Majhi Ladki Bahin Yojana : মহিলারা পাবে প্রতি মাসে 2100 টাকা এই প্রকল্পে ? জেনে নিন কিভাবে আবেদন করবেন এখানে

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Majhi Ladki Bahin Yojana : মহিলারা পাবে প্রতি মাসে 2100 টাকা এই প্রকল্পে ? জেনে নিন কিভাবে আবেদন করবেন এখানে

Majhi Ladki Bahin Yojana: সম্প্রতি রাজ্য সরকার মহিলাদের জন্য “মুখ্যমন্ত্রী মাঝি লারকি বাহিন যোজনা” নামক নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন। যেটা নারীদের আর্থিকভাবে সমর্থন এবং ক্ষমতায়নের জন্য বিশেষ করে চালু করা হয়েছে। এই নতুন প্রকল্পটি মহারাষ্ট্রের মহায়ুতি সরকারের নির্বাচনে সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

গত বছর জুলাই মাস নাগাদ এই যোজনার প্রথম কিস্তি এসে পৌঁছয় রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে ডিসেম্বর মাসের কৃষ্টির একদম মাসের শেষের দিকে পৌঁছায়। চলতি জানুয়ারি মাসে এই যোজনার সপ্তম কিস্তির টাকা এসে পৌঁছানোর কথা মহিলাদের ব্যাংক একাউন্টে, কিন্তু বর্তমানে সেটা এখনো পর্যন্ত পৌঁছয়নি ? যার ফলে অনেক নারী সুবিধাবকি এই নিয়ে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঠিক কবে পৌছাবে এই যোজনার সপ্তম কিস্তির টাকা ?

নারী এবং শিল্প উন্নয়নমন্ত্রী অদিতি তটকারে জানিয়েছেন যে, এই যোজনার সপ্তম কিস্তি টাকা জানুয়ারি মাসের 26 তারিখ অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এই টাকা পৌঁছাতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে, এটাও বলা। আর এই সপ্তম কিস্তিতে প্রত্যেকটি মহিলাকে দেওয়া হবে 1500 টাকা করে।

Read More: আবাস যোজনার দুর্নীতি রোধ করার জন্য কঠিন পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী 

কেন দেরি হচ্ছে সপ্তম কিস্তির টাকা পৌঁছাতে জানুয়ারিতে ?

মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মকর সংক্রান্তি উপলক্ষে এই কিস্তি ব্যাংক একাউন্টে জমা দেওয়া হবে। সংক্রান্তির দিন টাকা না পৌঁছানো এই সুবিধাভোগীদের আরো অপেক্ষা করতে হতে পারে কয়েকটা দিন। সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, সপ্তম কিস্তির টাকা পৌঁছবে চলতি জানুয়ারি মাসের 26 তারিখে।

বাড়তে পারে এই প্রকল্পের অধীনে কিস্তির টাকা ?

এই “মুখ্যমন্ত্রী মাঝি লারকি বাহিন যোজনা” এর অধীনে কিস্তির টাকা এখন বর্তমানে দেওয়া হয় প্রতি মাসে 1500 করে। কিন্তু আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের বাজেটে 2100 টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারের তরফ থেকে। এই সুবিধা নারীরা শুধুমাত্র বাজেট পেশ হওয়ার পরেই পেতে পারেন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment