Laxmi Bhandar: দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পর টাকা কবে ঢুকবে। দেখে নিন ঘরে বসেই।

By Akash Mondal

Published On:

Follow Us
Laxmi Bhandar: দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পর টাকা কবে ঢুকবে। দেখে নিন ঘরে বসেই।

Laxmi Bhandar: চলতি ফেব্রুয়ারি মাসের 1লা তারিখ 2025 সালের প্রথম দুয়ারে সরকার শেষ হয়েছে। যেই ক্যাম্পে রাজ্যের বহু মানুষ বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার জন্য আবেদন ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে। বহু প্রকল্পের পাশাপাশি লক্ষীর ভান্ডার প্রকল্পেও রাজ্যের বহু মহিলা আবারো নতুন করে আবেদন জানিয়েছেন।

আবেদন করার পরে প্রতিটি আবেদনকারীর মনে প্রশ্ন থেকে যায় যে – আমরা লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রথম টাকা কবে পাবো ? সেই প্রশ্নের উত্তরে বলে রাখি যে, এবার থেকে ঘরে বসে খুব সহজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নেওয়া যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার।

কি এই লক্ষীর ভান্ডার প্রকল্প ?

2021 সালে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রতিমাসে 1200 এবং 1000 টাকা ভাতা প্রদান করার বন্দোবস্ত করে দিয়েছিলেন। যেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নামে পরিচিত।

কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পের ?

রাজ্য সরকারের লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা প্রতিমাসে কিছু নির্দিষ্ট পরিমাণ ভাতা পেয়ে থাকে। সেগুলি হল – তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে 1200 টাকা এবং অন্যান্য সকল শ্রেণীর মহিলারা প্রতিমাসে 1000 টাকা এই প্রকল্পের মাধ্যমে ভাতা হিসেবে পেয়ে থাকে।

Read More: দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন কে ?

কিভাবে বাড়িতে বসে চেক করা যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ?

নিজের লক্ষ্যের ভান্ডার প্রকল্পে আবেদনের স্টেটাস চেক করার জন্য আবেদনকারীদের নিচে উল্লেখিত সমস্ত ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে। সেগুলি হলো –

  • সবার আগে আবেদনকারীদের চলে যেতে হবে www.socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে।
  • সেখানে গিয়ে Track Application Status অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে ক্লিক করার পর যে ফর্মটি খুলবে সেখানে 4টি বিকল্প দেখা যাবে। সেগুলি হল – Application ID, Mobile Number, Swasthyasathi Card Number এবং Aadhar Number ।
  • সেই 4টি বিকল্পের মধ্যে যে কোন একটি বেছে নিয়েছে হিসেবে প্রদত্ত ডেটা সেখানে ইনপুট করতে হবে।
  • তারপর সেখানে যে ক্যাপ্টা কোড দেখা যাবে সেটিকে দেখে দেখে পূরণ করতে হবে।
  • তারপরে সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা নিজেদের 9 অংকের অ্যাপ্লিকেশন আইডি সহ নিজেদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস্ দেখতে পাবেন।

কি প্রক্রিয়া রয়েছে এই প্রকল্পে টাকা পাওয়ার ?

আপনার জমা করা আবেদন পত্র সঠিকভাবেই যাচাই করনের পর সরাসরি আপনার প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। এটা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment