WBPDCL Recruitment 2025 || পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা গুলিতে প্রায় ৪৯৯টি শূন্যপদে নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন !!

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
WBPDCL Recruitment 2025

WBPDCL Recruitment 2025 :- পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা, যা মূলত বিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত। সম্প্রতি সংস্থাটি Employment Notification No. WBPDCL/Recruitment/2025/06 প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থিত বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, কার্যালয়, প্রকল্প ও কয়লা খনিতে বহু পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ।

এই চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য অর্থাৎ এই চাকরি করার জন্য টোটাল কতগুলো পদ প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কোথায় নিয়োগ করা হবে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।

WBPDCL Recruitment 2025
WBPDCL Recruitment 2025

শূন্যপদ (Vacancy Details for WBPDCL Recruitment 2025)

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪৯৯টি শূন্যপদ পূরণ করা হবে। নিচে গুরুত্বপূর্ণ পদসমূহ ও শূন্যপদের তালিকা দেওয়া হলো –

পদ ও শূন্যপদ সংখ্যাবেসিক বেতন (টাকা)
Assistant Manager (Mechanical, Electrical, Instrumentation) (১২২)₹56,100 – ₹1,60,500
Assistant Manager (Civil) (০৯)₹56,100 – ₹1,60,500
Assistant Manager (HR&A) (১৭)₹56,100 – ₹1,60,500
Assistant Manager (IT) (১৯)₹56,100 – ₹1,60,500
Safety Officer (০২)₹56,100 – ₹1,60,500
Operation & Maintenance Supervisor (Mechanical/Electrical) (২০)₹36,800 – ₹1,06,700
Sub-Assistant Engineer (Civil) (১৮)₹36,800 – ₹1,06,700
Chemist (২৫)₹36,800 – ₹1,06,700
Draughtsman (০২)₹23,400 – ₹68,900
Office Executive (৪০)₹29,000 – ₹84,500
Operator / Technician (Fitter/Electrician) (২০০)₹23,400 – ₹68,900
Assistant Teacher (High School) (২০)₹39,900 – ₹1,02,800 (Hons.) / ₹42,600 – ₹1,09,800 (PG)
Librarian (০২)₹32,100 – ₹82,900

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Educational Qualification and Experience for WBPDCL Recruitment 2025)

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছে। গুরুত্বপূর্ণ যোগ্যতাগুলো নিচে দেওয়া হলো –

১। Assistant Manager (Mechanical/Electrical/Instrumentation): B.E./B.Tech অথবা সমতুল্য ডিগ্রি (IIT/NIT/AICTE স্বীকৃত)।

২। Assistant Manager (Civil): Civil/Construction Engineering এ পূর্ণকালীন B.E./B.Tech অথবা সমতুল্য ডিগ্রি।

৩। Assistant Manager (HR&A): যেকোনো বিষয়ে স্নাতক + MBA/MHRM/PG ডিপ্লোমা (Personnel Management/HR)।

৪। Safety Officer: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট + শিল্প নিরাপত্তা ডিপ্লোমা/সার্টিফিকেট + অভিজ্ঞতা।

৫। Assistant Manager (IT): Computer Science/IT এ B.E./B.Tech অথবা সমতুল্য।

৬। Safety Officer: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট + শিল্প নিরাপত্তা ডিপ্লোমা/সার্টিফিকেট + অভিজ্ঞতা।

৭। O&M Supervisor: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল-এ ডিপ্লোমা।

৮। Sub-Assistant Engineer (Civil): Civil Engineering-এ ডিপ্লোমা।

৯। Chemist: B.Sc. (Hons.) in Chemistry।

১০। Draughtsman: Madhyamik পাশ + ITI ট্রেড সার্টিফিকেট (CAD/CAM জানা আবশ্যক)।

১১। Office Executive: গ্র্যাজুয়েট (৫০% নম্বর সহ) + কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট।

১২। Operator/Technician (Fitter/Electrician): Madhyamik পাশ + ITI ট্রেড সার্টিফিকেট অথবা NCVT Apprenticeship।

১৩। Assistant Teacher (High School): প্রাসঙ্গিক বিষয়ে Hons./PG + B.Ed. (শারীরিক শিক্ষার জন্য B.P.Ed.)।

১৪। Librarian: গ্র্যাজুয়েশন + লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি।

WBPDCL Recruitment 2025
WBPDCL Recruitment 2025

বেতন কাঠামো ও ভাতা (Pay Structure and Allowances for WBPDCL Recruitment 2025)

WBPDCL কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি পাবেন বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, যেমন –

  • মহার্ঘ ভাতা (DA)
  • বাড়িভাড়া ভাতা (HRA)
  • মেডিকেল ভাতা ও চিকিৎসা সুবিধা (নিজ ও পরিবার)
  • ভ্রমণ ভাতা (LTC/HTC)
  • বিদ্যুৎ ভাতা
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
  • লিভ এনক্যাশমেন্ট

বয়সসীমা ও ছাড় (Age Limit and Exemption for WBPDCL Recruitment 2025)

A. সাধারণ প্রার্থীর জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর (০১.০৯.২০২৫ তারিখে)

B. SC/ST প্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড়

C. OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড়

D. PWBD প্রার্থীদের জন্য সর্বোচ্চ ১০ বছরের ছাড় (সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত)।

E. Ex-Serviceman, WBPDCL কর্মী ও কনট্রাক্টর কর্মীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর

আবেদন ফি (Application fee)

  • UR/EWS/OBC প্রার্থী: ₹1000/-
  • SC/ST/PWBD/EC/WBPDCL কর্মী: ফি নেই
  • আবেদন ফি কেবলমাত্র অনলাইনে জমা দিতে হবে

নির্বাচনী প্রক্রিয়া (Selection Process for WBPDCL Recruitment 2025)

WBPDCL এর নিয়োগ প্রক্রিয়া বহু ধাপের। পদভেদে পরীক্ষার ধরণ আলাদা হবে।

১। Assistant Manager, Safety Officer ঃ- CBT + Personal Interview

২। O&M Supervisor, Sub-Assistant Engineer, Chemist, Draughtsman, Operator/Technician, Librarian ঃ- CBT + Personal Interview

৩। Office Executive ঃ- CBT + Computer Proficiency Test + Interview

৪। Assistant Teacher ঃ- CBT + Class Demonstration Test + Interview

CBT পরীক্ষার ধরণ (Type of CBT test)

  • মোট প্রশ্ন :- 100
  • সময় :- 120 মিনিট
  • কোন নেগেটিভ মার্কিং নেই
বিষয়প্রশ্ন সংখ্যা ও নম্বর
General Aptitude (English, Reasoning, Maths, DI)20 ও 20
টেকনিক্যাল / প্রফেশনাল বিষয়70 ও 70
বাংলা/নেপালি ভাষা পরীক্ষা10 ও 10

পাশ নম্বর (Pass no)

  • UR: 50%
  • SC/ST/OBC/PWBD/EC: 40%

পরীক্ষা কেন্দ্র (Examination Center)

পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। প্রধান কেন্দ্রগুলো হলো – কলকাতা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মেদিনীপুর (পশ্চিম ও পূর্ব), সিউড়ি, শিলিগুড়ি ইত্যাদি।

আবেদন করার নিয়ম (Application Rules for WBPDCL Recruitment 2025)

১। প্রার্থীদের www.wbpdcl.co.in ওয়েবসাইটের Career সেকশনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২। আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৫ (সন্ধ্যা ৬টা থেকে)

৩। শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)

৪। আবেদন করার আগে স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

৫। সফল রেজিস্ট্রেশনের পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

৬। Admit Card পরীক্ষা হওয়ার প্রায় এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

WBPDCL Recruitment 2025
WBPDCL Recruitment 2025

উপসংহার

WBPDCL এর এই নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ। ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ITI, স্নাতকোত্তর, শিক্ষকতা সহ বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সরকারি চাকরির পাশাপাশি আকর্ষণীয় বেতন কাঠামো ও ভাতা রয়েছে। তাই যোগ্য প্রার্থীদের উচিত দ্রুত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া।

Read More :- ₹31,000/- বেতনে স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ !! (আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল)

Read More :- এই Govt. Plan এ Safe ভাবে টাকা বাড়বে | Higher Returns দেখে অবাক হবেন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment