Rose Valley Refund: রোজ ভ্যালি চিটফান্ডের জালে জর্জরিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের জন্য সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি সুখবর। কেননা এই চিটফান্ড সংস্থাটি টাকা ফেরত দেওয়ার জন্য অফিশিয়ালি কাজকর্ম শুরু করে দিয়েছে ইতিমধ্য।
Enforcement Directorrate (ED) প্রতারিত আমানতকারীদের মধ্যে বিতরণের জন্য প্রায় 19.4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এবং যারা কম পরিমাণে জমা করেছিলেন তাদের থেকে টাকা দেওয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে ।
আপনার টাকা আপনি কিভাবে ফেরত পাবেন ? যদি সেটা না জেনে থাকেন। হলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য তৈরি করা । কেননা এখানে আমরা আপনাদের জন্য আলোচনা করেছি কিভাবে আপনারা এই রোজভ্যালিচিটফান্ড সংস্থাটির টাকা ফেরত পাবেন। চলুন তাহলে এবার সমস্ত বিষয়টা একটু দেখে নেওয়া যাক।
কারা প্রথমে এখানে রিফান্ড এর টাকা পাবে ?
যে সমস্ত ব্যক্তিরা 200 থেকে 10,000 টাকার মধ্যে বিনিয়োগ করেছিলেন এই চিটফান্ডে, তাদের জন্য আগে অর্থ ফেরত দেওয়া হবে। এরপরে যারা বেশি পরিমাণে বিনিয়োগ করছেন তারা ধাপে ধাপে নিজেদের অর্থ ফেরত পাবে।
আপনি কখন নিজের টাকা ফেরত পাবেন ?
অবসরপ্রাপ্ত বিচারক এবং সম্পদ নিস্পত্তি কমিটির সভাপতি দিলীপ শেঠ এর মতে, 2024 সালের 3রা অক্টোবর তারিখে 7346 জন আমানতকারীদের প্রথম ধাপে অর্থ প্রদান করা হয়ে গিয়েছিল এবং তারা নিজেদের টাকা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হবে সুতরাং ধীরে ধীরে আপনারা টাকা ফেরত পাবেন।
Read More: পোস্ট অফিস দিচ্ছে দুর্দান্ত স্কিম
কত টাকা পাবেন আপনি ফেরত ?
এখানে সমস্ত ইনভেস্টমেন্ট অর্থাৎ আমানতকারীরা নিজেদের বিনিয়োগ করা সম্পূর্ণ টাকাটাই ফেরত পেয়ে যাবেন। যার অর্থ আপনি কোনো সুদ বা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই আপনার জমা করা অর্থ ফেরত পাবেন।
কিভাবে দেখতে পাবেন আপনার রিফান্ডের স্ট্যাটাস ?
আপনি যদি রোজভ্যালি তে রিফান্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে নিজেদের স্ট্যাটাস দেখার জন্য নিচে দেওয়া সমস্ত পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করতে –
- প্রথমেই চলে যেতে হবে রোজ ভ্যালি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে।
- তারপর সেখানে Investors বিকল্পটি বেছে নিতে হবে।
- সেখানে নিজের সার্টিফিকেট নাম্বার ও ক্যাপচা কোড বসাতে হবে।
- বিস্তারিত তথ্য জমা দেওয়ার পরে আপনি আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন ।