Tata Memorial Centre Job Vacancy 2024-25 : সম্প্রতি টাটা মেমোরিয়াল সেন্টার এর তরফ থেকে প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাই বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
যেখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের যে কোনো যোগ্য চাকরিপ্রার্থ। আমরা এই প্রতিবেদনই উল্লেখিত নিয়ম সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে উপস্থাপন করেছি, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।
Job Overview for Tata Memorial Centre Recruitment 2025 :
নিয়োগকারী সংস্থা | টাটা মেমোরিয়াল সেন্টার |
পোস্ট তারিখ | 30.12.2024 |
পদের নাম | MTS |
নিয়োগ পদ্ধতি | ওয়াক ইন ইন্টারভিউ |
মাসিক বেতন | 22,000 টাকা |
টাটা মেমোরিয়ালে MTS নিয়োগ :
নিয়োগকারী সংস্থা (Requiting Agency) :
আমরা আজকে আলোচনা করেছি Tata Memorial Centre এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।
পোস্ট তারিখ (Post Date) :
টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 30.12.2024 তারিখে।
Read More : ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
পদের নাম (Posts Name) :
এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে মোট 6 ধরনের পদে। সেগুলি হল –
- Consultant
- Medical Officer
- Pharmacist
- Day Care (Co-ordinate)
- Multi Tasking Staff
- Nurse
Job Criteria for DM Office
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। যেমন ধরুন MTS পদে আবেদন করতে হলে চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। কিন্তু অন্যদিকে নার্স পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের জিএনএম কিংবা বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে।
ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বি ফার্মা এর কোর্স করা থাকতে হবে। মেডিকেল অফিসার কিংবা কনসালটেন্ট পদে আবেদন করতে হলে জাতীয় ভারতের এমবিবিএস ডিগ্রী থাকতে হবে। এছাড়াও বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে।
মাসিক বেতন ও শূন্যপদে (Monthly Salary & Vacancy) :
প্রতিটি পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের আলাদা আলাদা মানের বেতন দেওয়া হবে এবং শূন্যপদও রয়েছে ভিন্ন ভিন্ন রকমের। সেটি হল –
পদের নাম | মাসিক বেতন | মোট শূন্যপদ |
---|---|---|
Consultant | 1,00,000 – 1,40,000 | 10টি |
Medical Officer | 84,000 – 1,00,000 | 02টি |
Pharmacist | 20,000 – 22,000 | 08টি |
Day Care | 50,000 – 70,000 | 01টি |
MTS | 10,000 – 15,000 | 04টি |
Nurse | 18,000 – 22,000 | 37টি |
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরি প্রার্থীদের এখানে আলাদাভাবে কোনো রকম আবেদনের প্রয়োজন নেই। সরাসরি যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেদিন চাকরিপ্রার্থীদের সমস্ত রকম ডকুমেন্ট সহযোগে সেখানে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :
এখানে ইন্টারভিউ নেওয়া হবে আগামী 15,16,17,20 এবং 21 জানুয়ারি তারিখে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |