আদৌ কি টাকা ফেরত পাবেন: ব্যাংকে টাকা জমা করে দিয়ে নিশ্চিন্তে বসে রয়েছেন এবং ভাবছেন আমার টাকার সুরক্ষিত থেকে গেছে ? তবে নিশ্চিন্ত হওয়ার আগে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা ভারতীয় রিজার্ভ ব্যাংক যদি কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেয় তাহলে আপনার টাকার কি হবে ? সেই প্রশ্নের উত্তরটা যেন অবশ্যই আপনার একান্তই জরুরী।
কেননা সম্প্রতি RBI অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক মুম্বাই ভিত্তিক নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের ওপর একটি কঠিন নিপে ধাক্কা জারি করে দিয়েছে। যার ফলে সেই ব্যাংক থেকে গ্রাহকরা আর কোনো মতেই টাকা তুলতে পারছে না এখন ? রিজার্ভ ব্যাংকের যেকোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়ার ঘটনা কিন্তু এটা প্রথম নিয়ম ।
এর আগেও ইয়েস ব্যাংক, টিএমসি ব্যাংক সহ বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ ব্যাংক এই কঠিন পদক্ষেপ নিয়েছি। এখন সব থেকে বড় প্রশ্ন হলো ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে গেলে কি আপনার টাকাও আপনি না খুঁজে পাবেন না ? নাকি আপনার টাকা সম্পূর্ণ রূপে থাকবে ? এই চিন্তার কারণ নেই এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা এই প্রতিবেদনে খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি সম্পূর্ণ করে তোকে জানতে অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
Read More: এবার থেকে এই যোজনায় প্রতি মাসে পাবেন 3000 টাকা পেনশন
ব্যাংকে জমা করা টাকা কি আদৌ ফেরত পাবেন আপনি ?
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে, কোন ব্যাংকের লাইসেন্স যদি বাতিল করে দেওয়া হয় আর বি আই এর তরফ থেকে, তাহলে একজন গ্রাহক সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে, এই টাকা ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের দ্বারা কভার করা হবে সম্পূর্ণভাবে।
এতে উদাহরণস্বরূপ যদি আপনাকে জানতে হয় তাহলে বলি যে, যদি কোনো ব্যক্তি 7 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে রাখি এবং তারপর সেই ব্যাংক এর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তাহলে সেই গ্রাহককে 2 লক্ষ টাকার সঞ্চয় অ্যাকাউন্টে, 2 লক্ষ টাকা ফিক্স ডিপোজিট অ্যাকাউন্টে এবং অন্য কোনো অ্যাকাউন্টে বাকি 3 লক্ষ টাকা দেওয়া হবে, তাহলে তিনি সর্বাধিক 5 লক্ষ্য টাকা পর্যন্ত ফেরত পাবেন। বাকি 2 লক্ষ টাকা তিনি আর ফেরত পাবেন না। তাহলে এবার দেখে নিন কিভাবে আপনি আপনার টাকাকে সুরক্ষিত রাখতে পারেন।
কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার টাকা ব্যাংকে ?
নিজের টাকা সুরক্ষিত রাখতে আপনি নিচে উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করতে পারেন। সেগুলি হল –
- যদি আপনার টাকা বেশি থাকে তাহলে প্রত্যেকটি ব্যাংকে 5 লক্ষ টাকার বেশি কোনো মতেই রাখবেন না।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা ইত্যাদি অতি পরিচিত ব্যাংক, যেখানে সরকার নিজেদের হস্তক্ষেপ করে সব থেকে বেশি পরিমাণে, সেইসব ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন।
- এছাড়াও টাকা জমা করুন বড় বড় বেসরকারি ব্যাংকে, যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক ইত্যাদি।
- কোন মতেই কো-অপারেটিভ ব্যাংকের বেশি টাকা রাখবেন না, এদের ব্যবস্থা কোন মতে ভাল থাকেনা।