RRC Job Recruitment 2025 : রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ RRC এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। সেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।
আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন এবং উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি সম্বন্ধে সমস্ত রকম বিষয় ভালোভাবে জানতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | Railway Recruitment Cell |
পোস্ট তারিখ | 28শে ডিসেম্বর |
পদের নাম | গ্রুপ ডি এর বিভিন্ন ট্রেডে |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | অসংখ্য |
আবেদনের শেষ তারিখ | 27.01.2025 |
Read More: ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ
Eligibility Criteria for RRC Job Recruitment
পদের নাম (Post Name) :
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তরফে নিয়োগ করা হচ্ছে South Central Railway এর অধীনে নিয়োগ করা হচ্ছে নিচে উল্লেখিত সমস্ত ধরনের ট্রেডে। এগুলি হলো –
- Air Conditioner Mechanic
- Carpenter
- Diesel Mechanic
- Electrical Mechanic
- Electrician
- Fitter
- Painter
- Welder ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লিখিত সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে 50% নম্বর নিয়ে। এছাড়াও উল্লেখিত ট্রেডে ITI পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
অসংখ্য শূন্য পদে নিয়োগ করছে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
মাসিক বেতন (Monthly Salary) :
RRC এর নির্দিষ্ট নিয়ম অনুসারে এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে প্রথমে। তারপর যেখানে নিজের যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ কে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর যেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক এবং ITI এর প্রাপ্ত নম্বরের ওপর বেছে নেওয়া হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হবে না এখানে।
আবেদন মূল্য (Application Fee) :
জেনারেল, ওবিসি এবং ইডব্লিউডি শ্রেণীর প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এবং SC, ST, PH এবং মহিলাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 27.01.2025 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অনলাইন আবেদন | Click Here |