স্কুল পড়ুয়াদের আধার আপডেট না করলে পাওয়া যাবে না এই সুবিধা, নোটিশ জারি পর্ষদের

By Sudipta Dalapati

Published On:

Follow Us
স্কুল পড়ুয়াদের আধার আপডেট না করলে পাওয়া যাবে না এই সুবিধা, নোটিশ জারি পর্ষদের

রাজ্যের সমস্ত স্কুল শিক্ষার্থীদের পরিচয় সংক্রান্ত তথ্য নির্ভুল করে নিজেদের ডেটাবেজে পাওয়ার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এক বড়োসড় পদক্ষেপ নেওয়া। এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে, হ্যাঁ এটাই ঠিক শুনেছেন। সাম্প্রতিক স্কুল দপ্তরে তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে, যেটা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কবে থেকে করতে হবে আধার কার্ড আপডেটের এই ? কেনই বা পর্ষদের তরফ থেকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ?, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কেননা আমরা এই প্রতিবেদনে এই সমন্ধিত সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, সুতরাং সেই তথ্যটা সম্পূর্ণভাবে পাওয়ার জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়বেন।

কবে থেকে করতে হবে আধার কার্ড আপডেটের এই কাজ ?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, স্কুল স্তরে দুটি গুরুত্বপূর্ণ পর্যায় শিক্ষার্থীদের বায়োমেট্রিক আপডেট করাতে হবে। 5 বছর বয়সে প্রথমবার আপডেট হবে, পরের আপডেট 15 বছর বয়সে। আর এই আপডেটের প্রক্রিয়ার দায়িত্ব সম্পূর্ণ স্কুল ও এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের উপরেই থাকবে এবং সেই কাজ করা হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য।

ঠিক কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই পদক্ষেপ মূলত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে পৌঁছে যায় সেই জন্য নেওয়া হয়েছে পর্যদের তরফ থেকে। যেমন ধরুন কন্যাশ্রী প্রকল্প, রুপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, শিক্ষাবৃত্তি বা অন্যান্য যেকোনো রকম প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়। মূলত তার জন্যই আধার কার্ড আপডেটের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে।

Read More: গ্রাজুয়েশন পাশে ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

জরুরী আপডেট রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও :

এইসবের পাশাপাশি JEE, NEET, CUET এ মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার আবেদন করার জন্য এবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা। মূলত পড়ুয়াদের শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এমনটা করা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে।

আপডেট করার প্রক্রিয়া কি রয়েছে এখানে ?

স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা থেকে জানা গিয়েছে যে, একটি নতুন কিউআর কোড যুক্ত করা হয়েছে। এই কিউআর কোড ডিস স্ক্যান করলে আধার কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিও দেখা যাবে, যেখানে স্কুল বড়দের আধার কার্ডের আপডেটের সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে।

আধার কার্ড আপডেট নিয়ে স্পর্শদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে :

এখন থেকে রাজ্যের প্রতিটা স্কুল কে তাদের ছাত্রদের আধার কার্ড আপডেট করানোর দায়িত্ব নিতে হবে এবং বিদ্যালয় জেলা পরিদর্শকদের তত্ত্বাবধানে সে কাজটি করা হবে এই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের জন্যে। এর পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা যাতে কোনরকম সমস্যা না হয় সেদিকে নজরতে হবে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে স্কুল পড়ুয়াদের জন্য শুধুমাত্র আধার কার্ড পরিচয় পত্র, বরং সেটা ভবিষ্যতে শিক্ষা এবং সরকারি সুবিধা পাওয়ার জন্য এক অতি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে অনুমান করা হচ্ছে। এই নিয়ে পর্ষদ পরবর্তীকালে কি করে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছি আমরা এবং সকল শিক্ষার্থী ও তার অভিভাবকরা।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment