সেভিংস অ্যাকাউন্ট: আপনাদের নিজেদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, কত টাকা পর্যন্ত রাখতে পারবেন, কত টাকা জমা দিলে আয়কর দপ্তরের নজরে আসতে পারেন আপনি ? এই নিয়ে বিভিন্ন সময়ে নানান মানুষের মনে প্রচুর প্রশ্ন আসে। বিশেষ করে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছেন, তারা নিজেদের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই বেশ অনেকটা পরিমাণ টাকায় লেনদেন করে থাকেন। তাদের মাথায় এই প্রশ্ন বেশি করে আছে। তাদের জন্য আমরা এই সংক্রান্ত সমস্ত রকম তথ্য নিচে আলোচনা করলাম, তাদের অবশ্যই জেনে রাখা জরুরি।
কেননা ভারত সরকারের আয়কর বিভাগের তরফ থেকে ধার্য করে দেওয়া নির্দিষ্ট পরিমাণ টাকার থেকে বেশি পরিমাণ টাকা যদি আপনি নিজেদের সেভিংস একাউন্টের মধ্যে লেনদেন করেন, তাহলে সেই ব্যাংক আপনার তথ্য সরাসরি ভারত সরকারের আয়কর বিভাগে জানিয়ে দেয়। যার ফলে আপনাকে পরবর্তীকালে আয়কর বিভাগের তরফ থেকে নোটিফিক আসতে পারে কিংবা আপনাকে ইনকাম ট্যাক্সও প্রদান করতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা অব্দি আপনারা লেনদেন করতে পারবেন নিজেদের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে । চলুন তাহলে সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক।
10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন নিরাপদ সেভিংস অ্যাকাউন্টে : ভারত সরকারের আয়কর বিভাগের দেওয়া নোটিশ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বছরে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকার বেশি লেনদেন করে, তাহলে সেই লেনদেনকে হাই ভ্যালু ট্রানজেকশন হিসেবে ধরে নেওয়া হবে। ব্যাংক এবং আর্থিক সংস্থা গুলির কাছে নির্দেশ দেওয়ার হয়েছে কঠোরভাবে যে, এমন লেনদেন হলে তা ছড়াছড়ি আয়কর দপ্তরকে জানাতে হবে। যার ফলে যদি আপনার প্রতিবছর লেনদেন নিজের সেভিংস একাউন্ট 10 লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে আপনি আয় কর দপ্তরের নজরে আসতে পারেন এবং নোটিশ ও পেতে পারেন হয়তো আপনি।
Read More: স্নাতক পাশে Assistant Teacher নিয়োগ
প্রতিদিন কত টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন নিজের সেভিংস অ্যাকাউন্টে ?
প্রায় প্রতিটি সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে যে, তারা নিজেদের সেভিংস অ্যাকাউন্ট এর মাধ্যমে প্রতিদিন কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে। এই নিয়ে
আয়কর আইনের 269ST এর ধারা অনুযায়ী, একজন সাধারণ ব্যক্তি নিজের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ 2 লক্ষ টাকার বেশি নগদ উত্তোলন বা জমা করতে পারবে না।। যদি কোনো ব্যক্তি দিনে 2 লক্ষ টাকার বেশি লেনদেন করে থাকেন তাহলে সেটি আইকন দপ্তরের তালিকায় চলে আসবে।
প্যান কার্ড বাধ্যতামূলক 50 হাজারের বেশি দৈনিক লেনদেনে :
যদি আপনি একবারে 50 হাজার টাকা কিমা তার বেশি টাকা জমা কিমা তুলতে চান নিজের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আপনার ব্যাংকে প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি আপনার প্যান নম্বর না থাকে তাহলে আপনাকে 60/61 পূরণ করা ফরম জমা করতে হবে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি আপনার লেনদেনের উপর নির্ভর করে আয়কর বিভাগের তরফ থেকে নোটিশ চলে আসবে তাহলে কি করনীয় বিষয় রয়েছে। তাহলেসেই বিষয়টা একটু এবার দেখে নেওয়া যাক –
আয়কর দপ্তরের তরফ থেকে আপনার কাছে যদি কোনো রকম নোটিশ চলে আসে, তাহলে আপনাকে নিজের সেভিংস অ্যাকাউন্ট এর সমস্ত লেনদেনের যাবতীয় সমস্ত রকম তথ্যের উত্তর আয়কর দপ্তরকে দিতে হতে পারে। যেমন ধরুন, আপনার আয় কোথা থেকে এসেছে ? , কিভাবে এই টাকা আপনি জোগাড় করেছেন।
এছাড়াও সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে যাবতীয় সমস্ত ডকুমেন্টস পর্যন্ত প্রস্তুত রাখতে হবে আপনাকে। প্রমাণ হিসেবে আপনি ব্যাংকের স্টেটমেন্ট, বিনিয়োগ সংক্রান্ত সমস্ত রকম ডকুমেন্ট ইত্যাদি জমা দিতে পারেন আয়কর দপ্তর কে। সুতরাং যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের নগদ লেনদেন বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আয়কর দপ্তরের এই সমস্ত নিয়ম গুলি মেনে চলা উচিত। কেননা নিয়ম ভঙ্গ করলে আয়কর দপ্তরের তরফ থেকে আপনিও নোটিশ পেয়ে যেতে পারেন।