RBI New Guidelines : RBI নতুন নির্দেশিকা জারি করল 2000 টাকার নোট নিয়ে। দেখুন কি সেই নির্দেশিকা

By Sudipta Dalapati

Published On:

Follow Us
RBI New Guidelines: RBI নতুন নির্দেশিকা জারি করল 2000 টাকার নোট নিয়ে। দেখুন কি সেই নির্দেশিকা

RBI New Guidelines : বেশ কিছু মাস হল দেশে 2000 টাকার নোট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতদিন পরে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে 2000 টাকার নোট নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে। এখনো বাজারে প্রায় 6.577 কোটি টাকার 2000 টাকার নোট রয়েছে। যে সমস্ত নোটগুলি এখনো পর্যন্ত বাজারে প্রচলিত রয়েছে সেগুলি যতটা দ্রুত সম্ভব ব্যাংকে জমা করতে বলা হচ্ছে গ্রাহকদের জন্য। না হলে হয়তো চলতি বছর শেষ হতে হতে আর সেই সমস্ত নোটগুলি কোন কাজেই আসবে না সাধারণ জনগণের। এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনাটি আপনারা এই প্রতিবেদনে দেখে নিন।

কি অবস্থা বর্তমানে 2000 টাকার নোটের ?

19শে মে 2023 তারিখের ভারত সরকারের তরফ থেকে 2000 টাকার নোট বাতিল করে দেবার ঘোষণা করা হয়। সেই ঘোষনার পরে এখনো পর্যন্ত বাজারে মোট প্রায় 2000 টাকার নোটের 98.15% ব্যাংকে জমা পড়েছে। তবে যে 1.85% নোট এখনো পর্যন্ত বাজারে রয়ে গেছে, হয়তো সেটা যে কোনো কারণেই হতে পারে।

রেজাল্ট ব্যাংক এর তরফ থেকে আবারও নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে মূলত তার জন্যই যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত সেই নোট জমা করতে পারেননি ব্যাংকে তারা যতটা দ্রুত সম্ভব নিজেদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে 2000 টাকার নোট জমা দিয়ে আসে।

Read More: সরকারকে ট্যাক্স দিতে হবে না এবার লটারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের

কি সুবিধা রয়েছে 2000 টাকার নোট বিনিময় ও জমা করার ?

যখন বাজার থেকে 2000 টাকার নোট নিষিদ্ধ করা হয়েছিল, তখন ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI 7ই অক্টোবর 2023 পর্যন্ত যেকোনো ব্যাংক এ লোকেদের এগুলি বিনিময় করার অনুমতি দিয়েছিল। যার ফলে দেশের সমস্ত জনগণেরা তাদের নিকটবর্তী যেকোনো ব্যাংকে গিয়ে নিজেদের 2000 টাকার নোট বিনিময় কিংবা জমা করতে পারতো।

তবে এখন আর সেই সময় সীমা নেই। এখন যদি কারো কাছে 2000 টাকার নোট থেকে থাকে, তাহলে সেই নোট জমা দেওয়ার একমাত্র জায়গা হল RBI এর যে কোনো শাখা। এখন আর যেকোনো ব্যাংকে 2000 টাকার নোট বিনিময় কিংবা জমা করার সুবিধা পাওয়া যাবে না।

বাজারে কি পুনরায় চালু হতে পারে 2000 টাকার নোট ?

সম্প্রতি সারাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক নাকি বাজারে আবারও 2000 টাকার নোট পুনরায় ইস্যু করতে পারে। তবে ভারতের বেশিরভাগ মানুষ এখন ডিজিটাল ভাবে সমস্ত বড় লেনদেন করে থাকে, যার ফলে ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয় তাকে মাথায় রেখে বাজারে পুনরায় এত উচ্চ মূল্যের 2000 টাকার মুদ্রা পুনরায় চালু করার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়াও রিজার্ভ ব্যাংক এখনো পর্যন্ত কোনো রকম নিশ্চিতভাবে বলেনি যে ভারতীয় বাজারে পুনরায় 2000 টাকার নোট চালু করা হবে কিনা।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment