 50% পর্যন্ত ঋণ নিতে পারবে। এটি মূলত এক ধরনের ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD স্কিম ।

কি পরিমান রয়েছে এই নতুন স্কিমের ?

যে সমস্ত ব্যক্তিরা পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদেরকে 5000 টাকা করে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীরা যদি 5000 টাকা করে 10 বছর ডিপোজিট করে প্রতিমাসে, তাহলে 10 বছর পরে সেই ব্যক্তি সুদসহ 8.54 লক্ষ টাকা পেয়ে যাবে। যদি কোন ব্যক্তি 5000 টাকা করে 5 বছর জমা করে তাহলে সেই ব্যক্তি মোট জমা করবে 3 লক্ষ টাকা বিনিয়োগ করবে।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতিমাসে যদি কেউ 5000 টাকা করে বিনিয়োগ করে তাহলে 5 বছর পরে সুর হিসেবে বিনিয়োগকারী মোট 56830 টাকা পেয়ে যাবে। আর পাঁচ বছর পরে সুদ সহ জমানো টাকার সেই ব্যক্তি পাবে 3 লক্ষ 56 হাজার 830 টাকা।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment