চিকিৎসা ব্যবস্থায় নয়া পরিবর্তন স্বাস্থ্য সাথী কার্ডের এই খবর, জেনে নিন বিস্তারিত

By Sudipta Dalapati

Published On:

Follow Us
চিকিৎসা ব্যবস্থায় নয়া পরিবর্তন স্বাস্থ্য সাথী কার্ডের এই খবর, জেনে নিন বিস্তারিত

স্বাস্থ্য সাথী কার্ড: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) । এবার এই প্রকল্প ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম একসঙ্গে মিলে বড়সড়ো সিদ্ধান্ত নিল সম্প্রতি । যে প্রকল্পের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে এবার হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে স্বীকৃতি জানাতে এগিয়ে এলো স্বাস্থ্য কমিশন । এই নিয়ে গত সোমবার রাজ্য 47টি বেসরকারি হাসপাতালের সঙ্গে এক বৈঠক হয়েছে।

সেই বৈঠকে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেছিলেন। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঘোষণাগুলি হলো – রাজ্যের হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথী এবং হেলথ স্কিমের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম তথ্য জলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এছাড়াও সঠিক পরিষেবা প্রদানকারী সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্য সংস্থাগুলিকে পুরস্কার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদিকে আবার ওষুধ, পরীক্ষা এবং সমস্ত চিকিৎসা সামগ্রীর খরচ পুনর্বিবেচনা নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পে পরিষেবা মিলছে কেমন পরিষেবা ?

স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের জন্য এটি একটি বড় ভরসা। এই প্রকল্পের আওতায় গ্রাম তেজেক সমস্ত গ্রামাঞ্চল বা শহর, এছাড়াও বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। তবে সময়ের সাথে সাথে বিভিন্ন রকম সমস্ত রকম অভিযোগ উঠেছে।

Read More: গ্রাজুয়েশন পাশে ফার্মাসিস্ট টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

যেমন ধরুন বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সুবিধা দিচ্ছে না। কোন কোন ক্ষেত্রে চিকিৎসার খরচ বেশি নেওয়া হচ্ছে। এদিকে আবার ওষুধ ও পরীক্ষার খরচ নিয়েও সমস্ত সমস্যা রয়েছে। আর এই সমস্ত সমস্যা কে সমাধান করতেই কমিশন এবার সরকারি হাসপাতালগুলিকে কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে।

হিসেবে চাওয়া হয়েছে প্রকল্পের আওতায় চিকিৎস্থা সুবিধা :

উল্লেখিত বৈঠকে স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, গত 3 বছরে স্বাস্থ্যসাথী এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় মোট কতজন রোগী চিকিৎসার সুবিধা পেয়েছেন তার সমস্ত তথ্য জমা দিতে হবে। এর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে তাদের মোট বেড সংখ্যার নিরিখে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগীদের জন্য কতটা সুবিধা বরাদ্দ করা হয়েছে তাও জানাতে হবে। আর এই তথ্য বিশ্লেষণ করে হাসপাতালগুলিকে পারফর্ম্যান্স মূল্যয়ন করা হবে।

আগে থেকেই দেওয়া হয়েছিল নির্দেশ ?

এর আগেও স্বাস্থ্য কমিশনের তরফ এরকম নির্দেশ দেওয়া হয়েছিল । যে সমস্ত বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী প্রকল্পের অংশ হয়েছে, তাদের মোট শয্যা সংখ্যার অন্তত 20% স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগীদের জন্য বরাদ্দ করে রাখতে হবে। কিন্তু বাস্তবে সেই হাসপাতাল গুলিকে এই নিয়ম মেনে চলেছে কিনা তা এবার দেখতে চায় কমিশন। এক কথায় স্বাস্থ্য সাথী প্রকল্প এখন রাজ্যের লাখ লাখ মানুষের জন্য আশীর্বাদগুলিকে এক প্রকল্প। তবে এই প্রকল্পের আরো স্বচ্ছতা বজায় রাখতে এবং যাতে সবাই উপকৃত হয়, তা নিশ্চিত করতে সরকার আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment