Indian Oil Job Recruitment 2025: গ্রাজুয়েশন পাশে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

By Akash Mondal

Published On:

Follow Us
Indian Oil Job Recruitment 2025: গ্রাজুয়েশন পাশে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

Indian Oil Corporation Limited Job Recruitment 2025 : ভারতবর্ষের সবথেকে তৈল সরবরাহকারী সংস্থা তথা ইন্ডিয়ান অয়েল এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ শহর দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে চাকরি প্রার্থীরা।

আমরা এই প্রতিবেদনে ইন্ডিয়ান অয়েল এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ বিষয়টা দেখে নেওয়া যাক।

Indian Oil Job Recruitment Overview

নিয়োগকারী সংস্থা : Indian Oil Corporation Limited

পোস্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান অয়েল এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 24.01.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

বিভিন্ন ধরনের ট্রেডে এখানে অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে চাকরিদের ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে। ট্রেন্ড অ্যাপেন্টিস পথে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং পাশাপাশি উল্লেখিত বিষয় নিয়ে ITI পাশ থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী বেতন দেওয়া হবে।

কোন কোন রাজ্য থেকে আবেদন জানানো যাবে :

এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি রাজ্য থেকে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

পশ্চিমবঙ্গ থেকে মোট 142টি শূন্যপদ রয়েছে এখানে। অন্যান্য রাজ্যের শূন্যপদ সম্বন্ধে জানতে অফিসি বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

Read More: উত্তর পূর্ব রেলে শিক্ষানবিশ নিয়োগ

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে। তার জন্য নিজের ইমেইল আইডি, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, যাবতীয় বেশি কিছু তথ্য দিয়ে সবার আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ফিউচারাইড পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত তথ্য সহকারে পূরণ করে দিতে হবে।

তারপর সেই পূরণ করা ফর্মের সাবমিট হয়ে যাওয়ার পর পরের পেজে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়বে –

  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • PWD সার্টিফিকেট (যদি থাকে)
  • EWS সার্টিফিকেট (যদি থাকে)
  • জন্মের শংসাপত্র
  • NAPS/NATS রেজিস্ট্রেশন নম্বর
  • অ্যাকনলেজমেন্ট প্রিন্ট আউট কপি
  • শিক্ষাগত যোগ্যতার অন্যান্য প্রমাণপত্র
  • ITI সার্টিফিকেট
  • গ্রাজুয়েশন সার্টিফিকেট ইত্যাদি ।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার প্রাপ্ত নম্বরের শতকরা হিসেবে উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীকালে সেই মেধা তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে আবেদন জানানো যাবে আগামী 14.02.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অনলাইন আবেদনClick Here

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment