Rail Kaushal Vikas Yojana 2025: ইন্টার্নশিপের মাধ্যমে ভারতীয় রেল বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Rail Kaushal Vikas Yojana 2025: ইন্টার্নশিপের মাধ্যমে ভারতীয় রেল বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন

Rail Kaushal Vikas Yojana 2025 : ভারতের সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এলাম নতুন চাকরির খবর । মূলত এবার কেন্দ্র সরকার তার রেল দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ এর সুযোগ করে দিচ্ছে। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন রকম কারিগরি দক্ষতায় প্রশিক্ষণ তো প্রদান করা হবেই এর পাশাপাশি তাদের Internship এর মাধ্যমে কর্মজীবন নিশ্চিত করে দেওয়া হবে সরকারের তরফ থেকে।

কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্প তথা ইন্টার্নশিপটির নাম রাখা হয়েছে “প্রধানমন্ত্রী রেল কৌশল বিকাশ যোজনা” । যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন করা যাবে। এছাড়াও এই প্রকল্প সম্বন্ধিত যাবতীয় চমৎকার রকম তথ্য আমরা আপনাদের সামনে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যেটা এখানে আপনাদের আবেদন করতে সমস্ত রকম ভাবে সাহায্য করতে চলেছে, যদি সম্পূর্ণ প্রতিবেদনটা আপনি পড়েন। চলুন সম্পূর্ণ বিস্তারিত বিবরণটা দেখে নিন তাহলে এবার।

নিয়োগকারী সংস্থাভারতীয় রেল দপ্তর
পোস্ট তারিখ09.01.2025
নিয়োগ প্রক্রিয়া ইন্টার্নশিপ
পদের নাম গ্রুপ ডি
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাশ
বয়সসীমা18 থেকে 35 বছর
আবেদনের শেষ তারিখ23.01.2025

Eligibility Criteria for Rail Kaushal Vikas Yojana

পদের নাম (Post Name for Indian Railway) :

রেলমন্ত্রকের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে শীততাপ যন্ত্র সারাই, কাঠের কাজ, সিএনএসএস, মেশিনিস্ট , মেকানিক ইত্যাদি একাধিক মিস্ত্রি পদে।

Read More: ভারতীয় রেলের দক্ষিণ শাখায় কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে এখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।

মাসিক স্টাইপেন্ড (Monthly Stipend) :

এখানে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে রেলমন্ত্রকের তরফ থেকে যথাযথ এবং বৈধ সার্টিফিকেট প্রদান করা হবে কিন্তু কোন রকম মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হবে না।

আবেদন পদ্ধতি (Application Process) :

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তাদের চলে যেতে হবে রেল কৌশল বিকাশ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে গিয়ে যাবতীয় সমস্ত রকম তথ্যসহ করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরমেট সঙ্গে সেখানে যাবতীয় সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • পাসপোর্ট সাইজের ছবি
  • সাদা কাগজের উপরে
  • মাধ্যমিক মার্কশিট
  • মাধ্যমিক পাস সার্টিফি
  • আধার কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • রেশন কার্ড
  • প্যান কার্ড
  • 10 টাকার পোস্টাল স্টাম
  • মেডিক্যাল ভেরিফিকেশন সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এখানে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে। তবে এরপরেও ব্রাজিলের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে।

প্রশিক্ষণের সময় (Training Duration) :

মোট 18 দিন ধরে এখানে ভারতীয় রেল আবেদনকারী প্রার্থীদের প্রশিক্ষণ দেবে। যার মধ্যে প্রতিটা শিক্ষার্থীকে কমপক্ষে 75% উপস্থিতি বজায় রাখতে হবেই।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আগামী 23.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অনলাইন আবেদনClick Here

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment