Nuclear Power Plant Job Notice 2025: পারমাণবিক শক্তি কেন্দ্রে Research Associate নিয়োগ, অনলাইনে আবেদন করুন

By Goutam Mondal

Published On:

Follow Us
Nuclear Power Plant Job Notice 2025: পারমাণবিক শক্তি কেন্দ্রে Research Associate নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Nuclear Power Plant Job Notice 2025: দেশের পারমাণবিক শক্তি কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।

আপনারা এখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী। আমরা এই প্রতিবেদনে অ্যাটমিক এনার্জি রিসার্চ সেন্টার অর্থাৎ পারমাণবিক শক্তি কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত তথ্য আপনাদের সামনে ধাপে ধাপে আলোচনা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবেই।

Job Overview for Nuclear Power Plant

আবেদন শুরুর তারিখ09.12.2024
পদের নামResearch Associate
শিক্ষাগত যোগ্যতানীচে উল্লেখিত
আবেদন পদ্ধতিঅনলাইন
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ15.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে Department of Atomic Energy Variable Energy Cyclone Troll Centre এর তরফ থেকে।

পদের নাম (Post Name) :

এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Research Associate পদে।

Job Criteria for Nuclear Power Plant

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ PHD পাস থাকতে হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 7টি পদে রিচার্জ এসোসিয়েট নিয়োগ করছে কেন্দ্রীয় অ্যাটোমিক রিসার্চ সেন্টার।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 58,000 টাকা থেকে 67,000 থেকে পর্যন্ত বেতন দেওয়া হবে।

Read More: ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ

বয়সসীমা (Age Criteria) :

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স কত হতে হবে সেটা সমন্ধে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক কোনো উল্লেখ করা নেই।

কিভাবে আবেদন করবেন (Apply Process for Nuclear Power Plant Job) :

চাকরিপ্রার্থীদের এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে চাকরি করার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সবার আগে। সেখানে ভিজিট করে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্টেশন হয়ে যাওয়ার পর এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। দিয়ে সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা যাবে, সেটিকে প্রয়োজনীয় সমস্ত তথ্য সহকারে কোনোরকম ভুলভ্রান্তি না করে পূরণ করতে হবে।

পূরণ হয়ে যাওয়ার পর যাবতীয় সমস্ত ডকুমেন্টস্ সেখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর আবেদন মূল্য পেমেন্ট করে দিতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে, কিন্তু সাবমিট করে দেওয়ার পর এক ফর্মটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, ভবিষ্যতে সেটা কাজে দেবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের থাকতে হবে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস –

  • জন্ম সার্টিফিকেট
  • রিকমেন্ডেশন লেটার
  • আধার কার্ড
  • পিএইচডি সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পূর্ববর্তী কাজের সার্টিফিকেট
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি ইত্যাদি।

কিভাবে নিয়োগ হবে (Selection Process) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদেরকে সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না।

Important Dates

Application Start Date09.12.2024
Last Date of Apply15.01.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment