OPPO K13 || 7000 mAh ব্যাটারি ব্যাকআপ এর সাথে লঞ্চ করল oppo তাদের আর একটা সিরিজ। চুপিসারে দেখে নাও ফোনটি ফুল স্পেসিফিকেশন !!

By Sudipta Dalapati

Published On:

Follow Us
OPPO K13

OPPO K13 – OPPO সম্প্রতি তাদের K সিরিজে নতুন সংযোজন হিসেবে নিয়ে এসেছে OPPO K13, যা একটি পারফরম্যান্স ও ব্যাটারিতে সমৃদ্ধ মিড-রেঞ্জ স্মার্টফোন। শক্তিশালী Snapdragon 6 Gen 4 চিপসেট, বিশাল ৭০০০ mAh ব্যাটারি, ৫০ MP ক্যামেরা এবং ৮০W ফাস্ট চার্জিংয়ের মতো অসাধারণ সব ফিচার নিয়ে এটি নিঃসন্দেহে একটি নজরকাড়া স্মার্টফোন হতে চলেছে।

এক নজরে দেখে নেব এই ফোনটির ফুল স্পিসিফিকেশন অর্থাৎ আপনার জন্য ফোনটি উপকারী না অপকারি তা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।

OPPO K13
OPPO K13

পারফরম্যান্স – দৈনন্দিন কাজ ও গেমিংয়ের জন্য আদর্শ

OPPO K13-এ রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর, যা 8 -কোরের গঠন নিয়ে এসেছে:

  • 1x Cortex-A78 @ 2.3 GHz
  • 3x Cortex-A78 @ 2.2 GHz
  • 4x Cortex-A55 @ 1.8 GHz

এই প্রসেসরের ফলে আপনি অনায়াসে মাল্টিটাস্কিং, হেভি অ্যাপ ইউজ ও গেমিং করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ছাড়াই। ফোনটিতে রয়েছে ৮ জিবি RAM, যা একাধিক অ্যাপ একসাথে চালানোর জন্য যথেষ্ট।

ডিসপ্লে

OPPO K13 ফোনটিতে রয়েছে একটি 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল (FHD+) এবং 120Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি ব্যবহারে আপনি পাবেন স্মুথ স্ক্রলিং, ঝকঝকে রঙ ও দারুণ কনট্রাস্ট।

AGC Dragontrail গ্লাস প্রটেকশন থাকায় এটি স্ক্র্যাচ ও হালকা ধাক্কা থেকে রক্ষা পাবে। বেজেল-লেস ডিজাইন এবং পাঞ্চ-হোল ক্যামেরা এটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে।

OPPO K13
OPPO K13

ক্যামেরা – সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট

📷 রিয়ার ক্যামেরা:

১। ৫০ MP প্রাইমারি সেন্সর (ওয়াইড অ্যাঙ্গেল)

২। ২ MP মনো লেন্স

৩। LED ফ্ল্যাশ

৪। 4K @ 30 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট

এই ক্যামেরা সেটআপে আপনি ডে-লাইট ও লো-লাইট দুই অবস্থাতেই সুন্দর ডিটেইল ও কালার টোন সহ ছবি তুলতে পারবেন।

🤳 ফ্রন্ট ক্যামেরা:

১। ১৬ MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা

২। স্ক্রিন ফ্ল্যাশ

৩। Full HD @ 30 fps ভিডিও রেকর্ডিং

সেলফি ও ভিডিও কলের ক্ষেত্রে এই ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট কার্যকরী।

ব্যাটারি ও চার্জিং – একবার চার্জেই দিনের পর দিন

ব্যাটারির কথা শুনেই পয়সা উসুল করার মতো অবস্থায় এসে যাবেন আপনারা কারণ এই ফোনটিতে একটি ৭০০০ mAh এর বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার সোজা মানে হচ্ছে আপনি সারাদিন ফোনটির চার্জ শেষ করতে পারবেন না অর্থাৎ একবার চার্জ ফুল করলে আপনি পরপর দুদিন ব্যবহার করতে পারবেন।

সাথে রয়েছে ৮০W SuperVOOC ফাস্ট চার্জিং, যার সাহায্যে মাত্র কিছু মিনিটেই আপনি বিশাল ব্যাটারি চার্জ করতে পারবেন। চার্জিংয়ের জন্য রয়েছে USB Type-C পোর্ট

OPPO K13
OPPO K13

💧 ডিজাইন ও বিল্ড – স্টাইলিশ ও টেকসই

ফোনটি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকেও চমৎকার। এটি ডাস্ট রেসিস্ট্যান্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট, তাই দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাবশত জল পড়লেও চিন্তার কারণ নেই।

📶 কানেক্টিভিটি ও স্টোরেজ

OPPO K13-এ আপনি পাচ্ছেন ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, যার মাধ্যমে 5G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এছাড়া রয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট:

  • ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ

তবে, এটি এক্সপেনডেবল নয়, অর্থাৎ MicroSD কার্ড ব্যবহার করা

Join Our Telegram Group :- Click Here

Join Our What’s app Group :- Click Here

Our YouTube Channel :- Click Here

ফিচার সারাংশ (তালিকা আকারে)

এই ফোনটির সমস্ত ফিচারস সম্পর্কে একটি টেবিলের মাধ্যমে দেখানো হলো যাতে আপনারা খুব সহজেই সবকিছু বুঝতে পারেন।

বৈশিষ্ট্যবিস্তারিত
📱 ডিসপ্লে6.67″ AMOLED, FHD+ (1080×2400 px), 120Hz রিফ্রেশ রেট
💪 প্রসেসরQualcomm Snapdragon 6 Gen 4 (Octa-core)
🧠 RAM৮ জিবি
📷 রিয়ার ক্যামেরা৫০ MP + ২ MP, 4K ভিডিও রেকর্ডিং
🤳 ফ্রন্ট ক্যামেরা১৬ MP, Full HD ভিডিও রেকর্ডিং
🔋 ব্যাটারি৭০০০ mAh, ৮০W Super VOOC ফাস্ট চার্জ
💾 স্টোরেজ১২৮ / ২৫৬ জিবি (Non-expandable)
🌐 নেটওয়ার্ক5G সাপোর্টেড, ডুয়াল সিম
💧 রেজিস্ট্যান্সপানি ও ধুলো প্রতিরোধক
🔌 পোর্টUSB Type-C
OPPO K13
OPPO K13

✅ উপসংহার – কেন আপনি OPPO K13 কিনবেন?

OPPO K13 এমন একটি স্মার্টফোন যা মিড-রেঞ্জ বাজেটে পাওয়ারফুল প্রসেসর, বিশাল ব্যাটারি, সুন্দর ডিসপ্লে এবং ভালো ক্যামেরার সমন্বয় ঘটিয়েছে। যারা হেভি ইউজার, গেমার কিংবা ফটোগ্রাফি পছন্দ করেন — তাদের জন্য এটি একটি আদর্শ স্মার্টফোন।

Read More :- এই মাসে লঞ্চ হওয়া ১৫০০০ টাকার ভেতরে সব থেকে সেরা পাঁচটি গেমিং ফোনের ফুল স্পেসিফিকেশন দেখে নাও !!

Read More :- ২০২৫ সালে জুলাই মাসে লঞ্চ হওয়া ইন্ডিয়ার সেরা ফোনটির ফুল স্পেসিফিকেশন তাড়াতাড়ি দেখে নাও !!

Read More :- এখনই লঞ্চ হল ২০২৫ সালের বাজেট ফ্রেন্ডলি সেরা স্মার্টফোন চুপি সারে দেখে নাও ফোনটির ফুল স্পেসিফিকেশন !!

Read More :- POCO F7 নিয়ে এলো 7550 mAh ব্যাটারির সাথে পাওয়ারফুল পারফরম্যান্স, ও দুর্দান্ত ডিসপ্লে। তাড়াতাড়ি দেখে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন!

Read More :-  Vivo নিয়ে এলো 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং, এর সাথে একটি শক্তিশালী স্মার্টফোন দেখে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও পারফরম্যান্স।

Read More :- Oppo লঞ্চ করেছে 2025 সালের সর্বশ্রেষ্ঠ ফোন তাড়াতাড়ি দেখে নাও এই দুটি ফোনের ফুল স্পেসিফিকেশন না দেখলেই মিস । 

Read More :- Infinix কোম্পানির লঞ্চ করা আজ পর্যন্ত সেরা ফোন তাড়াতাড়ি দেখে নিন ফুল স্পেসিফিকেশন এবং দেখুন Infinix কোম্পানিও পারে এরকম একটি ফোন লঞ্চ করতে।

Read More :- 6300 mAh এর ব্যাটারির ব্যাকআপের সাথে । চলুন তাড়াতাড়ি দেখে নেই এই ফোনটির ফিচারস ও কি দাম রেখেছে কোম্পানি।

Read More :- চুপিসারে দেখে নাও কোন পাঁচটি ফোন এবং ফুল স্পেসিফিকেশন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment