January 2025 2nd Week All Job: চলতি জানুয়ারি মাসে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে দেখে নিন এক নজরে ।

By Sudipta Dalapati

Published On:

Follow Us
January 2025 2nd Week All Job: চলতি জানুয়ারি মাসে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে দেখে নিন এক নজরে ।

January 2025 2nd Week All Job : নমস্কার বন্ধুরা, এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন চলতি জানুয়ারি মাসে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে। যেখানে আপনারা 2025 সালের জানুয়ারিতে যে সকল সরকারি চাকরির ফরম ফিলাপ চলছে, তাদের মধ্যে থেকে TOP 5 চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সুতরাং দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ে আবেদন করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সমস্ত বিষয়টা ।

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

    পদের নাম : DVC এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Consultant পদে।

    শিক্ষাগত যোগ্যতা : B Tech পাস পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে চাকরিপ্রার্থ।

    বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 25 বছর।

    আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে।

    আবেদনের শেষ তারিখ : 19.01.2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে।

    আবেদন করুনClick Here

    মাধ্যমিক পাশে রিসার্চ অ্যাসোসিয়েট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

      পদের নাম : Research Associate, Senior Research Fellow সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করছে IARI ।

      শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানেই চাকরিপ্রার্থীর আবেদন করতে।

      বয়সসীমা : আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছর এর মধ্যে।

      আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে।

      আবেদনের শেষ তারিখ : 24.01.2025 তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে।

      আবেদন করুনClick Here

      দূরদর্শন কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করে ফেলুন

      পদের নাম : স্ট্রিঙ্গার পদে নিয়োগ করছে দূরদর্শন টিভি।

      শিক্ষাগত যোগ্যতা : সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতায় গ্রাজুয়েশন পাশ যোগ্যতা এখানে আবেদন করা যাবে।

      বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর।

      আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে।

      আবেদনের শেষ তারিখ : 07.02.2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে চাকরি প্রার্থী।

      আবেদন করুনClick Here

      AIIMS এ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

      পদের নাম (Post Name) : ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাকিং স্টাফ নিয়োগ করতে চলেছে AIIMS ।

      শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে চাকরি প্রার্থী।

      বয়সসীমা (Age Criteria) : 18 থেকে 25 বছর এর মধ্যে বয়স হতে হবে আবেদনকারী চাকরিপ্রার্থীর।

      আবেদন পদ্ধতি : ইমেইলের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে এখানে।

      আবেদনের শেষ তারিখ : আবেদন জানানো যাবে চাকরিপ্রার্থীদের এখানে 19.01.2025 তারিখ পর্যন্ত।

      আবেদন করুনClick Here

      DRDO তে কর্মী নিয়োগ গ্রাজুয়েশন পাশে

      পদের নাম : কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করছে DRDO ।

      শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।

      বয়সসীমা : সর্বোচ্চ 28 বছর এর মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে এখানে।

      আবেদন পদ্ধতি : আলাদাভাবে কোনো আবেদনের প্রয়োজন। সরাসরি ইন্টারভিউয়ের দিন সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

      ইন্টারভিউ এর তারিখ : 28,29 এবং 30 জানুয়ারি তারিখে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

      আবেদন করুনClick Here

      Sudipta Dalapati

      আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

      Join WhatsApp

      Join Now

      Join Telegram

      Join Now

      Leave a Comment