Manufacturing Supervisor Job in Kharagpur – বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ডিপ্লোমা করা স্টুডেন্টরা ডিপ্লোমা কমপ্লিট হলে west bengal এর বাইরে কোন কোম্পানিতে কাজের জন্য যেতে হয়। আজকের চাকরিটি সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, যারা ডিপ্লোমা করার পর ওয়েস্ট বেঙ্গলের বাইরে মিনিমাম ২ বছর কাজ করে ফেলেছে বা আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এ কোথাও কাজ করে থাকেন আগে মিনিমাম দু’বছর তাহলে খড়্গপুরে আপনার জন্য এই চাকরিটি অপেক্ষা করতেছে। খরগোপুর এ M.S. TREXIM & MFGS. PVT. LTD. এই কোম্পানিটি একজন পার্মানেন্ট ম্যানুফাকচারিং সুপারভাইজার এর জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করেছে। আগ্রহী সমস্ত ক্যানডিডেট তাড়াতাড়ি আবেদন করুন।
আপনি যদি মেনুফ্যাকচারিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান এবং বাড়ির কাছেই খুব মোটা অংকের বেতনে কাজ খুঁজছেন তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানব কোম্পানির সম্বন্ধে। কিভাবে আপনি আবেদন করতে পারবেন ? কোম্পানি থেকে কত টাকা বেতন দেবে ? এখানে কাজ করার জন্য আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ? ইত্যাদি সবকিছুই জানতে পারবো এই প্রতিবেদনের মাধ্যমে।
Company Details for Manufacturing Supervisor Job in Kharagpur :
M.S. TREXIM & MFGS. PVT. LTD. এই কোম্পানিটি পশ্চিম মেদিনীপুরের খরগোপুরে অবস্থিত। এখানে বিভিন্ন নির্মাণ উপকরণ উৎপাদন করা হয় । এটি পশ্চিম মেদিনীপুরের সব থেকে বিখ্যাত কোম্পানি যেটি BISMARK অনুমোদিত । এই কোম্পানি প্রায় 14 বছর ধরে কাজ করতেছে সম্মানের সঙ্গে এখনো পর্যন্ত তেমন কোন ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি । আপনিও নির্ভরসায় এই কোম্পানিতে কাজ করতে পারবেন।
চাকরির অবস্থান:
চাকরির স্থান:
কারখানার রেজিস্টার্ড অফিস, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ । প্রার্থীদের কারখানার প্রাঙ্গণেই প্রতিদিন কাজ করতে হবে।
পদের নাম:
ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার (Manufacturing Supervisor)
চাকরির ধরন: ফুল-টাইম, স্থায়ী (Permanent)
শিফট: শুধুমাত্র দিনকালীন শিফট
মূল দায়িত্ব ও কর্তব্য:
এই পদের জন্য নিচের দায়িত্বগুলি পালন করা আবশ্যক:
১। কারখানার সমস্ত মেশিনারিজের তদারকি: মেশিন এবং জেনারেটর যেটাকে আমরা ডিজি বলি তার পুরো সেট কে এবং যাবতীয় কাজের জন্য যেসব যন্ত্রপাতির ব্যবহার করা হয় সেই সমস্ত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ বা নজরদারি রাখতে হবে আপনাকে
২। যানবাহনের তদারকি: কোম্পানিতে উৎপাদনের জন্য ব্যবহৃত সমস্ত গাড়ি এবং যানবাহনের দেখভাল করতে হবে সেগুলোকে পরিচালনা করতে হবে এছাড়া গাড়িতে যদি কোন প্রবলেম থাকে তার সল্যুশন হিসাবে মেকানিককে ডেকে পাঠাতে হবে ইত্যাদি এই সমস্ত কাজগুলো করতে হবে।
৩। কাঁচামাল ও যন্ত্রাংশের চাহিদা নিরূপণ: ম্যানুফ্যাকচারিং এর কাজের ক্ষেত্রে যে র-মেটেরিয়াল বা কাঁচামাল গুলির প্রয়োজন থাকে সেগুলো সময়ের মধ্যে যাতে কেনা যায় সে বিষয়ে আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে । এছাড়া মেন্টেনেন্স এর জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হবে সেগুলো হিসাব বা প্রয়োজনীয়তা কোম্পানির ক্রয় ডিপার্টমেন্টকে জানাতে হবে।
৪। দৈনিক উৎপাদন পর্যবেক্ষণ ও রিপোর্ট তৈরি: প্রতিদিন যে উৎপাদন কার্যকর্ম হবে সেগুলির হিসাব আপনাকে রাখতে হবে বা রেকর্ডমেন্ট করতে হবে । এছাড়া প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রয়োজনীয়তা | বিবরণ |
🎓 শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা (প্রাধান্যযোগ্য) |
🧠 অভিজ্ঞতা | ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা |
🛠️ দক্ষতা | ম্যানুফ্যাকচারিং সুপারভিশন, টিম পরিচালনা |
📊 রিপোর্টিং দক্ষতা | উৎপাদন ও যন্ত্রপাতির রিপোর্টিং |
📞 যোগাযোগ দক্ষতা | স্পষ্ট ও পেশাদারী কমিউনিকেশন |
বেতন ও অন্যান্য সুবিধা:
সুবিধাসমূহ | বিবরণ |
💵 বেতন | সর্বোচ্চ ₹১৮,০০০ প্রতি মাসে |
🍱 খাওয়া-দাওয়া | ফ্যাক্টরিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা |
🎉 বার্ষিক বোনাস | কর্মক্ষমতার ভিত্তিতে প্রদান |
📈 বাৎসরিক ইনক্রিমেন্ট | প্রতি বছর বেতন বৃদ্ধি |
🏥 স্বাস্থ্য বীমা | হেলথ ইন্স্যুরেন্স প্রদান |
💼 প্রভিডেন্ট ফান্ড (PF) | কোম্পানির পক্ষ থেকে প্রদান |
🛡️ ইএসআইসি (ESIC) | সরকার অনুমোদিত স্বাস্থ্য সুরক্ষা স্কিম |
কাজের সময় ও ছুটি:
- শিডিউল: শুধুমাত্র Day Shift (সকাল থেকে সন্ধ্যা)
- সাপ্তাহিক ছুটি: নির্ধারিত একটি দিন (Week Off)
🎉 Read More :- বাড়িতে থেকে জিও কোম্পানিতে প্রায় 15 – 20 হাজার টাকা বেতনে চাকরি করার সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন। 🎉
আবেদনের নিয়মাবলী:
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচের ডকুমেন্টস সহ আবেদন করতে অনুরোধ করা হচ্ছে:
১। আপডেটেড সিভি (Resume)
২। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৩। পরিচয়পত্র (আধার/ভোটার আইডি)
৪। অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
Why Do You Apply for Manufacturing Supervisor Job in Kharagpur ?
১। প্রতিষ্ঠিত সংস্থায় স্থায়ী চাকরি
২। মেশিনারিজ ও টিম ম্যানেজমেন্টে দক্ষতা কাজে লাগানোর সুযোগ
৩। ফ্যাক্টরিতে থাকার এবং খাওয়ার সুবিধা
৪। আকর্ষণীয় বেতন ও বাৎসরিক বৃদ্ধি
৫। স্বাস্থ্য বীমা ও PF সুবিধা
Apply Now :- Click Here
উপসংহার:
আপনি যদি একজন অভিজ্ঞ ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার হন এবং খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর অঞ্চলে একটি স্থায়ী, নির্ভরযোগ্য ও সুবিধাসম্পন্ন চাকরি খুঁজে থাকেন — তাহলে এই নিয়োগ আপনার জন্য উপযুক্ত। এখনই প্রস্তুতি নিন, সিভি তৈরি করুন এবং সরাসরি আবেদন করুন।
✅ এই ধরনের আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের পেজ বা ওয়েবসাইটে চোখ রাখুন।
Read More :- কলকাতাতে কুড়ি হাজার টাকা বেতনে ভিডিও এডিটর ও গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন !
Read More :- কলকাতাতে 25000 টাকা বেতনে ইংরেজি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ চলতেছে মিস করবেন না।
Read More :- কলকাতায় হোটেলে রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক নিয়োগ – আবেদন করুন এখনই!
Read More :- আজই আবেদন করুন! অ্যাপোলো ফার্মেসিতে ৬ মাসের ট্রেনিং শেষে চাকরি, মাধ্যমিক পাশেই চলবে !