Oppo A5i and Oppo A5i Pro New Lonch || Oppo লঞ্চ করেছে 2025 সালের সর্বশ্রেষ্ঠ ফোন তাড়াতাড়ি দেখে নাও এই দুটি ফোনের ফুল স্পেসিফিকেশন না দেখলেই মিস । 

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
Oppo A5i Pro and Oppo A5i

Introduction

Oppo A5i Pro and Oppo A5i এই দুটি ফোনই খুব ভালো ও আকর্ষণীয় এবং অভিনব ফিচার বা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে । দুটো ফোনই প্রায় একই রকম বলা যেতে পারে কিছু কিছু জিনিসের ভাগ আছে বা এই দুটি ফোনকে আলাদা করে ।

তো চলুন তাড়াতাড়ি দেখে নিই এই দুটি ফোনের ফিচারস বা স্পেসিফিকেশন – কবে লঞ্চ হতে চলেছে – ভারতে এই ফোনের দাম কত থাকবে – সবকিছুই জেনে নেব আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ।

Oppo A5i and Oppo A5i Pro
Oppo A5i and Oppo A5i Pro

Oppo A5i and Oppo A5i Pro এই দুটি ফোনের স্পেসিফিকেশন

Oppo A5i :-

Display :- এই ফোনটিতে 6.67” LCD ডিসপ্লে লাগানো আছে সঙ্গে  HD+ রেজুলেশন এবং 90Hz refresh rate রয়েছে । এছাড়াও এই ফোনটিতে 1,000 nits ব্রাইটনেস ফিচারস রয়েছে । তাছাড়াও ফোনটিতে ingress প্রটেকশন এবং IP54 রিটিং রেট রাখা হয়েছে।

performance :- ফোনটির পারফরম্যান্স দুর্দান্ত হবে ধরে নিতে পারেন । কারণ ফোনটিতে Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm) চিফসেট ব্যবহার করা হয়েছে । ফোনটিতে CPU দেওয়া হোয়েছে Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver ) ব্যবহার করা হয়েছে , আর GPU দেওয়া হোয়েছে Adreno 610 ব্যবহার করা হয়েছে ।

Oppo A5i and Oppo A5i Pro
Oppo A5i and Oppo A5i Pro

Camera :- ক্যামেরা তো দুই ধরনের হয় একটা মেইন ক্যামেরা আর একটা সেলফি ক্যামেরা ।

মেইন ক্যামেরা :- দুটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, 12 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের এছাড়াও ফ্ল্যাশ এলইডি দেওয়া আছে HDR , panorama , ভিডিও শুট করার জন্য 1080p@30/60fps স্পেশাল ফিচারস দেওয়া আছে

সেলফি ক্যামেরা :- সেলফি ক্যামেরা তে একটাই ক্যামেরা ইউজ করা হয়েছে । 8 মেগাপিক্সেলের । Panorama ফিচারস দেওয়া আছে ভিডিও কোয়ালিটির জন্য 1080p@30fps ফিচারস দেওয়া আছে

Battery :- এই ফোনটিতে 5000 mAh এর একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটিকে চার্জ করার জন্য Reverse wired ফাস্ট চার্জিং চার্জার দেওয়া হয়েছে ।

Oppo A5i and Oppo A5i Pro
Oppo A5i and Oppo A5i Pro

Read More :- Infinix কোম্পানির লঞ্চ করা আজ পর্যন্ত সেরা ফোন তাড়াতাড়ি দেখে নিন ফুল স্পেসিফিকেশন এবং দেখুন Infinix কোম্পানিও পারে এরকম একটি ফোন লঞ্চ করতে।

Oppo A5i Pro :-

Display :- এই ফোনটিতে 6.67” LCD ডিসপ্লে লাগানো আছে সঙ্গে  HD+ রেজুলেশন এবং 90Hz refresh rate রয়েছে । এছাড়াও এই ফোনটিতে 1,000 nits ব্রাইটনেস ফিচারস রয়েছে । তাছাড়াও ফোনটিতে ingress প্রটেকশন এবং IP54 রিটিং রেট রাখা হয়েছে। সবকিছুই প্রায় একই রকম কিন্তু এই ফোনটিতে হাই কোয়ালিটি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ক্রিন প্রটেকশন হিসাবে China Southern Glass and Panda Glass ব্যবহার করা হয়েছে ।

performance :- ফোনটির পারফরম্যান্স দুর্দান্ত হবে ধরে নিতে পারেন । কারণ ফোনটিতে Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm) চিফসেট ব্যবহার করা হয়েছে । ফোনটিতে CPU দেওয়া হোয়েছে Octa-core (4×2.1 GHz Cortx-A73 & 4×1.8 GHz Cortex-A53 ব্যবহার করা হয়েছে , আর GPU দেওয়া হোয়েছে Adreno 610 ব্যবহার করা হয়েছে ।

Oppo A5i and Oppo A5i Pro
Oppo A5i and Oppo A5i Pro

Camera :- ক্যামেরা তো দুই ধরনের হয় একটা মেইন ক্যামেরা আর একটা সেলফি ক্যামেরা ।

মেইন ক্যামেরা :- দুটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের এছাড়াও ফ্ল্যাশ এলইডি দেওয়া আছে HDR , panorama , ভিডিও শুট করার জন্য 1080p@30/60fps স্পেশাল ফিচারস দেওয়া আছে

সেলফি ক্যামেরা :- সেলফি ক্যামেরা তে একটাই ক্যামেরা ইউজ করা হয়েছে । 8 মেগাপিক্সেলের । Panorama ফিচারস দেওয়া আছে ভিডিও কোয়ালিটির জন্য 1080p@30fps ফিচারস দেওয়া আছে

Battery :- এই ফোনটিতে 5800 mAh এর একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার দেওয়া হয়েছে ।

Oppo A5i and Oppo A5i Pro
Oppo A5i and Oppo A5i Pro

Watch Now :- Sales & Business Development Job in Kolkata for Graduates || Private Jobs Vacancy 2025

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment