Pass Fail System: অবশেষে চালু হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল । সমস্যায় পড়ল পড়ুয়ারা

By Akash Mondal

Published On:

Follow Us
Pass Fail System: অবশেষে চালু হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল । সমস্যায় পড়ল পড়ুয়ারা

Pass Fail System: এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবারো পাশ ফেল নিয়ম ফিরে আনার প্রস্তাবটি কে গ্রহণ করেছে। যদিও আমাদের এই রাজ্যে এই নিয়ম কবে থেকে লাগু হতে পারে সেই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রকম সঠিক তথ্য পাওয়া যায়নি।

এই পাশ ফেল নিয়ম পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ফিরিয়ে আনার জন্য গত 2023 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাব দেয়। যেই প্রস্তাব অনুযায়ী পড়ুয়ারদের যে বার্ষিক পরীক্ষাটি হয় সেখানে তাদের নির্দিষ্ট নম্বর অর্জন করতে হবে তবে তারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। নচেৎ তাদেরকে ওই ক্লাসেই পুনরায় এক বছর কাটাতে হবে।

পাশ ফেল প্রসঙ্গ নিয়ে ব্রাত্য বসু কি বললেন

কিন্তু এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 2019 সালে প্রকাশিত কেন্দ্রীয় গ্যাজেট অনুযায়ী এই নিয়ম চালু করার কথা ছিল, তবে সেটা বাস্তবায়ন করা হয়নি। রাজ্যে ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষ চালু হয়ে গিয়েছে কয়েকটা দিন হলো, কিন্তু এই নতুন নিয়ম আদৌ লাভ করা হবে কিনা আমাদের এই রাজ্যে সেটা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা মন্ত্র কোন নোটিশ জারি করেনি এখনো পর্যন্ত।

আর এই হঠাৎই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে পাশ ফেল নিয়ম চালু হওয়াতে মূলত এক বিশেষ উদ্বেগের মুখে পড়ে গেছেন রাজ্যের সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকেরা। বিশেষ করে উদ্বেগটা ছড়িয়েছে রাজ্যের শিক্ষকদের মধ্যে।

Read More: বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মীদের পেনশন

রাজ্যের শিক্ষকদের মধ্যে চরম উদ্বেগ ছড়ালো এই নতুন নিয়মে :

রাজ্যের বেশিরভাগ শিক্ষকরা এই নতুন খবর ঘোষণা হওয়ার পর থেকে দাবি তুলেছে যে, সঠিক সময়ে সঠিক নির্দেশিকার প্রয়োজন কোনো নির্দিষ্ট নিয়ম শিক্ষাক্ষেত্রে চালু করার জন্য। এই নতুন নিয়ম চালু হলে বছরের শুরুতেই মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করতে হবে এবং বছরের মাঝামাঝি নির্দেশিকা নেতা কার্যকর করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন রাজ্যের একাংশের শিক্ষকেরা।

এই নিয়ে একজন শিক্ষক আবার বলেছেন যে, যেকোনো নিয়ম শিক্ষা ক্ষেত্রে কার্যকর করতে হলে তার জন্য একটা উপযুক্ত পরিকল্পনা ও উপযুক্ত সময় দরকার। তাহলে হঠাৎ এই যে কোন সময় এরকম কোনো নির্দেশিকা শিক্ষাক্ষেত্রে জারি করা হলে, রাজ্যের পড়ুয়ারদের সাথে সাথে শিক্ষকেরাও বেশ একটা বড়সড় সমস্যার মুখে পড়বেন।

এই নিয়ে আবার অনেক পড়ুয়ারাও বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যে, পাশ ফেল নিয়ম আবারো ফিরে এলে পড়াশোনার মান বেশ অনেকটাই উন্নত হবে বলে পড়ুয়ারা বলছে। আবার অনেক শিক্ষার্থী এটাও বলছে যে হঠাৎই এরকম নিয়ম শিক্ষাক্ষেত্রে জারি হলে বেশ একটা সমস্যার মুখে পড়বে পড়ুয়ারা।

এছাড়াও এই নতুন নিয়ম যদি রাজ্যে লাগু করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার শিক্ষা পোর্টাল এখন বর্তমানে সমস্ত ছাত্র-ছাত্রীদের ডেটা সংরক্ষিত করে রাখার জন্য কাজ করছে। তার মধ্য বিভিন্ন রকম পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনরকম সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা ভবিষ্যতেও করবে কিনা সেই নিয়েও কোনো রকম আভাস দেয়নি।

আদৌ কি রাজ্যে পাশ ফেল ফিরবে

কিন্তু এদিকে আবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল নিয়ম নতুন করে চালু করার বিষয়ে রাজ্যের পড়ুয়া এবং শিক্ষক উভয়ের মধ্যে এক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। রাজ্যের কিছু বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন নিয়ম চালু করতে হলে সময় মত নির্দেশিকা ও পরিকল্পনা অত্যন্ত জরুরী। এখন আমাদের শুধুমাত্র দেখার অপেক্ষায় যে রাজ্য সরকার কেন্দ্রের এই নতুন নিয়মকে কিভাবে স্বাগত জানাই। এই নিয়ে ভবিষ্যতে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেকোনো রকম আপডেট এলে আমরা সবার আগে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment