NIV Job Recruitment 2025 : National Institute of Virology অর্থাৎ NIV এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় Project Technical Support সহ আরো বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়ম সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি, যেটা এখানে আবেদন করার সময় আপনাদের সাহায্য করবে সমস্ত রকম ভাবে।
নিয়োগকারী সংস্থা : National Institute of Virology
পোস্ট তারিখ (Post Date) :
উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিতে NIV এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 09.01.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
এখানে মোট 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের। সেগুলি হল –
1.Project Research Scientist-I (Non-Medical)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়কেমিস্ট্রি, ভাইরোলজি কিংবা যুওলজি বিষয় নিয়ে।
বয়সসীমা (Age Criteria) :
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের নিচে। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
উল্লেখিত পদে চাকরিপ্রার্থীদের প্রতিমাসে 56,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে। এর সঙ্গে থাকছে আবার HRA এর সুবিধা।
শূন্যপদ (Vacancy) :
মোট 2টি শূন্যপদ রয়েছে এখানে।
2.Project Technical Support -I (Engineering Support)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিপ্লোমা করা থাকতে হবে ITI এ ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে কমপক্ষে 2 বছরের। অথবা নূন্যতম 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
উল্লেখিত পদে চাকরি প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে HRA এর সুবিধা।
শূন্যপদ (Vacancy) :
মোট 1টি শূন্যপদ রয়েছে এখানে।
3.Project Technical Support
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পথে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিপ্লোমা করা থাকতে হবে MLT কিংবা DMLT বিষয় নিয়ে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
শূন্যপদ (Vacancy) :
মোট 1টি পদে নিয়োগ করা হবে এখানে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 4টি পদে নিয়োগ করা হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে গুগল ফর্মের মাধ্যমে। তার জন্য নিচে দেওয়া অ্যাপ্লাই লিংকে ক্লিক করে সেখানে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে নিজের আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করে বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
এখানে আবেদন করা যাবে আগামী 24.01.2025 তারিখে।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল নোটিশ | Click Here |
অনলাইন আবেদন | Apply Now |