LIC Bima Sakhi Yojana 2025 : লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি দেশের মহিলাদের জন্য নিয়ে চলে এসেছে “বীমা সখী যোজনা” নামক একটি দুর্দান্ত প্রকল্প। যেই প্রকল্পের মূল লক্ষ্য হলো, দেশের সকল মহিলারা যারা বিশেষ করে গৃহবধূ রয়েছেন এবং নূন্যতম মাধ্যমিক পাস করেছেন, তাদেরকে নতুন একটা আয়ের সুযোগ করে দেওয়া। যার ফলে মহিলাটা আর্থিক দিক থেকে বেশ অনেকটা সচ্ছল হয়ে উঠবেন।
যেখানে আপনাদেরকে প্রথমে 3 বছরের একটা ট্রেনিং করানো হবে এবং তারপরে এলআইসি এজেন্ট হিসেবে কাজ দেওয়া হবে। সুতরাং এই বীমা সখি যোজনা সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য অবশ্যই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। না হলে হয়তো এলআইসি তরফ থেকে এই দুর্দান্ত প্রকল্পের সুযোগ থেকে আপনারা না জেনেই বঞ্চিত হয়ে যেতে পারেন। অতএব সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই পড়তেই হচ্ছে।
কি কি যোগ্যতা প্রয়োজন এখানে আবেদনের জন্যে ?
- আবেদনকারী মহিলাকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে।
- স্নাতক উত্তীর্ণ মহিলারা অগ্রাধিকার পাবে এখানে।
- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে।
- আবেদনকারী মহিলাকে ভারতবর্ষের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
Read More: ভারতীয় মার্চেন্ট নেভিতে মাধ্যমিক পাসে আবেদন করুন
কি কি ডকুমেন্টস প্রয়োজন এখানে আবেদন করার জন্য ?
এই বীমা সখী যোজনায় আবেদন করতে হলে চাকরি বাড়াতেদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর। সেগুলি হল –
- মাধ্যমিকের অ্যাডমিট
- মাধ্যমিক মার্কশিট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- ব্যাংকের বাতিল চেক
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর
- সাদা কাগজের উপরে নিজের সই
কিভাবে আবেদন করতে হবে এখানে মহিলাদের ?
এই ‘বীমা সখী যোজনা’ তে আবেদন করতে হলে আচ্ছা আপনি প্রার্থীদের সবার আগে চলে যেতে হবে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে গিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে জাগো দিয়ে সমস্ত রকম তথ্য সহকারে। এছাড়াও যদি আপনি আগে থেকে কোনো এলআইসি এজেন্টের সঙ্গে পরিচিত থাকেন তাহলে আর যাবতীয় সমস্ত রকম তথ্য সেখানে দিয়ে দেবেন। তারপর আপনি আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে সরাসরি আবেদন পত্র জমা করবেন।
কিভাবে আবেদনকারী প্রার্থীদের বেছে নেওয়া হবে ?
এখানে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদেরকে প্রথমে 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে। তারপর সেখানে উত্তীর্ণ প্রার্থীদের 3 বছরের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে ।
আবেদন লিংক : Click Here