Private Job in SBI Bank || আপনার নিজের এলাকাতেই 15000 টাকা বেতনে এসবিআই ব্যাংকে চাকরির সুযোগ মিস করবেন না কেউ ।

By Sudipta Dalapati

Updated On:

Follow Us
private job in sbi bank

private job in sbi bank দেখুন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটা না একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি সেইরকম আজকেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ।

যারা বাড়িতে বসে বা অফিসে বসে কাজ করতে পছন্দ করেনা তাদের জন্য আজকে এই বিশেষ উপহার আমার তরফ থেকে । এসবিআই ব্যাংকের তরফ থেকে দারুন চাকরির অফার নিয়ে চলে এসেছি তাও আবার আপনার বাড়ির কাছে অর্থাৎ আপনার নিজের এলাকায় । আমরা দেখে নেব কোন কোন জেলার মধ্যে এই চাকরিটি করা যেতে পারে ? এই চাকরি করার জন্য আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ? আপনার বয়স কত থাকতে হবে ? এছাড়াও আরো অনেক কিছু ভালোভাবে জেনে নেব বুঝে নেব যাতে আবেদন করার সময় কোন রকম কোন সমস্যা না হয় ।

private job in sbi bank
private job in sbi bank

Full Job Description for private job in sbi bank 

প্রথমেই বলি sbi ব্যাঙ্ক পাঁচটি এলাকায় এই কাজটির জন্য ক্যানডিডেট নিয়গ করতে চাইছেন । প্রথম ঝাড়গ্রাম, দ্বিতীয় খরগোপুর, তৃতীয় চন্দ্রকোনা, চতুর্থ দাসপুর, এবং পঞ্চম ডেবরা এই পাঁচটি এলাকায় sbi ব্যাংকের তরফ থেকে রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতে হবে । রিলেশনশিপ অফিসার বলতে কি বোঝায় তা আমরা বিস্তারিত জানব।

রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ পাতি বাংলা ভাষায় যদি বলা হয় এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড সেলসম্যান হিসেবে আপনাকে কাজ করতে হবে । কোথায় কাজ করতে হবে ? কিভাবে কাজ করতে হবে ? আপনাকে বিভিন্ন বাজারে বড় বড় মার্কেটে এছাড়াও ট্যালি কলিংয়ের দ্বারা তাছাড়া বিভিন্ন পদ্ধতিতে আপনাকে এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড সেল করতে হবে এটাই হচ্ছে আপনার মূল কাজ।

private job in sbi bank
private job in sbi bank

Selection Type of

এই চাকরিটির সিলেকশন প্রসেস খুবই ইজি-আপনাকে আপনার সিভি জাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাঠাতে হবে আমি সরাসরি অ্যাপ্লিকেশন লিংক নিচে দিয়ে দেব আপনার ওখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন । এখানে কোনরকম পরীক্ষা বা মেরিট লিস্টে তারা নিয়োগ প্রক্রিয়া হবে না । এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে ।

Read More :- কোলকাতা তে শুধুমাত্র এইচএস পাসে ৩০০০০ টাকা প্রতি মাসে বেতনে কাজ পাওয়ার সু্যোগ মিস করবেন না ।

private job in sbi bank
private job in sbi bank

Age Limit

এখানে নির্ধারিত কোন বয়সসীমা বলে দেওয়া হয়নি তবে আপনাকে ১৮ বছরের উর্ধ্বে অবশ্যই হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন

Expected Salary for private job in sbi bank 

এই কাজটির জন্য আপনাকে ১৫ হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে । আপনি এটাকে ফুলটাইম জব করতে পারেন বা পার্ট টাইম ও জব করতে পারেন সেটা আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন কোম্পানি লোকেদের সঙ্গে সরাসরি কথা বলে নেবেন যে আপনি ফুল টাইম করতে চান না পার্ট টাইম করতে চান ।

private job in sbi bank
private job in sbi bank

Education Qualification

দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে এখানে তেমন কিছুতো মেনশন করে দেওয়া নেই । তবে একটা জিনিস অবশ্যই দরকার যে পাঁচটি এলাকায় নিয়োগ প্রক্রিয়া হবে , আপনাকে সেই পাঁচটির মধ্যে যেকোনো একটি এলাকার বাসিন্দা হতে হবে এ এছাড়াও আপনার কাছে একটি বাইক থাকতে হবে এবং কোন অফিসে যেহেতু কাজ নেই তাই আপনি কনফারটেবল কিনা সেটা কোম্পানিকে আপনার কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে । আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই কাজটির জন্য আবেদন করতে পারেন ।

Important Link

আবেদন করার জন্য এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করুন

APPLY NOW

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment