প্রতিটা ভারতীয়র থাকতে হবে এই 4টি কার্ড । না হলে পরতে হতে পারে বিপদে

By Akash Mondal

Published On:

Follow Us
প্রতিটা ভারতীয়র থাকতে হবে এই 4টি কার্ড । না হলে পরতে হতে পারে বিপদে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার, বিভিন্ন সময়ে দেশের সমস্ত নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প এবং পরিষেবা প্রদান করে আসছে। এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পেতে হলে অবশ্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট তথা কার্ডের প্রয়োজন পড়ে।

আর আজকে আমরা এই প্রতিবেদনে ভারত সরকারের এমনই গুরুত্বপূর্ণ 4টি কার্ডের সমস্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি। যেগুলি আপনাকে আর্থিক, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা গুলিতে সমস্যা এরাতে বেশ অনেকটাই সাহায্য করে থাকে। সেই কার্ডগুলি হল –

আয়ুষ্মান ভারত কার্ড :

এটি হলো কেন্দ্রীয় সরকারের দেওয়া আপনার স্বাস্থ্য বীমা এর একটি চাবিকাঠি। যার মাধ্যমে আপনারা চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এই কার্ডটিতে 14 অংকের একটি ডিজিটাল স্বাস্থ্য আইডি। যেটাতে অন্তর্ভুক্ত থাকে আপনার সমস্ত রকম মেডিকেল রেকর্ড।

কি কি সুবিধা রয়েছে এই কার্ডের ?

কেন্দ্রীয় সরকারের এই আয়ুষ্মান ভারত কার্ডে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা। সেগুলি হল –

  • এই আয়ুষ্মান ভারত কার্ডটি ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবং ওষুধের বিবরণ পরিচালনা করতে আপনাদের সাহায্য করবে।
  • যে সমস্ত ব্যক্তিরা স্বাস্থ্যই মূল্যের স্বাস্থ্যপরিসেবা পেতে চান তাদের জন্য এই কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • এই কার্ডটির মাধ্যমে সাধারণ জনগণদের সরকারি হাসপাতাল এবং বেশ কিছু বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিতসা করতে আপনাকে সাহায্য করবে।
  • আধার কার্ড :

এটি হলো আপনার পরিচয়পত্রের চাবিকাঠি। এই আধার কার্ড প্রতিটা ভারতীয়র কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত পরিচয় পত্রগুলির মধ্যে অন্যতম। যাতে সরকার করতে জারি করা একটি 12 অংকের ডিজিটাল নম্বর। যার মধ্যে আপনার সমস্ত রকম বায়োমেট্রিক বিবরণ এবং আপনার ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত থাকে।

Read More: রপ্তানিতে বিশ্বের রেকর্ড করল ভারত

কোথায় কোথায় ব্যবহৃত হয় এই কার্ড ?

আধার কার্ড এখন ভারতবর্ষের প্রায় প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে । যেমন ধরুন আপনি যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান তাহলে আপনার আধার কার্ড প্রয়োজন, যদি ইনকাম ট্যাক্স দাখিল করতে যান তাহলেও প্রয়োজন আপনার আধার কার্ড, নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন, স্কুল কিংবা কলেজে অ্যাডমিশন নিতে চাইলেও প্রয়োজন পড়বে এটি, যে কোনো রকমের সরকারি পরিষেবা পেতে হলেও প্রয়োজন পড়বে এই কার্ডটি। সুতরাং এই কার্ড ছাড়া এখন সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিটা ভারতীয় ব্যক্তি কোনরকম সুবিধা পাবে না কিংবা যদিও পায় সেটা খুব কঠিন ভাবে।

প্যান কার্ড :

এই প্যান কার্ড হল আপনার সমস্ত রকম আর্থিক লেনদেন পরিচালনা করার সবথেকে গুরুত্বপূর্ণ নথি তথা ডকুমেন্ট। যাতে থাকে 10 সংখ্যার একটি ইউনিক ডিজিটাল নম্বর। যেটা আপনার সমস্ত আর্থিক লেনদেনের হিসাব করে থাকে। নিয়মিত আর্থিক কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিদের জন্য এটি একটি অপরিহার্য ডকুমেন্ট।

কি কি সুবিধা রয়েছে এই কার্ডের ?

ভারত সরকারের এই প্যান কার্ডেরও সুবিধা রয়েছে বেশ অনেকে। সেগুলি হল – ইনকাম ট্যাক্স দাখিল করা যায় এই কার্ডের, ব্যাংক একাউন্ট খোলা, বড় আর্থিক করা, শেয়ার বাজারে বিনিয়োগ করা ইত্যাদি। সুতরাং এই প্যান কার্ড ছাড়া আপনার আর্থিক কার্যকলাপের ওপর সম্পূর্ণভাবে বিধি নিষেধ ফেলে দেয়া হবে সরকারের তরফ থেকে।

ই-সঞ্জীবনী কার্ড :

ভারত সরকারের এই ই-সঞ্জীবনী একটি টেলিমে টেল পরিষেবা যে আপনাকে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার সুযোগ করে দেবে বাড়িতে বসেই। এই কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই এই সমস্ত পরিষেবাগুলি নিতে পারবেন।

কি কি সুবিধা রয়েছে এই কার্ডের ?

ভারত সরকারের এই কার্ডেরও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা। সেগুলি হলো –

  • এটি হালকা থেকে মাঝারি স্বাস্থ্যের সমস্যার জন্য প্রদান করা হয়ে থাকে।
  • দূরবর্তী পরামর্শের জন্য একটি অত্যন্ত কার্যকর, যার ফলে দূরবর্তী অঞ্চলের চিকিৎসা পাওয়া সহজ হয়েছে।
  • এটি আপনার বাড়ি থেকেই হাসতে সেবা প্রদান করে আপনার সময় এবং শ্রম সাশ্রয় করে।

আমরা ওপরে যে সমস্ত কার্ডের কথা উল্লেখ করেছি, সেগুলির প্রত্যেকটি একজন ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওপরে উল্লেখিত কার্ড গুলির মধ্যে যদি আপনি একটিও না বানিয়ে থাকেন তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা বানিয়ে ফেলুন।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment