Ration Card Cancellation: মাত্র কয়েকটা দিন হল নতুন বছর এসেছে। আর এই নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার রেশন কার্ড নিয়ে এক বড় ঘোষণা করে দিলেন। রাজ্য সরকার জানিয়েছে নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগের অধীনে রাজ্যে প্রায় 1.36 লক্ষ নতুন রেশন কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যার ফলে মূলত হতাশের মুখে পড়ে গেছে রাজ্যের বহু মানুষ।
মূলত যে সমস্ত পরিবারের কোন সদস্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন ? তাদের মধ্যে এই হতাশাটা বেশি করে জাগ্রত হয়েছে। তাহলে ঠিক কি কারণে রাজ্য সরকার হঠাৎ এমন সিদ্ধান্ত গ্রহণ করল ? তার সমস্ত বিস্তারিত তথ্য আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন। সুতরাং, সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই পড়ে দেখে নিন।
Read More: India Post Payment Bank এ কর্মী নিয়োগ
ঠিক কি কারনে বাতিল করা হলো এতগুলো রেশন কার্ডের আবেদন ?
রাজ্যে হঠাৎই এত পরিমাণ রেশন কার্ডের আবেদন বাতিল কিন্তু ঘটেছে তামিলনাড়ু রাজ্যে। সেখানে তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে –
- একই পরিবারের কোনো সদস্য বিভিন্ন জায়গায় একাধিকবার আবেদন জানিয়েছেন রেশন কার্ডের জন্য। যার ফলে তার আবেদন বাতিল করা হয়েছে।
- কোন কোন ক্ষেত্রে দেখা গেছে নতুন রেশন কার্ডের জন্য পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম মুছে ফেলেছেন অনেকেই, যার ফলে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
- ভিন্ন ভিন্ন এলপিজি সংযোগ বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া আবেদন করা হয়েছে। যার ফলে তালিকা থেকে নাম্বার দেওয়া হয়েছে অনেক রেশন কার্ড গ্রাহকের।
রেশন কার্ড বাতিল নিয়ে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা :
ওই রাজ্যে নাগরিক সরবরাহ এবং গ্রাহক সুরক্ষা বিভাগ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে জনগণকে যে, রেশন কার্ড সংক্রান্ত সমস্ত আবেদন কঠোরভাবে যাচাই ও এবং বাছাই করে তার পুনর্বিন্যাস করা হবে খুব শীঘ্রই। এছাড়াও সরকার এই রেশন কার্ড নিয়ে জানিয়েছে যে ভবিষ্যতে আরো কঠোর নিয়ম তৈরি করা হবে জনগণের উদ্দেশ্যে। যাতে কোনো যোগ্য ব্যক্তি রেশন সামগ্রী থেকে বাতিল না হন। এই নিয়ে সরকার তার হিসেবে দেখিয়েছেন যে –
- মোট আবেদন পড়েছিল 2.65 লক্ষ্
- আবেদন বাতিল হয়েছে 1.36 লক্ষ
- গৃহীত আবেদনের সংখ্যা 1.99 লক্ষ
রেশন আবেদন বাতিল নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া ?
হঠাৎ এমন ভাবে রেশন কার্ডের আবেদন বাতিল হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন অসন্তোষ সৃষ্টি হয়েছে। মূলত যে সমস্ত ব্যক্তিরা বহুদিন ধরে নতুন রেশন কার্ডের আশায় বসেছিলেন, তারাই বেশি হতাশাজনিত হচ্ছেন। একটি মূলত রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির জন্য খুবই কষ্টকর হতে পারে।
এই নিয়ে আবার সংবাদমাধ্যমে একজন জানিয়েছেন যে – ‘আমাদের পরিবারের একসঙ্গে একাধিক সদস্যের রেশন কার্ডের প্রয়োজন ছিল ? কিন্তু একই পরিবারের অনেক সদস্যের একইসঙ্গে রেশন কার্ড এর আবেদন করায় সেটি বাতিল হয়েছে ? আমরা এখন পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছি।
Read More: নারীদের আর্থিক স্বাধীনতার জন্য নতুন প্রকল্প উদ্যোগীণী যোজনা
সরকার কি জানিয়েছেন সাধারণ জনগণের উদ্দেশ্যে ?
রাজ্য সরকার ইতিমধ্যেই বারবার জনগণকে নানা রকম ভাবে জানিয়েছে যে, রেশন কার্ড পাওয়ার জন্য সঠিক ডকুমেন্টস ও তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেটাও মানুষ এখন আর শুনছে না। আর যার ফলে ইতিমধ্যেই এত বেশি সংখ্যক রেশন কার্ডের আবেদন একই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু যাদের আবেদন একদম সঠিকভাবে দেওয়া হয়েছে ? তারা কিছুদিনের মধ্যেই হাতে রেশন কার্ড পাবেনই পাবেন।