IPPB Job Vacancy 2025: India Post Payment Bank এ কর্মী নিয়োগ, ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে

By Goutam Mondal

Published On:

Follow Us
IPPB Job Vacancy 2025: India Post Payment Bank এ কর্মী নিয়োগ, ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে

IPPB Job Vacancy 2025 : সম্প্রতি আবারো নতুন করে একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে India Post Payment Bank তথা IPPB । যেই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। আপনারা যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে পোস্ট পেমেন্ট ব্যাংকে তরফ থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজ সরল ও পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা এখানে আপনাদের আবেদন ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে।

আমরা এই প্রতিবেদনে পোক পেমেন্ট ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? আবেদনকারীর বয়স কত হতে হবে ? যারা নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে ? মোট কতগুলি শূন্য পদে নিয়োগ হবে ? কিভাবে আবেদন করতে হবে ? আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ কোন প্রক্রিয়ার মাধ্যমে করা যাবে ? কত তারিখ অব্দি আবেদন জানানো যাবে ? ইত্যাদি সমস্ত বিষয় । তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটা।

IPPB Job Vacancy 2025 Overview

নিয়োগকারী সংস্থাIndia Post Payment Bank
পদের নাম8 ধরনের পদ
শিক্ষাগত যোগ্যতানীচে উল্লেখিত
মোট শূন্যপদ68টি শূন্যপদ
আবেদনের শেষ তারিখ10ই জানুয়ারি 2025

Eligibility Criteria of IPPB Job Vacancy 2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, এটি প্রকাশিত হয়েছে India Post Payment Bank এর তরফ থেকে।

পদের নাম (Post Name) :

ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে মোট 8 ধরনের পদে। সেগুলি হল –

1.Assistant Manager – IT

2.Manager IT (Payment Systems)

    3.Manager IT (Infrastructure, Network – Cloud)

    4.Manager IT (Enterprise Data Ware House)

    5.Senior Manager IT (Payment Systems)

    6.Senior Manager IT (Infrastructure l, Network & Cloud)

    7.Senior Manager IT (Vendor, Outsourcing, Contract Management, Procurement, SLA, Payments)

    8.Cyber Security Expert

    শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

    এখানে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে । তবে যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Tele-Communication/Electronics and Instrumentation নিয়ে B.E কিংবা B Tech করা থাকতে হবে ।

    অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

    উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়া ও প্রতিটা পদের ক্ষেত্রে কমপক্ষে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

    বয়সসীমা (Age Criteria) :

    যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে 20 থেকে 50 বছর মধ্যে । কিন্তু অবশ্যই যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে আবেদন জানাবেন, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে 5 বছর কিংবা 3 বছর এর বয়সের ছাড় পাওয়া যাবে।

    মাসিক বেতন (Monthly Salary) :

    এখানে নিযুক্ত প্রার্থীদের স্কেল অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে যারা এখানে নিযুক্ত হচ্ছেন তাদেরকে মোটামুটি প্রতি মাসে 1,40,398 টাকা থেকে 2,25,937 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।

    মোট শূন্যপদ (Total Vacancy) :

    মোট 68টি শূন্যপদে নিয়োগ করা হবে এখানে চাকরি প্রার্থীদের।

    Read More: জাতীয় আধার দপ্তরে কর্মী নিয়োগ

    আবেদন পদ্ধতি (Application Process) :

    পোস্ট পেমেন্ট ব্যাংকের এই চাকরির বিজ্ঞপ্তিতে যারা আবেদন জানাবেন তাদেরকে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়া আমরা নিচে ধাপে ধাপে খুব সহজ সরল ভাবে আপনাদের জন্য উপস্থাপন করলাম –

    1. সবার আগে চাকরি পাড়া থেকে চলে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তথা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।
    2. সেখানে পৌঁছে যাকে ভারতের প্রথমে নিজেরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
    3. রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে নিতে হবে, চাকরিপ্রার্থীদের।
    4. লগইন হয়ে গেলে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা যাবে সেটিকে সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য সহকারে পূরণ করতে হবে।
    5. পূরণ হয়ে গেলেই যাবতীয় সমস্ত ডকুমেন্টস্ যেখানে আপলোড করে দিতে হবে।
    6. আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিতে হবে।
    7. পেমেন্ট হয়ে গেলেই পরের পেজে একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়ে সেটিকে সাবমিট করে দিলেই আবেদন সম্পূর্ণ হবে।

    প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :

    এখানে আবেদন করতে হলে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর প্রয়োজন হবে –

    1. পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড
    2. বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড
    3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে গ্রাজুয়েশনের সার্টিফিকেট ও মার্কশিট ।
    4. পঞ্চায়েত কিংবা পৌরসভার বাসিন্দা সার্টিফিকেট।
    5. পাসপোর্ট সাইজের ছবি
    6. সাদা কাগজের উপরে সই
    7. মোবাইল নং
    8. ইমেইল আইডি ইত্যাদি ।

      নিয়োগ প্রক্রিয়া (Selection Process) :

      এখানে চাকরিপ্রার্থীদের বেশ অনেকগুলি ধাপ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে মূলত অনলাইন টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত কোনো কিছু তথ্য জানতে ইচ্ছে করলে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।

      আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

      চাকরি পাড়াতে যা এখানে আয় আবেদনপত্র পূরণ করতে পারবেন আগামী 10 ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত ।

      গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

      অফিসিয়াল নোটিশClick Here
      অফিসিয়াল ওয়েবসাইটClick Here

      Goutam Mondal

      গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

      Join WhatsApp

      Join Now

      Join Telegram

      Join Now

      Leave a Comment