PNB Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করুন

By Goutam Mondal

Published On:

Follow Us
PNB Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করুন

PNB Recruitment 2025 : যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন ভাবছিলেন কোনো এক ব্যাংকে চাকরি করবেন, তাদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে চলো এক দুর্দান্ত চাকরির সুযোগ। কেননা সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ তরফ থেকে প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

যেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষেরাই। আপনারা এই প্রতিবেদনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য ধাপে ধাপে সুন্দরভাবে দেখতে পাবেন। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।
চলুন তাহলে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিটির বিষয়বস্তু বিস্তারিত দেখে নিন –

PNB Recruitment 2025 job overview

নিয়োগকারী সংস্থাপাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
পোস্ট তারিখ01.01.2025
পদের নামCustomer Service Associate, Office assistant
শিক্ষাগত যোগ্যতাগ্রাজুয়েশন পাস
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদন পাঠানোর শেষ তারিখ24.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ PNB এর তরফ থেকে।

পোস্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 01.01.2025 তারিখে।

Eligibility Criteria for PNB Recruitment 2025

পদের নাম (Post Name) :

PNB এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দুই ধরনের পদে । সেগুলি হল –

  • Customer Service Associate (SportPerson Male)
  • Office assistant (SportPerson Male)

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে 2টি পদে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। কাস্টমার সার্ভিস এসোসিয়েট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন পাস থাকতে হবে । অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

ওপরে উল্লেখিত দুইটি পদেই আবেদন করতে হলে চারটি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও নিজের রাজ্য কিংবা দেশের হয়ে হকি টিমে খেলেছেন এমন প্রাক্তন খেলোয়াড় হতে হবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 24,000 টাকা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

2টি পদ মিলিয়ে মোট 9টি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের।

বয়সসীমা (Age Limit) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের চারপায়ে নির্দিষ্ট মানে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে, অফলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন জানাতে হবে তার পদ্ধতির নিচে ধাপে ধাপে দেওয়া হলো –

  • সবার আগে চলে যেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের।
  • আপনাদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি।
  • সেখান থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটির অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে যাবতীয় সমস্ত তথ্য সহকারে সেই ফর্মটিকে পূরণ করতে হবে।
  • পূরণ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস্ এর জেরক্স কপি ফর্ম এর সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
  • তারপর সেগুলোকে একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
  • কোনো রকম অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে। সুতরাং ফরম ফিলাপ করার সময় যথোপযুক্ত তথ্য সহকারে ফর্ম থেকে ফিলাপ করবেন সবাই।

আবেদন পাঠানোর ঠিকানা (Address of Application Form Submission) :

এখানে আবেদনপত্র পাঠাতে হবে চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত ঠিকানায় –

The Chief Manager (Recruitment Section),
Human Resources Division,
Punjab National Bank,
Corporate Office,
1st Floor, West Wing,
Plot No – 4, Sector 10,
Dwarka, New Delhi – 110075 (India)

Read More: পারমাণবিক শক্তি কেন্দ্রে Research Associate নিয়োগ

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

চাকরিপ্রার্থীদের এখানে মূলত দুইটি ধাপের মাধ্যমে বেছে নেওয়া হবে। সেগুলি হল –

  • খেলার মাঠের পারফরম্যান্স এবং
  • ইন্টারভিউ

আবেদন মূল্য (Application Fee) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদনের ক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তারা এখানে আবেদন জানাতে পারবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে, আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment