UIDAI Recruitment 2024 : Unique Identification Authority of India অর্থাৎ জাতীয় আধার দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে দেশের প্রতিটি রাজ্য থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন। আজকের প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে । যেটা এখানে আবেদন করার ক্ষেত্রে সমস্ত রকম ভাবে আপনাদের সাহায্য করবে।
UIDAI Recruitment 2024 Job Overview
নিয়োগকারী সংস্থা | UIDAI |
পদের নাম | Assistant Director General |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম মাধ্যমিক পাস |
নিয়োগ পদ্ধতি | লিখিত পরীক্ষার মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | 13.01.2025 |
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :
আমরা আজকে যে চাকরির প্রতিবেদনটা নিয়ে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে জাতীয় আধার দপ্তরের তরফ থেকে।
Read More: টাটা মেমোরিয়ালে কর্মী নিয়োগ
Eligibility Criteria for UIDAI Recruitmen
পদের নাম (Post Name) :
UIDAI এর তরফে নিয়োগ করা হচ্ছে Assistant Director General পদে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Educational Qualification) :
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও আগে যেকোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন (Monthly Salary) :
আধা ডিপার্টমেন্টে তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল নিয়োগ করা হচ্ছে, সেখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে 78,800 টাকা থেকে 2,09,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সসীমা (Age Criteria) :
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট কতগুলি শূন্যপদ আছে সেটা জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পদ্ধতি (Application Process for UIDAI Recruitment) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে হচ্ছে সম্পূর্ণভাবে অফলাইন পদ্ধতির মাধ্যমে। তার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট হয়ে গেলে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে সেটিকে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং যাবতীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও ইচ্ছে করলে চাকরিপ্রার্থীরা নিচে দেওয়া ইমেইল আইডিতেও তাদের আবেদন ফরম পাঠিয়ে দিতে পারে পিডিএফ ফরমেটে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
Director (HR)
Unique Identification Authority of India,
Bangla Shahid Road
Behind Kali Mandir
Gole Market
New Delhi – 110001
আবেদন পাঠানোর ইমেইল আইডি :
deputation@uidai.net.in
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Read More: রাজ্যে মহিলাদের জন্য নতুন প্রকল্পে বরাদ্দ হলো 10 কোটি টাকা
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 13.01.2025 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
🌐 অফিসিয়াল নোটিশ | Click Here |
📃 অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |