Income Tax: সরকারকে ট্যাক্স দিতে হবে না এবার লটারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের। কপাল খুলল তাদের

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Income Tax: সরকারকে ট্যাক্স দিতে হবে না এবার লটারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের। কপাল খুলল তাদের

Income Tax: সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট দেশের সমস্ত লটারি টিকিট বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের জন্য একটি নতুন দুর্দান্ত সুখবর নিয়ে হাজির হলো। কেননা সর্বোচ্চ আদালত এবার জানিয়ে দিল যে, লটারি টিকিট বিক্রি বা লটারি প্রচারের উপর কেন্দ্র সরকার আর কোনরকম সার্ভিস ট্যাক্স নেবে না।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে করা অভিযোগ এবং আপত্তি সম্পূর্ণ রূপে খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যার ফলে এবার থেকে লটারি ডিস্ট্রিবিউটরা প্রচুর পরিমাণে আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এবার সম্পূর্ণ বিষয়টা দেখে নিন এই নিয়ে।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের ?

বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্ন এবং এন কে সিং এর যৌথ বেঞ্চ 120 পাতার একটি রায় জানিয়েছে যে, এখন থেকে প্রায় 31 বছর আগে অর্থাৎ 1994 সালের অর্থ আইন সংশোধন করে এবার সর্বোচ্চ আদালত লটারি টিকিট বিক্রির উপর সার্ভিস ট্যাক্স সম্পূর্ণ রূপে বন্ধ করে দেবে।

এছাড়াও এই যৌথ বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে, সার্ভিস ট্যাক্সের আওতায় পরে এরকম কোনরকম পরিষেবা দেশের লটারি টিকিটরা প্রদান করছে না, সুতরাং তাদের সার্ভিস ট্যাক্স দেওয়ার কোনো মানেই হয় না। সর্বোচ্চ আদালতের এই রায় উচ্চ আদালতের পূর্বের রায় প্রত্যাখ্যান করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এবার সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে যে দেশের আর কোন লটারি টিকিট ক্রেতা কিংবা বিক্রেতাদের কেন্দ্র সরকারের কাছে কোনো রকম সার্ভিস ট্যাক্স দিতে হবে না ।

এছাড়া এখানে আরো জানানো হয়েছে যে, গ্যাম্বলিং ট্যাক্স যেটা মূলত রাজ্য সরকারের আওতায় থাকে, এটা অবশ্য তাদের সম্পূর্ণভাবে প্রদান করতে হবে। মূলত অর্থ আইনের এন্ট্রি 62 অনুযায়ী এই কর রাজ্য সরকারকে দেওয়া অত্যন্ত জরুরি।

Read More: বাতিল হতে পারে পুরাতন 50 টাকার নোট

গড় ব্যবস্থা নিয়ে অভিযোগ খারিজ করল কেন্দ্র সরকার :

সম্প্রতি ভারতীয় কেন্দ্রীয় সরকার এবং রাজশ্রী বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, দেশের সমস্ত লটারি টিকিট বিক্রেতাদের ওপর ও ক্রেতাদের ওপর সার্ভিস ট্যাক্স আরোপ করা হয়। তবে কিন্তু লটারি ক্রেতা কিংবা বিক্রেতারা এমন কোন পরিষেবা নেয় কিংবা দেয় না যার জন্য তাদের সার্ভিস ট্যাক্স কেন্দ্র সরকারের কাছে প্রদান করতে হবে।

তার ফল এই সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার আপিল এবং অভিযোগকারী ধরে দেওয়া হয়। লটারি বিক্রেতাদের কেন্দ্রের কর দিতে হচ্ছে না বটে কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত নির্ধারিত কর রয়েছে সেগুলি অবশ্য তাদেরকে সম্পূর্ণটাই প্রদান করতে হবে। যার ফলে লটারি ব্যবসায় যারা এখনো পর্যন্ত কাজ করছেন তারা আর্থিকভাবে বেশ অনেকটাই স্বস্তির সম্মুখীন হবেন।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment