Udyogini Yojana 2025 : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে নারীদের আর্থিকভাবে আরো সচ্ছল করতে সম্প্রতি নিয়ে চলে এসেছে প্রধানমন্ত্রী উদ্যোগিনী যোজনা। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার বিভিন্ন সময়ে দেশের ও রাজ্যের জনগণের উন্নতির কথা মাথায় রেখে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসেছেন। আর সেই ধারা অব্যাহত রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নয়া উদ্যোগ। বিশেষত সেই সব নারীদের জন্যই প্রকল্প যারা নিজেদের কোনো ব্যবসা করতে চান।
আর আপনাদের এই প্রকল্প সম্বন্ধে সমস্ত তথ্য ওয়াকিবহাল করতে আমরা এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী উদ্যোগিনি যোজনা সম্পর্কিত সমস্ত রকম তথ্য অতি সহজ ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেটা অবশ্যই আপনাদের এই প্রকল্প সম্বন্ধে সমস্ত রকম জিনিস জানতে যথোপযুক্ত সাহায্য করবে। চলুন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর এই নয়া প্রকল্প সম্বন্ধে সমস্ত বিষয়টা জেনে নেওয়া যাক –
Read More: ইন্টার্নশিপের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট
প্রধানমন্ত্রী উদ্যোগিনি যোজনার উদ্দেশ্য (PM Udyogini Yojana Purpose) :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নারীদের কথা মাথায় রেখে এই নতুন যোজনা তৈরি করার মূল উদ্দেশ্য হলো –
- নারীদের আর্থিকভাবে সাহায্য করে তাদের বাণিজ্যক দিক থেকে স্বনির্ভর করে তোলা।
- সুদ মুক্ত ঋণ প্রদান করা যা তাদের বাণিজ্যকে আরো বৃহত্তর করতে অনেকটা সাহায্য করবে।
- এছাড়াও এই প্রকল্পের মধ্যে নিয়ে নারীরা বিভিন্ন রকম দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ারও সুযোগ পেয়ে যাবেন।
উদ্যোগীণী যোজনার সুবিধা (PM Udyogini Yojana Benefits) :
যে সমস্ত মহিলারা এই যোজনায় আবেদন করবেন, তাদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। সেগুলি হল –
- আর্থিক স্বাধীনতা : এই প্রকল্পের অধীনে নারীরা স্বাধীনভাবে ব্যবসা করে জীবনযাপন করতে পারবে।
- চাকরির সুযোগ সৃষ্টি : যেহেতু ব্যবসার মাধ্যমে এখানে কাজ করতে হচ্ছে, সুতরাং ব্যবসাটা একটু বড় হয়ে গেলে কাজের জন্য লোক রাখলে চাকরির সুযোগ বৃদ্ধি পায় বিভিন্ন ব্যক্তির ।
- সামাজিক অবস্থার উন্নতি : ব্যবসা-বাণিজ্য শুরু করার মাধ্যমে নারীদের সামাজিক অবস্থার বেশ অনেকটাই উন্নতি ঘটবে এই প্রকল্পের অধীনে।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে আবেদন করতে ইচ্ছুক মহিলাদের অফলাইনের মাধ্যমে মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে । তার জন্য নিচে উল্লেখিত সমস্ত ধাপ একে একে অনুসরণ করে আবেদন জানাতে হবে –
- সবার আগে আপনার নিকটবর্তী ব্যাংক এ গিয়ে “প্রধানমন্ত্রী উদ্যোগীণী যোজনা” এর ফরম সংগ্রহ করতে হবে।
- তারপর সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- পূরণ হয়ে যাওয়ার পর যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসের জেরক্স ফর্ম এর সঙ্গে যুক্ত করতে হবে।
- সমস্ত কিছু যুক্ত হয়ে গেলে সেই ব্যাংকেই ফরমটিকে জমা করতে হবে।
- ওপরে উল্লেখিত সমস্ত ধাপ একে একে সঠিকভাবে অনুসরণ করে আবেদন করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
প্রধানমন্ত্রী উদ্যোগিনি যোজনায় আবেদন করতে হলে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস থাকতে হবে আবেদনকারীর –
- আধার কার্ড
- রেশন কার্ড
- ইনকাম সার্টিফিকেট
- বাসিন্দা সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- ব্যাংক অ্যাকাউন্ট
- মোবাইল নম্বর
- প্যান কার্ড
বিঃদ্রঃ : প্রধানমন্ত্রী উদ্যোগী যোজনা দেশের নারীদের ব্যবসা বাণিজ্য করে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই দুজনের অধীনে শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করা না বরং তাদের আত্মমর্যাদা এবং সামাজিক অবস্থায় বেশ অনেকটাই উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। সুতরাং আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে এই প্রকল্পটা অবশ্যই আপনার জন্যই তৈরি করা।