Indian GDP: সম্প্রতি বিশ্ববাজারে ভারত সমস্ত ধরনের কৃষিজাত পণ্য রপ্তানিতে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল। যেটা ভারতীয় অর্থনীতির জন্য দুর্দান্ত এবং ভারতের জনগণের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে চলেছে ভবিষ্যতে।
যতদূর জানা গিয়েছে যে, ভারতীয়রা এবারই প্রথমবারের মতো 2024-25 অর্থবর্ষে কৃষিজাত পণ্য রপ্তানিতে 800 বিলিয়ন ডলার অতিক্রম করল। এই খবরটি সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল টুইট করে সবার কাছে শেয়ার করেছেন এবং ভারত সরকারের তরফ থেকেও এটি খুব শীঘ্রই অফিশিয়ালি নোটিশ এর মাধ্যমে ঘোষণা করা হবে।
এখন প্রশ্ন হচ্ছে এই ইতিহাস গড়া কি ভারতবর্ষের বুকে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারবে ? না এত বেশি পরিমাণ রপ্তানির ফলে ভারতের মধ্যেই কৃষিজাত অন্যের দুর্ভিক্ষ দেখা দিতে পারে ভবিষ্যতে। এই বিষয়টা এবার একটু বিস্তারিত দেখে নেওয়া যাক।
দেশের মধ্যেও ইতিবাচক প্রভাব পরতে তে পারে এই রপ্তানিতে রেকর্ড করার ফলে :
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ব্যাখ্যা করেছেন যে, গত 4 বছর ধরে ভারতবর্ষে রপ্তানি ধারাবাহিকভাবে বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চলতি বছরেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কিছুদিন আগে একটা খবর রটেছিল যে ভারতে রপ্তানি নাকি ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে।
এই খবরের উত্তরে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এটি কোনো মতেই সত্য খবর নয়, এটি সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ মিথ্যা একটি খবর। তিনি সবাইকে বলেছেন যে দেশে রপ্তানি খুব ভালোভাবেই এবং অর্থনীতির অগ্রগতির সাথে এগিয়ে চলছে। এটি ভারতীয় কৃষিতেও নানারকম প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন –
- পিয়াজের উৎপাদন গত বছরের তুলনায় এ বছরে আরো 19% বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
- পিয়াজের পাশাপাশি চলতি অর্থের টমেটো, আলু এবং ধান ইত্যাদি গুরুত্বপূর্ণ ফসলের উৎপাদন বেশ অনেকটাই বৃদ্ধি পাবে।
- সবজি ছাড়াও ফল,রোপিত ফসল এবং পাশাপাশি মফলার উৎপাদনে দেশে বেশি অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এদেশে।
- কলা, আঙ্গুর, আম, আপেল ইত্যাদি ফলের ভালো ফলনের কারণে চলতি বছরে এই সমস্ত খবরগুলির মোট উৎপাদন হয়েছে প্রায়ই 1132.26 লক্ষ্য টন।
ভারতীয় কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে গত বছরে তুলনায় ভারতে চলতি বছরে কৃষিজাত পণ্যের উৎপাদন 2.07% বৃদ্ধি পাবে। কিন্তু গত বছরেই দেশের মধ্যে যে পরিমাণ জমিতে কৃষিজাত পণ্যের চাষ করা হয়েছিল, সেই পরিমাণ জমি কিন্তু এখন আর নেই, কিছুটা হলেও কৃষিকাজ করার জমি হ্রাস পেয়েছে। এই হ্রাস পাওয়ার পরিমাণটা হল, গত বছরে দেশের মধ্যে মোট কৃষি জমি ছিল 29.09 মিলিয়ন হেক্টর এবং সেটা এবারে কমে দাঁড়িয়েছে 28.84 মিলিয়ন হেক্টরে।
Read More: পোস্ট অফিস দিচ্ছে দুর্দান্ত স্কিম
রপ্তানির পাশাপাশি আমদানিও বৃদ্ধি পাচ্ছে দেশে :
2024-25 অর্থ বাড়ছে ভারত রপ্তানিতে বিসরিক অর্থে গড়েছেই, এর পাশাপাশি আমদানি পণ্যের পরিমাণও বেশ অনেকটা বেড়েছে। এই নিয়ে কেন্দ্রী বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে, উচ্চ অভ্যন্তরীণ চাহিদা এবং কিছু ক্ষেত্রে ঘাটতির কারণে আমদানি অবশ্যই প্রয়োজন দেশে। এটি দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত ভালো লক্ষণ, যেটি দেখায় যে ভারতের মানুষ আরো বেশি বেশি করে পণ্য ব্যবহার করছে। যে সমস্ত পণ্য অন্য বছরের তুলনায় চলতি বছরে আমদানির পরিমাণ বেড়েছে, সেগুলির মধ্যে বিশেষ কিছু পণ্য হল – পেট্রোলিয়াম পণ্য, ডাল, ভোজ্য তেল এবং রান্নার কয়লা।