Pension Scheme: এবার থেকে এই যোজনায় প্রতি মাসে পাবেন 3000 টাকা পেনশন । এভাবে আবেদন করুন

By Akash Mondal

Published On:

Follow Us
Pension Scheme: এবার থেকে এই যোজনায় প্রতি মাসে পাবেন 3000 টাকা পেনশন । এভাবে আবেদন করুন

Pension Scheme: দেশের আর্থিক সহায়তাহীন ব্যক্তিদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রতিমাসে এই যোজনার মাধ্যমে 3000 টাকা পেনশন দেওয়া হবে। যেই যোজনার মাধ্যমে এই দুর্দান্ত উদ্যোগটি কেন্দ্রীয় সরকার নিয়েছে, সেই যোজনার নাম হল – প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন যোজনা। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক 2019 সালে চালু করা এই প্রকল্পটি 3000 টাকা মাসিক পেনশন পাওয়ার সুযোগ করে দিচ্ছে দেশের আর্থিক সহায়তাহীন ব্যক্তিরের। চলুন তাহলে এবার এই যোজনা সম্বন্ধে একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

কি নাম এই নতুন যোজনার ?

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের আর্থিক সহায়তাহীন ব্যক্তিদের জন্য তৈরি করা এই নতুন যোজনা নাম হল – প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM) ।

কিভাবে এই যোজনা বা প্রকল্পটি কাজ করে থাকে ?

কেন্দ্রীয় সরকারের এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM) এ আবেদন করার জন্য আপনাকে প্রতিমাসে 55 টাকা করে জমা করতে হবে। পরবর্তীতে যখন আপনার বয়স 60 বছর অতিক্রম করবে, তখন প্রতিমাস 3000 টাকা করে পেনশন দেওয়া হবে এই যোজনার মাধ্যমে আপনাকে। অর্থাৎ আপনি বার্ষিক পেয়ে যাবেন 36000 টাকা।

এই নতুন যোজনাটি দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অবসর গ্রহণের পর তাদের আর্থিক সহায়তা প্রদানে বেশ অনেকটাই সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে। তবে বলে রাখি এখানে স্বামী-স্ত্রী পৃথক পৃথকভাবে এই প্রকল্পের যোগ দিতে পারবেন এবং উভয়ই শ্রমিক হলে প্রতিবছর তারা 72,000 টাকা করে পেয়ে থাকবে এই যোজনার মাধ্যমে।

Read More: RBI নতুন নির্দেশিকা জারি করল 2000 টাকার নোট

এই যোজনায় আবেদন করার বিশেষ কিছু শর্ত :

আবেদনের বয়স সীমা : কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।

মাসিক আয় :

আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে 15,000 টাকা নিচে ।

তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে, যে সমস্ত ব্যক্তিরা ইতিমধ্যেই EPFO কিংবা ESIC এর সদস্য রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ :

এখানে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তির প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টসের –

  • আবেদনকারী আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • ই-শ্রম কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • আয়ের শংসাপত্র ইত্যাদি।

কিভাবে আবেদন করতে হবে এই যোজনায় :

কেন্দ্রীয় সরকারের এই যোজনায় আবেদন করতে হলে, আবেদনকারী ব্যক্তিকে চলে যেতে হবে শ্রম যোগী মানধন যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যাওয়ার পর Click Here to Apply Now বাটনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর পরের পেজে Self Enrollment বাটনে ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করার পর নতুন পেজে নিজের মোবাইল নাম্বার লিখে Continue করতে হবে। আপনি নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডিয়া কোড এবং আপনার প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিতে আসবে সেটা দিয়ে যাচাই করে নিতে হবে।

পরবর্তীকালে যে সমস্ত ডকুমেন্ট সেখানে চাওয়া হয়েছে সেগুলিকে স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে । সাবমিট করে দেওয়ার পর আপনি একটা রিসিভ কপি পাবেন, যেটা সংরক্ষিত করে রেখে দেবেন ভবিষ্যতে সেটা কাজে দেবে।

কি কি সুবিধা রয়েছে কেন্দ্রের এই প্রকল্পে ?

কেন্দ্রীয় সরকারের এই শ্রম যোগী মানধন যোজনা যোজনার বেশ অনেকগুলি সুবিধা রয়েছে। সেগুলি হল –

  • আবেদনকারী ব্যক্ত 60 বছর বয়সের পর প্রতিমাসে সেই ব্যক্তি 3000 টাকা করে ভাতা পেয়ে থাকবে।
  • পারিবারিক সুবিধা : যেহেতু একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ই এখানে আবেদন করতে পারবে ফলে মাসিক যে ভাতাটা পাওয়া যাচ্ছে সেখানে তাদের দ্বিগুণ ভাতা পাওয়া যাবে।
  • সরল অবদান : আবেদনকারী ব্যক্তির 60 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত প্রতি মাসে শুধুমাত্র 55 টাকা করে এখানে জমা রাখ করতে হবে।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment