Kanyashree Prakalpa: মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করলে পাবেন 25,000 টাকা । কিভাবে আবেদন করবেন এখানে

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Kanyashree Prakalpa: মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করলে পাবেন 25,000 টাকা । কিভাবে আবেদন করবেন এখানে

kanyashree Prakalpa: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার রাজ্যের মহিলাদের জন্য নিয়ে চলে এসেছে নতুন একটি দুর্দান্ত প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পেয়ে যাবেন 25,000 টাকা। আগামীতে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরো বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই প্রকল্প সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জানতে হচ্ছে। না হলে হয়তো রাজ্য সরকারের একটি বড় প্রকল্প থেকে আপনারা না জেনেই বঞ্চিত হয়ে যেতে পারেন। তাহলে চলুন দেখে নেয়া যাক সমস্ত বিষয়টা –

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নতুন প্রকল্পে মহিলারা পাবে 25 হাজার টাকা :

মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য একের পর এক নানা ধরনের প্রকল্পের সূচনা করেছেন। সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম কয়েকটি প্রকল্প হল – লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী প্রকল্প ইত্যাদ। যার মাধ্যমে রাজ্য সরকার গ্রামের সাধারণ পরিবারগুলিকে বিশেষ সুযোগ সুবিধা তার হাতের কাছে পৌঁছে দিয়েছেন।

যার ফলে গরিব বলে দিতে পারগুলি কিছুটা হলেও ধীরে ধীরে স্বাবলম্বী হতে পেরেছেন। এর প্রভাব এতটাই যে তার ফল বিগত বিধানসভা ভোট গুলিতে রাজ্য সরকার সরাসরি পাচ্ছেন। আর এদিকে আবার 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে, এই ভোট কে কেন্দ্র করে রাজ্য সরকার তার প্রকল্পটিকে পুনরায় নতুনভাবে চালু করার সিদ্ধান্ত নিয়ে। যার মাধ্যমে পুরনো প্রকল্পগুলিতে বেশ কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে বলে এটাও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

সরকারের প্রকল্পগুলি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে পশ্চিমবঙ্গের সীমা পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্য – ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদিতেও এর প্রভাব পড়েছে। কেননা ঐ সমস্ত রাজ্যের রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে মূলত কপি করে অন্য নামে একইভাবে জনগণের সেবা করে আসছেন

Read More: ভারতীয় নাগরিকদের জন্য সরকার নিয়ে নাগরিকত্বের কার্ড

মহিলাদের জন্য চালু করা জনপ্রিয় একটি প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প

রাজ্য সরকার মহিলাদের জন্য চালু করা বহু প্রকল্পের মধ্যে, অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প । বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 89 লক্ষ ছাত্রী এককালীন 25,000 টাকা পেয়ে যাবেন। এই বৃত্তি পাওয়া ছাত্রীর সংখ্যা চলতি বছরে অনুমান করা হচ্ছে 1 কোটি ছাড়িয়ে যাবে। এ প্রকল্পের মাধ্যমে রাজ্যের 13 থেকে 18 বছর বয়সি অবিবাহিত পাঠরতা ছাত্রীদের বার্ষিক 1000 টাকা প্রদান করা হয় এছাড়াও 18 বছর হয়ে যাওয়ার পর অবিবাহিত উচ্চ মাধ্যমিক ছাত্রীদেরকে এককালীন 25,000 টাকা দেওয়া হয় ।

এদিকে আবার সম্প্রতি সমাপ্ত হওয়া স্টুডেন্ট উইথ এর সমাপনী অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কন্যাশ্রী প্রকল্পের নতুন টার্গেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টার্গেট অনুযায়ী আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা ভোগের সংখ্যা 1 কোটি পৌঁছতে হবেই।

আর এই দিকে 89 লক্ষ ছাত্রীদেরকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা দিতে রাজ্য সরকারের মোট খরচ হয় 15 হাজার কোটি টাকা। কিন্তু রাজ্য সরকার আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো 11 লক্ষ্য কন্যাদেরকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনতে চাইছে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment