Vande Bharat Express: রাজ্যের সমস্ত রেল যাত্রীদের জন্য আমরা আজকে নিয়ে এলাম এই প্রতিবেদনের দুর্দান্ত একটি সুখবর। কেননা নতুন করে আবারও একটি নতুন রুটে এবার চলবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ প্রায় দেশের সমস্ত রাজ্যের বন্দে ভারত ট্রেন চলতে শুরু করে দিয়েছে। রাজ্যের হাওড়া স্টেশন থেকেও এখন বহু রূপে এই বন্দে ভারত চলছে। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আবার কোন রুটে ছুটবে বন্ধ করত ? কবে থেকেই বা চলতে আরম্ভ করবে সেই রুটে বন্দে ভারত ? সেই সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের আজকের এই প্রতিবেদনে।
নতুনভাবে কোন রুটে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ?
সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব কে সেই রাজ্যের রাজধানী আগরতলা এবং আসামের গুয়াহাটির মধ্যে একটি বন্ধে ভারত এক্সপ্রেস চালানোর জন্য আবেদন করেছেন। যদি সেই আবেদনকে কেন্দ্রীয় রেলমন্ত্রী সহমত দিয়ে দেয় তাহলে সেই এলাকার যাত্রীদের জন্য এটা স্বভাবতই একটা অত্যন্ত খুশির খবর হবে।সেই ট্রেন চালু হলে ত্রিপুরা এবং আসাম দুই রাজ্যের মানুষেরই বেশ অনেকটাই উপকৃত হবে, সেটা বলাই বাহুল্য।
Read More: বাজারে 100 টাকার জাল নোট নিয়ে সতর্কতা বার্তা জারি কর RBI
এই নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আবার ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন যে, “নয়া দিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব-জির এর সাথে আমি দেখা করেছি। সেই বৈঠকে আমরা আগরতলা এবং গোহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন পরিচালনা, আন্তঃনগর ট্রেন পরিচালনা, ধর্মনগর সাব্রমের মধ্যে লোকাল ট্রেন পরিচালনা, জিরানিয়া বোধ জঙ্গনগর শিল্প এলাকায় এবং ধর্মনগর কৈলাসগড় এর মধ্যে নতুন রেললাইন, আগরতলা গুহাটির মধ্যে কিষান রেল পরিচালনার মতো বিশেষ উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেছি।”
এর আগে অবশ্য আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জির সঙ্গে দেখা করেছিলাম এবং ত্রিপুরার উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কিত সমস্ত রকম বিষয়গুলি ওনার সঙ্গে আলোচনা করেছি।