ভারতীয় অর্থনীতি: ভারত সরকার গড়তে চলেছে এক বিরাট বড় ইতিহাস। কেননা খুব শীঘ্রই ভারতীয় অর্থনীতি হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এটা কিন্তু নতুন বিষয় নয়, কিছু বছর আগে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট হবে জানিয়ে দিয়েছিল যে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত অর্থনৈতিক দিক থেকে আমেরিকা চায়না ইত্যাদি দেশের সমতুল্য উচ্চতা লাভ করতে চলেছে।
আর এই নিয়েই সাম্প্রতিক কিছু রিপোর্ট বলছে যে সেই সময় আসতে আর খুব বেশি ধরি নেই, অতি শীঘ্রই এটিই হতে চলেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভারতীয় অর্থনীতি এগিয়ে যাচ্ছে এত দ্রুতগতিতে ? কেন ভারতের সামনে এত বড় সুযোগ অপেক্ষা করছে ? সেই সম্বন্ধিত সমস্ত রকম বিস্তারিত তথ্য আপনারা এই প্রতিবেদনে দেখে নিন।
ভারত কিভাবে এগিয়ে যাচ্ছে এত দ্রুত ?
বর্তমানে ভারত বর্ষ বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থানে রয়েছে, যেটা খুব শীঘ্রই তৃতীয় স্থান হতে চলেছে। কেননা ভারতের মোট সম্পদের পরিমাণ প্রায় 4.27 ট্রিলিয়ন ডলার। ভারতবর্ষের থেকে সামান্যতম এগিয়ে রয়েছে জাপান, যার সম্পত্তির পরিমাণ হল 4.39 ট্রিলিয়ন ডলার, এদিকে আবার জার্মানির সম্পদ হল 4.92 ট্রিলিয়ন ডলারের।
কিন্তু ভারতীয় অর্থনীতিকে সুদক্ষ ভাবে বিচার বিবেচনা করেই বিশেষজ্ঞরা জানিয়েছে যে, খুব শীঘ্রই ভারত জাপান এবং জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। কারণ জার্মানির অর্থনৈতিক গতি বেশ কিছু বছর ধরে সংকুচিত অর্থাৎ কমে আসছে। জার্মানির জিডিপি 2023 সালে কমেছিল 0.3% এবং 2024 সালে সেটা হয়ে দাঁড়িয়েছিল 0.2% ।
সেই দিকে নজর রেখেই অনুমান করা হচ্ছে যে চলতি বছরেও জার্মানির জিডিপি বেশ কিছুটা কমতে চলেছে। আর জাপানের কথা বলতে গেলে, সে দেশের অর্থনৈতিক উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে এবং ভারত সেটাকে খুব সহজেই টপকে এগিয়ে যেতে পারবে বলে অনুমান করা হচ্ছে। বিখ্যাত সংস্থা IMF এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে, 2029 সালের মধ্যেই ভারত প্রায় 6.44 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে এবং তখন সেটা হবে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
Read More: এবার থেকে এই যোজনায় প্রতি মাসে পাবেন 3000 টাকা পেনশন
ভারতের এত দ্রুত উন্নতির পেছনে কারণ কি রয়েছে ?
ভারতের জিডিপির এত দ্রুত অগ্রগতিতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। সেগুলি হল –
- ভারতবর্ষের অর্থনীতি এর জিডিপি প্রতিবছর 6.5% করে বৃদ্ধি পাচ্ছে, যেখানে জাপানের জিডিপি বৃদ্ধি পাচ্ছে 1.1% ।
- ভারতবর্ষের অবকাঠামো ও প্রযুক্তির বিকাশ আরো ভারতকে উন্নয়ন্মুখী প্রকল্পে ত্বরান্নিত করছে।
- এদিকে আবার বিশ্বের বড় বড় সংস্থাগুলি ভারতবর্ষের বাজারে বিনিয়োগ করছে প্রচুর পরিমাণে, যার ফলে ও ভারতের অর্থনৈতিক অগ্রগতি বেশ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।
এখন সব থেকে বড় কথা হচ্ছে এই যে, ভারতের অর্থনীতি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আর বেশিদিন নয় মাত্র 2 থেকে 3 বছর বজায় থাকে, তাহলে আমরা অর্থাৎ ভারতবর্ষেও যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ হবে সেটা বলাই যায়। যেটা শুধু ভারতবর্ষের জন্য নয়, প্রতিটা ভারতীয়দের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে ভবিষ্যতে।