MSRAV Job Recruitment 2025: স্নাতক পাশে Assistant Teacher নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

By Akash Mondal

Published On:

Follow Us
MSRAV Job Recruitment 2025: স্নাতক পাশে Assistant Teacher নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

MSRAV Job Recruitment 2025 : Mahesh Sri Ramkrishna Asram Vidyalaya (HS), হুগলি এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে স্নাতক পাস্ যোগ্যতায় Assistant Teacher পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

তারজন্য আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি, যেটা পড়লে খুব সহজেই আপনারা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং, সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি অব্যশই মনোযোগ সহকারে পড়বেন।

নিয়োগকারী সংস্থা : Mahesh Sri Ramkrishna Asram Vidyalaya

পোষ্ট তারিখ (Post Date) : লিখিত চাকরির বিজ্ঞপ্তিতে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 02.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক অর্থাৎ Assistant Teacher পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে যাকে প্রাচীরের আবেদন করতে হলে নূন্যতম গ্রাজুয়েশন পাপ থাকতে হবে এবং এর পাশাপাশি বি.এড করা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফটি রেখে দিতে পারেন একবার।

বয়সসীমা (Age Limit) :

উল্লেখিত এই সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করবেন তারা সরকারি নিউ অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন (Monthly Salary) : রামকৃষ্ণ মিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে যে, সহকারি শিক্ষকের বেতন পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ ROPA এর নীতি অনুযায়ী নির্ধারণ করা হবে। একচুয়াল অ্যামাউন্ট টা অফিসের নোটিফিকেশনে দেওয়া নেই।

Read More: Meta তে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 2টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য এপ্লিকেশন ফরমেটটি প্রথমে ডাউনলোড করে নিয়ে সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এর জেরক্স কপি এবং সেই পূরণ করা ফর্ম কে একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Submission) :

চাকরিপ্রার্থীদের আবেদন পাঠাতে হবে Mahesh Shriram Krishna aashram Main Office at SWAMI SOMANANDA BHAWAN Ground Floor, Hooghly

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের প্রয়োজন পড়বে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • সংশ্লিপ্ত সমস্ত পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  • আধার কার্ড ও ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • একটি স্ব-ঠিকানাঙ্কিত খাম (4″×9″ সাইজ)
  • সংশ্লিপ্ত অ্যাকাডেমিক সেশনে বি এড কোর্স এর NCTE স্বীকৃতির চিঠি, যেটা প্রতিষ্ঠান প্রধান দ্বারা অনুমোদিত করা রয়েছে।
  • আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেইল আইডি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিজেদের চাকরির জন্য আবেদন করবেন, তাদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি দীর্ঘ এক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

এখানে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যে সমস্ত জেনারেল চাকরি প্রার্থীর আবেদন করবেন তাদের জন্য 1000 টাকা, সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য 900 টাকা এবং শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য 800 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে চাকরিপ্রাচীর আবেদন করতে পারবে আগামী 18.03.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment